![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।
যুগের পর যুগ এই কুৎসিত ডিভাইডারটি ঢাকা সিটির সৌন্দর্জ অনেকটাই ম্লান করে দিয়েছে।এটা নিয়ে কারও কোন মাথা ব্যেথা নাই।
এয়ারপোর্ট রোড (এয়ারপোর্ট থেকে খিলক্ষেত হয়ে বনানী ফ্লাইওভার এর আগ) পর্যন্ত মাঝে এই কুৎসিত ডিভাইডারটা পরিবর্তন করে সুন্দর দৃষ্টি নন্দন গাছ লাগাবার বেবস্থা করা যেতে পারে ঠিক বনানী ফ্লাইওভার থেকে মহাখালি পর্যন্ত যেমনটি আছে।এতে ঢাকার বনায়ন বাড়বে সাথে সবুজায়ন বাড়বে।আর বাহিরের দেশ থেকে বিদেশীরা ঢাকায় ঢুকে অভিবুত হবে অন্য দিকে ঢাকার সৌন্দর্য বাড়বে।
আমি এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ফেনপেজে বেপারটা নিয়ে লিখেছি ওরা শুধু আশ্বস্তই করেছে তারপর আমাদের নতুন মেয়র আনিসুল হকের ফেনপেজ “আমরা ঢাকায়” একাধিক বার এই বেপারে অভিযোগ করেছি তারা এর কোন উত্তরই দেয়নি।তাই আজ সামুতে বেপারটা নিয়ে লিখলাম। কোন সাংবাদিক ভাই থাকলে অবশ্যই বেপারটা নিয়ে পত্রিকায় প্রকাশ করবেন।
আপনারা যদি মনে করেন যে পরিবর্তন হওয়া দরকার তাহলে আপনারাও ওদের ফ্যান পেজে বেপারটি নিয়ে লিখতে পারেন।অথবা যে যেভাবে পারেন এই বেপারে সাহায্য করবেন।
১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৪১
রাঘব বোয়াল বলেছেন: সুন্দর একটি কমেন্ট উপহার দেবার জন্য আপনাকে ধন্যবাদ।
২| ১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৬
হিমালয়ের মাস্তান বলেছেন: আপনার মতের সাথে আমি পুরাপুরি একমত। ঢাকার সৌন্দর্জ বাড়াতে এর পরিবর্তনের কোন বিকল্প নাই।আপনাকে যতটুকু পারবো সাহায্য করবো।
১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৪
রাঘব বোয়াল বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৩| ১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৯
তাবিজ সোহান বলেছেন: আসলেই এই বেপারে অতিসত্তর উদ্যোগ নেয়া উচিত।ধন্যবাদ আপনাকে এরকম একটি পোস্ট দেবার জন্য।
১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৫
রাঘব বোয়াল বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
৪| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, এই ডিভাইডার কুৎসিত হল কি করে? আমার মনে পড়ে, এই রাস্তার সব পুরো ডিভাইডার ভেংগে নতুন করে এই ডিভাইডার নির্মাণ করা হয়েছিল। এখনো যেহেতু টিকে আছে, মনে হচ্ছে একটু ভাল কোয়ালিটি দিয়েই করেছে।
খালি খালি এই ডিভাইডার ভেংগে টাকা অপচয় না করে পারলে অন্য কোন খাতে সেই টাকা ব্যবহার করার পরামর্শ দিন। উত্তরা মডেল টাউনের ভেতরের রাস্তার অবস্থা দেখেছেন? বহু সতর্কভাবে গাড়ি চালাতে হয়, আর হাটতে গেলে কি অবস্থা হয় সেটা বোঝেন তাহলে !
আরেকটা কথা, ছবিতে দেখুন, এয়ারপোর্ট রোডের ডানে বামে প্রচুর সবুজ সৌন্দর্য আছে, ঢাকার আর কোন রাস্তার পাশেও হয়ত তা নেই !
