নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

রাঘব বোয়াল

নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।

রাঘব বোয়াল › বিস্তারিত পোস্টঃ

নূহ (আঃ) সময়ের মহা প্লাবণটি সারা দুনিয়াতেই সংগঠিত হয়েছে নাকি একটি নির্দিষ্ট স্থানে সংগঠিত হয়েছে ????

৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:৩৬



পৃথিবীর প্রাচীনতম একেশ্বরবাদী ধর্ম ইহুদী ধর্ম।ইহুদীদের ধর্মগ্রন্থ হলো মুসার শরীয়ত বা তোরাহ(তৌরাত/পেন্টাটেক/ওল্ডটেস্টামেন্ট আদিপুস্তক/পুরাতন নিয়ম)।মোট পাঁচটি গ্রন্থের সমাহার এই তোরাহ।এর প্রথমটি হলো জেনেসিস বা সৃস্টিতত্ব।এই জেনেসিসেই নোয়াহ‘র [নূহ (আ) এর হিব্রু নাম] সময়ে সংঘটিত মহা প্লাবণের বর্ণনা আছে।জেনেসিসের বর্ণনা অনুযায়ী নোয়াহ হলেন এডাম [আদম (আ)] এর দ্বাদশ অধ:স্তন পুরুষ।তাঁর সময়ে পৃথিবী পাপ ও অবাধ্যতায় ছেয়ে গেলে পৃথিবীব্যাপি এই বন্যার ঘটনা ঘটে।খ্রীস্টান সম্প্রদায়ও ওল্ডটেস্টামেন্ট বিশ্বাস করে(সাথে ওদের অতিরিক্ত আছে নিউ টেস্টামেন্ট)।জুডিও, খ্রীস্টান লোকের কাছে সমগ্র পৃথিবী ব্যাপি এই মহাপ্লাবণ একটি সন্দেহাতীত সত্য ঘটনা।

সেমেটিক ধর্মগুলির মধ্যে নবীনতম ধর্ম ইসলাম।ইসলামের পবিত্রগ্রন্থ কোরআনেও নূহ(আ)এর আমলের সেই প্লাবণের বর্ননা আছে।বাইবেলে নুহের জমানার প্লাবণ পৃথিবীব্যাপি বলা হলেও কোরআনে তেমন কোন সুনির্দিস্ট কথা বলা নাই।শুধু বলা আছে গজবটি নাজিল হয়েছিল নুহ(আ)এর কওমের ওপর তারই (নূহ আ) বদদোয়া স্বরুপ।
কোরআনের ৭১নং সুরার শিরোনাম নূহ।এইসুরার বিষয়বস্তু- নুহ(আ) কর্তৃক কওমের অবাধ্যতা ও পাপাচারের বর্ণনা করে মহান আল্লাহর দরবারে গজব নাজিলের আবেদন(আয়াত:১-২৮)।এই সুরায় প্লাবণের বর্ণনা নেই।
কোরআনের একটা বৈচিত্র হলো একটি বিষয় নানা স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা। মহাপ্লাবনও তার ব্যতিক্রম নয়।মহা প্লাবনের বর্ণনা আমরা সর্বপ্রথম পাই কোরআনের ৭নং সুরা আরাফের ৫৯-৬৪ নং আয়াতে।এছাড়া বিস্তারিত বর্ননা আছে ১০নং সুরা ইউনুস(আয়াত:৭১-৭৪),১১নং সুরা হুদ(আয়াত: ৩৬-৪৯), ২৩নং সুরা মুমিনুন(আয়াত ২৩-৪২), ২৫নং-সুরা ফুরকান(আয়াত :৩৭),২৬নং সুরা শুআরা (আয়াত:১০৫-১২২),২৯ নং সুরা আনকাবুত(আয়াত: ১৪-১৫),৫৪ নং সুরা কমর(আয়াত:৯-১৬),৬৯ নং সুরা হাক্কা (আয়াত: ১১-১২)।


ধারাবাহিকভাবে বর্ণিত এসকল আয়াতগুলি থেকে প্রতীয়মান হয় যে,কোন জাতি যখন স্রস্টার অবাধ্যতায় লিপ্ত হয় তখন তিনি তাদের শাস্তি স্বরুপ গজব নাজিল করেন।যেহেতু মুহাম্মদ(স) পূর্ববর্তী সমস্ত নবী/রাসুলগনের দায়িত্ব ছিল কেবল মাত্র তাঁদের নিজের কওমের মানুষদের আল্লাহর রাস্তায় ডাকা,তাই স্বভাবতই আলোচ্য মহাপ্লাবনও কেবল নুহ(আ) এর কওমের ওপরই নাজিল হয়েছিল।পৃথিবীতে তখন আরও জাতি/কওম থাকাই স্বাভাবিক।আর তাই ধরে নেয়া যায় প্লাবনের ঘটনাটি ছিল স্থানিক বা আঞ্চলিক।সমগ্র পৃথিবী ব্যাপি নয়।


