![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।
পাক-ভারত সম্পর্ক এখন খুবই গরম।যেকোন সময়ে ঘটে জেতে পারি অনাকাঙ্খিত একটি যুদ্ধ।
ভারতের সেনাপ্রধান দলবীর সিং সুহাগ পাকিস্তানকে হুমকি দিয়ে বলেন, ভারত যেকোনো স্বল্পমেয়াদি কিন্তু দ্রুত সমাপ্ত করে দেওয়ার মতো যুদ্ধ পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি।
এর জবাবে পাকিস্তানের সেনাপ্রধান রাহিল শরিফ পাল্টা হুমকি দিয়ে বলেন, স্বল্প বা দীর্ঘমেয়াদি যেকোনো যুদ্ধের পরিকল্পনার কথা ভাবলে ভারত চরম ভুল করবে। আর এ রকম কোনো পদক্ষেপ নিলে তার অপূরণীয় ক্ষতির জন্য ভারতকে তৈরি থাকতেও বলেছেন তিনি।
এবার দেখে নিন কোন দেশের হাতে কী কী সমরসজ্জা রয়েছে তার এক ঝলক।
ভারত
অ্যাসল্ট রাইফেল-১ বি ১ ইনসাস, আইএমআই তেভরটার-২১, এম ১৬ রাইফেল, টি ৯১ অ্যাসল্ট রাইফেল, একে ১০৩, একে এম।
রকেট লঞ্চার- আরপিও-এ সেল।
মাল্টিপল রকেট লঞ্চার - পিনাকা এমবিআরএল।
বম্ব ডিসপোজাল রোবট - ডিআরডিও দক্ষ।
মাইন নিরোধক গাড়ি - আদিত্য।
ট্যাংক - অর্জুন এমবিটি, টি - ৯০ এস ভীষ্ম, টি - ৭২ অজেয়, বিএমপি - ২ শরৎ।
ট্যাংক নিরোধী ক্ষেপণাস্ত্র - নাগ, মিলন, ৯ এম ১১৩ কনকার্স, ৩ ইউবিকে ইনভার, সিএলজিএম ক্ষেপণাস্ত্র।
ট্যাংক নিরোধী ক্ষেপণাস্ত্র লঞ্চার - নামিকা
হাউইতজার - ১৫৫ এমএম।
ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র - ব্রহ্মস, নির্ভয়, প্রহার, পৃথ্বী ১, পৃথ্বী ২, পৃথ্বী ৩, শৌর্য, অগ্নি ১, অগ্নি ২, অগ্নি ৩, অগ্নি ৪, অগ্নি ৫, অগ্নি ৬।
মাটি থেকে আকাশে ছোঁড়ার ক্ষেপণাস্ত্র - আকাশ।
হেলিকপ্টার - রুদ্র, লাইট কমব্যাট হেলিকপ্টার, ধ্রুব, চিতা, ল্যান্সার, চেতক, চেতন।
ড্রোন- ডিআরডিও নিশান্ত
পাকিস্তান
অ্যাসল্ট রাইফেল - এম ১৬, এম ৪, এ ১, হেকলার অ্যান্ড কক জি৩, একে ৫৬, একে ৮১।
স্নাইপার রাইফেল - এইচকে পি - এসজি ১, এসএসজি ৬৯, ড্রাগুনভ এসভিড়ি।
মেশিনগান- আরপিডি লাইট মেশিনগান, এম২ ব্রাউনিং, এমজি ৩, এফএন এমএজি।
গ্রেনেড লঞ্চার- এমকে ১৯, মাইকর এমজিএল, আরপিজি ২৯, আরপিজি ৭।
ট্যাঙ্ক - আল খালিদ, আল খালিদ ১, আল খালিদ ২, আল জারার।
মাল্টিপল রকেট লঞ্চার - কেআরএল ১২২, আজার।
ড্রোন - বুরাক, ইউকাব, শাহপার।
ট্যাঙ্ক নিরোধী ক্ষেপণাস্ত্র - বখতার।
এ ছাড়া ২০১৩ সালের হিসাব অনুযায়ী ভারতের কাছে পরমাণু অস্ত্র রয়েছে ৯০-১১০ টি এবং পাকিস্তানের কাছে ১০০-১২০টি।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩
রাঘব বোয়াল বলেছেন: ঠিক
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: যুদ্ধ কখনই কাম্য নয়।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪
রাঘব বোয়াল বলেছেন: পুরাই একমত
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩
রায়হান চৌঃ বলেছেন: যুদ্ধ কখনই কাম্য নয়। তবে আমার মনে হয়না ভারত জেনে শুনে এই ভুল পথে পা বাড়াবে
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫
রাঘব বোয়াল বলেছেন: আমার মনে হইছে যুদ্ধ হলে ক্ষতিটা ভারতের হবে বেশি।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ পোষ্টের জন্য।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬
রাঘব বোয়াল বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৪
জাহিদ খোড়াগাছ বলেছেন: আমার মনে হয়না ভারত পাকদের সাথে পেরে উঠবে
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭
রাঘব বোয়াল বলেছেন: আমারও মনে হইছে যুদ্ধ হলে ক্ষতিটা ভারতের হবে বেশি।
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
ফাহাদ মুরতাযা বলেছেন: বুঝলাম না, কি কারনে ভারতের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে!!
যুদ্ধ খালি অস্ত্র দিয়ে হয়না। ভৌগলিক সুবিধা, রণনীতি আর বহুত বিষয় আছে। শুধু ভৌগলিক অবস্থান আর সৈন্য সংখ্যা বিবেচনা করলে ভারত এগিয়ে আছে অনেক । এইসব সুবিধা থাকার কারনে, অপেক্ষাকৃত নিচু মানে অস্ত্র নিয়েও ৬৫ তে ভারত যুদ্ধে জিতে, ভবিষ্যতেও জিতবে।
যেকোনো যুদ্ধ ক্ষতিকারক, এতে উভয় পক্ষের ক্ষতি হয়(অর্থনৈতিক), পাক ভারতের যুদ্ধে উভয়ের ক্ষতি হবে, কিন্তু বাইরের সাহায্য না পেলে পাকিস্তান অবশ্যই হারবে(তারা কি আজ পর্যন্ত কোন যুদ্ধে জিতেছে?? জানাবেন)।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১৬
রাঘব বোয়াল বলেছেন: ভারত জিতে গেলেও ক্ষতিটা ভারতের এই জন্য যে, ওরা এখন পাকি থেকে অনেক গোছান একটা দেশ, সেই হিসেবে যুদ্ধ হলে ওদের অর্থনৈতিক অবস্থা অনেকটা ভেঙ্গে যাবে। আর পাকিদের অবস্থা এমনিতেই কেরোসিন ওদের নতুন করে আর কতটুকু ক্ষতি হবে আপনিই বলেন।
আর সবচাইতে বড় কথা হিম্মত। ভারতের তুলনায় পাকিদের হিম্মতটা অনেকটা বেশি।যুদ্ধে যেটা সবচাইতে জরুরি।
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০২
গাল্লু বলেছেন: পরমাণু বোমা যুদ্ধ বন্ধের রক্ষাকবচ হিসেবে কাজ করবে, দু দেশের মাঝে যে শত্রু ভাবাপন্ন মনোভাব, যুদ্ধ যদি শুরু হয় পরমাণু অস্র ব্যবহার হবেই, যা পশ্চিমারা চাইবেনা তাদের নিজের স্বার্থেই,পশ্চিমা কূটনীতি এখানে প্রভাবক হিসেবে কাজ করবে, সব হিসেব মিলিয়ে বলা যায়, যুদ্ধ হবেনা, হুঙ্কারেই শেষ ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১৭
রাঘব বোয়াল বলেছেন: আশা করব সেটাই যেন হয়।
৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫১
সুখী যুবরাজ বলেছেন: পাকিস্তান এর পারমানবিক শক্তি বেশি ।
এবং পাকিস্তানের জংগি সংঘটন ভারতের জন্য বিপদ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১৭
রাঘব বোয়াল বলেছেন: একমত
৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৯
টি এম মাজাহর বলেছেন: যেই স্ট্যাটিসটিকস ই থাকুক না কেন, ইতিহাস বলে- পাক ভারত যুদ্ধে সবসময় ভারতই জিতে এসেছে। আবারও ভারত জিতবে এতে কোন সন্দেহ নাই।
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪
রাঘব বোয়াল বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ
১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০২
কামাল - বলেছেন: যেকোনো যুদ্ধ ক্ষতিকারক, এতে উভয় পক্ষের ক্ষতি হয়(অর্থনৈতিক), পাক ভারতের যুদ্ধে উভয়ের ক্ষতি হবে, কিন্তু বাইরের সাহায্য না পেলে পাকিস্তান অবশ্যই হারবে(তারা কি আজ পর্যন্ত কোন যুদ্ধে জিতেছে?? জানাবেন)।
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮
রাঘব বোয়াল বলেছেন: ভারত জিতে গেলেও ক্ষতিটা ভারতের এই জন্য যে, ওরা এখন পাকি থেকে অনেক গোছান একটা দেশ, সেই হিসেবে যুদ্ধ হলে ওদের অর্থনৈতিক অবস্থা অনেকটা ভেঙ্গে যাবে। আর পাকিদের অবস্থা এমনিতেই কেরোসিন ওদের নতুন করে আর কতটুকু ক্ষতি হবে আপনিই বলেন।
আর সবচাইতে বড় কথা হিম্মত। ভারতের তুলনায় পাকিদের হিম্মতটা অনেকটা বেশি।যুদ্ধে যেটা সবচাইতে জরুরি।
১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩
ভিটামিন সি বলেছেন: লাগে না কেরে? দুই শালাদের ঘরেই আগুন লাগুক, আর আমরা সেই আগুনে আলুপোড়া দিয়া খামু।
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪১
রাঘব বোয়াল বলেছেন: এত রাগ কেন ভাই??? যুদ্ধ কখনোই কাম্য নয়।
১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০১
শাহজাহান সুজন বলেছেন: 'ভিটামিন সি' এর সাথে একমত
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪২
রাঘব বোয়াল বলেছেন: এত রাগ কেন ভাই??? যুদ্ধ কখনোই কাম্য নয়।
১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
হেলাল হোসেন বলেছেন: মালাউনরা তো ভারতে অবস্থিত মুসল্মান্দের সাথেই পারে না। আর এ তো পাঠানের জাত খবর বানায়া ফেলব।
আর অদরে মারতে কয়েকযনই যথেষ্ট। দেখেননা মাঝে মধ্যে হোটেল তাজ বা এই জাতিয় হামলা করে অদের মনে করিয়ে দেয় যে, তরা হলি বিরালের ও বলদা গরুর জাতি।
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩
রাঘব বোয়াল বলেছেন:
১৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৮
অাহসান শান্ত বলেছেন: ভৌগলিক সুবিধা, রণনীতি বিবেচনা করলে ভারত নয় পাকিস্তান এগিয়ে আছে অনেক।ফাহাদ মুরতাযা বলেছেন ৬৫ তে ভারত যুদ্ধে জিতে কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৬৫ অমিমাংসিত। সৈন্য সংখ্যা বিবেচনা করলে ভারত এগিয়ে আছে অনেক এটা ঠিক কিন্তু যুদ্ধ সংখ্যা দিয়েও হয়না।ভৌগলিক পাকিস্তানের সুবিধা বেশি।আর এস এস জি পৃথিবীর সেরা।আরো অনেক হিসাব আছে।ইনটেলিজেন্স এ ও পাকিস্তান এগিয়ে।আর ভারতের বিশাল সীমানা চীন,মায়ানমার,বাংলাদেশ আরো ২-৩ টা দেশের সাথে এটা একটা সমস্যা।এটি ভারত জানে।যাহোক ধন্যবাদ লেখার জন্য।
০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৪
রাঘব বোয়াল বলেছেন: সুন্দর তথ্য দেবার জন্য আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১
ব্লগ সার্চম্যান বলেছেন: ভাই যাই বলেন পাক-ভারত দুইটাই এখন গরম