১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৮
রাঘব বোয়াল বলেছেন: ভাই কোয়ালিটি নিয়া আমার কোন প্রশ্ন নাই। কিন্তু বিভিন্ন বড় বড় শহরে ডিভাইডারের চেহারা এরকম দেখিনাই।আপনার কাছে ডিভাইডারটি সুন্দর লাগতে পারে কিন্তু বেশিরভাগ মানুষের সাথে আলোচনা করে দেখেছিযে তারা এই ডিভাইডারের বিপক্ষে।একটু চিন্তা করে দেখুন বনানী ফ্লাইওভার থেকে মহাখালি পর্যন্ত ডিভাইডারটিকি এর চাইতে সুন্দর না???
৫| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৭
শিশির খান ১৪ বলেছেন: ভাই ওই রাস্তা কিন্তু সব সময় খুব বেস্ট থাকে প্রচুর গাড়ির চাপ থাকে কোনো ভাবেই লেন কমানো সম্ভব নয় তবে আপনি কেমন চাচ্ছেন তা যদি অন্য কোনো দেশের মত হয় তা হলে ছবি সংযুক্ত করে দিলে মনে হয় ভালো হতো মানুষ একটা ধারণা পেতো
১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
রাঘব বোয়াল বলেছেন: ভাই আমি লেন কমানোর কথা বলছিনা।আমি বলছি মাঝের ডিভাইডারটির কথা।বনানী ফ্লাইওভার থেকে মহাখালি পর্যন্ত ডিভাইডারটির মাঝে যেরকম গাছে লাগানো হয়েছে এয়ারপোর্ট রোডেও ওরকম করার কথা বলছি।
৬| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
মায়াবী রূপকথা বলেছেন: যত বিশ্রি দেখতে হোকনা কেন এ রোডের ট্রাফিক ফ্লো ঠিক রাখতে ও মানুষকে ওভারব্রিজ ব্যবহারে বাধ্য করতে এমন ডিভাইডারের বিকল্প নেই। সকল সড়কের ডিভাইডার এমন উচু হওয়া দরকার। দরকার পরলে আরেকটু উচু ও চোখা যাতে করে রাস্তার মাঝ দিয়ে হেটে কেউ রাস্তা পার হবার চেস্টা না করে
১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
রাঘব বোয়াল বলেছেন: যাক আপনি অন্তত স্বীকার করলেন যে এটি দেখতে বিশ্রী।আপনিকি মনে করছেন এই রোডে এখন জ্যাম লাগেনা????
আসলে ট্রাফিক ফ্লো ঠিক রাখতে এটির তেমন কোন ভুমিকা নাই বললেই চলে। আপনি অন্যান্য ভিআইপি রোডের দিকে তাকালে দেখবেনযে মাঝে কাঁটাতারের বেরিকেড দেয়া থাকে।এই বেবস্থাটা এইখানে করলেও মন্দ হবে বইলা মনে হয়না।
৭| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৬
মায়াবী রূপকথা বলেছেন: াটাতার রাতারাতি কেটে বিক্রিও করে দিতে পারে ভাইয়া। এরচেয়ে এভাবেই থাকলো নাহয়। শক্ত করে বানানো, তুলে নিতে পারবেনা। তবে আমার ধারনা ফ্লো ঠিক রাখতে এর ভুমিকা আছে।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৫
ছাসা ডোনার বলেছেন: আপনাকে ধন্যবাদ। আসলেই এই এয়ারপোর্ট রোড দিয়ে পৃথিবীর অনেক দেশের লোকজন আসা যাওয়া করে। এয়ারপোর্ট থেকে বাহির হইলেই টুরিস্টদের চোখে পড়ে , তাছাড়া এই রাস্তা হলো আমাদের দেশের আয়নার মত। তাই নতুন মেয়রের কাছে অনুরোধ ব্যাপারটা মাথায় নিয়ে ডিভাইডারটায় সুন্দর সুন্দর গাছ লাগানোর ব্যবস্থা করুন।