আধুনিক নৃ-বিজ্ঞানও কোরআণের এই ধারনাকে সমর্থন করে।যাযাবর মানুষ প্রথম যখন কৃষিবৃত্তির উদ্ভাবন করে, তখন তারা সমতলে বসতি স্থাপন করে।কৃষিভিত্তিক প্রাচীনতম মানুষের সন্ধান পাওয়া যায় মেসোপটেমিয়ার টাইগ্রীস-ইউফ্রেটিস নদী অববাহিকার দোয়াব অঞ্চলে ও মিশরের নীল নদের অববাহিকায়।শীতকালে এ অঞ্চলে মুষলধারে বৃস্টিপাত হয়,বসন্তে পাহাড়ে জমে থাকা বরফ গলতে শুরু করে।প্রাচীনকালে এই সময়টাতে টাইগ্রীস-ইউফ্রেটিস নদীতে বন্যার তান্ডব চলত।টাইগ্রীস-ইউফ্রেটিস নদীর সর্বগ্রাসী বন্যার বিষাদময় ঘটনাবলী যুগযুগ ধরে মানুষের মুখে মুখে বর্ণিত হয়ে এসেছে।বন্যাকে ঘিরে সৃস্টি হয়েছে কল্প কাহিনী,উপকথা,ও পৌরানিক উপাখ্যান।ব্যবিলন অঞ্চলের পুরাণ “গিলগামেশের কাব্যে”ও আমরা তেমন বন্যার বর্ণনা পাই।মিশরীয় পুরাণে এমন কোন বন্যার বর্ণনা পাওয়া যায় না।তাই আমরা বলতে পারি টাইগ্রীস-ইউফ্রেটিস বেস্টিত দোয়াব অঞ্চলই হয়তবা ছিল নুহ(আ) এর কওমের বাসস্থান যেখানে সর্বগ্রাসী বন্যা সব ধূয়ে মুছে একাকার করে দিয়েছিল।

লিখাটি লিখতে সাহায্য নিয়েছি কাজি মাহমুদ রুমনের

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১:৫১

সুদিন বলেছেন: দাড়ান ভাই, আমার কথা আছে-

১. যদি নির্দিষ্ট কওমের উপর/এলাকায় হয়ে থাকে তাহলে কেন প্রতিটি পশু-প্রাণীকে জোড়ায় জোড়ায় নৌকায় নেওয়া হয়েছিলো

২. ৪০দিন বৃষ্টি হলে পানিগুলো একটা নির্দিষ্ট এলাকায় তো আবদ্ধ থাকার কথা না..... যেখানে কেনান নামক ব্যক্তি ৮০ হাত লম্বা (একটা ১২তলা বিল্ডিং এর সমান উচু) ছিলো সেও ডুবে গিয়েছিলো, পাহাড়ের চূড়ায় উঠেও তার রক্ষা হয়নি।

৩. আমরা সবাই জানি নূহ (আ) কে আদমে সানী বা দ্বিতীয় আদম বলা হয়.......... তাহলে কেন বলা হয়।

৪. আল্লাহ তো নূহ (আ) কে অন্যত্র কোন কওমের কাছে চলে যেতে বলতে পারতেন এবং তার কওমকে আদ, সামূদ, লূত জাতির মতো ঐ এলাকায় গযব নাযিল করে ধ্বংস করতে পারতেন।

আরো অনেক বিষয় আছে..... থাক লিখলাম না।

৩০ শে জুন, ২০১৫ বিকাল ৪:১৮

রাঘব বোয়াল বলেছেন: আমি যা বলেছি রেফারেন্স দিয়েই বলেছি। এখন বিবেচনা আপনার। ধন্যবাদ।

২| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১২:০০

নতুন বলেছেন: ২. ৪০দিন বৃষ্টি হলে পানিগুলো একটা নির্দিষ্ট এলাকায় তো আবদ্ধ থাকার কথা না..... যেখানে কেনান নামক ব্যক্তি ৮০ হাত লম্বা (একটা ১২তলা বিল্ডিং এর সমান উচু) ছিলো সেও ডুবে গিয়েছিলো, পাহাড়ের চূড়ায় উঠেও তার রক্ষা হয়নি।

১২ তলা বিল্ডিং এর সমান উচু মানুষ কখনো হওয়া সম্ভব না।

৩| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৩

তৌফিক মাসুদ বলেছেন: ঘটনা থেকে শিক্ষা নেয়াটাই জরুরী। অযথা তর্কে লিপ্ত হওয়া বোকামী। আমারা এই ভুলই বারবার করি।

০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৮

রাঘব বোয়াল বলেছেন: যথার্ত বলেছেন। ধন্যবাদ

৪| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৮

রন৬৬৬ বলেছেন: https://goo.gl/5vg52f

০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:৫৭

রাঘব বোয়াল বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ

৫| ০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০১

ঢাকাবাসী বলেছেন: জোড়ায় জোড়ায় নিছিল অন্য সব প্রানী মাগার দুপেয়ে মানুষ কতগুলান নিছিল তার কোন হিসাব আছে? এইর লাইগাই তো আজকে দুনিয়াতে আমাদের এত মানুষ!

০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৬

রাঘব বোয়াল বলেছেন: =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.