নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না আমি কেউ না

খাঁজা বাবা

বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

খাঁজা বাবা › বিস্তারিত পোস্টঃ

অপরাধ করলে কান ধরান, ফাসি দেন আইনানুক ভাবে

২৮ শে মার্চ, ২০২০ দুপুর ১:৩৭



কেউ অপরাধ করলে তারে কান ধরান, নইলে ল্যাংটা করে দাড় করিয়ে রাখেন। ছবি তোলেন পারলে ভিডিও করেন। আইনে থাকলে তাদের ফাসি দেন। বা আরো বেশি কিছু করেন।

সরকারী একটা ওয়েবের ব্যানারে দুইজন কান ধরা বয়ষ্ক লোকের ছবি কেন থাকবে? ওই কর্মকর্তার প্রধান কাজ কি কান ধরানো? নাকি পুরো বাংলাদেশ কান ধরে দাড়িয়ে আছে?

বুঝলাম তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছেন। কিন্তু ছবি তোলা এবং তা ভাইরাল করায় তিনি তো ডিজিটাল নিরাপত্তা আইন ভংগ করেছেন।

তাদের অপরাধ নাকি মাস্ক না পরা। এক্সপার্টরা বলছেন N95 ছাড়া আর কোন মাস্ক ভাইরাস মোকাবেলায় সক্ষম নয়। ওই কর্মকর্তা কি N95 মাস্ক পরেন? একটা N95 মাস্কের দাম কত?

সরকার কি বলেছে মাস্ক পরতে হবে? শুধু সামাজিক দুরত্ব বজায় রাখার পরামর্শ দেয়া হয়েছে।

ধরলাম মাস্ক পরা অন্তত নূন্যতম সেফটি নিশ্চিত করে। তিনি কি পারতেন না যারা মাস্ক পরেনি তাদের ফ্রি মাস্ক বিতরন করতে? এই দরিদ্র মানুষ গুলি এখন যেখানে ভাত জোগাড় করতে হিমশিম খাচ্ছে, সেখানে তারা মাস্ক কিনবে কিভাবে? ভেবেছেন? আপনারা যারা সরকারী কর্মকর্তা, মাস গেলে ব্যাংকে টাকা ঢুকে যাবে। এদের কি হবে ভেবেছেন?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২০ দুপুর ১:৪৯

মা.হাসান বলেছেন: ঘরে ঘরে খাবার পৌঁছে যাওয়ার কথা । মাস্ক ও সম্ভবত পৌঁছে দেওয়া হয়েছে।অনুমান করি ওই কয়েকজন বৃদ্ধ লোক তাদের পাওয়া মাস্ক গুলো চোরা বাজারে বিক্রি করে দিয়েছেন । কান ধরানো যথেষ্ট হবে না । ফাঁসি দেওয়া দরকার ছিল ।

২৮ শে মার্চ, ২০২০ দুপুর ২:১০

খাঁজা বাবা বলেছেন: হয়তো
:(

২| ২৮ শে মার্চ, ২০২০ দুপুর ২:২১

নেওয়াজ আলি বলেছেন:

২৮ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩২

খাঁজা বাবা বলেছেন: সমস্যা ২ টা।
প্রথম সমস্যা ছিল তাদের ট্রেইনিং এ, সেখানে তাদের ফুলিয়ে ফাপিয়ে মুঘল বংশধর বানিয়ে দেয়া হয়েছে।
দ্বিতীয় সমস্যা, সররারী গাইডলাইনের অভাব। তারা এই সময়টায় কিভাবে দায়িত্ব পালন করবেন সে ব্যপারে পরিস্কার কোন গাইডলাইন দেয়া হয় নি।

৩| ২৮ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩৪

শাহারিয়ার ইমন বলেছেন: সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তার যখন এই অবস্থা তখন বুঝতে হবে দেশ রসাতলে গেছে

২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৩:০৪

খাঁজা বাবা বলেছেন: ওনারা নিম্ন পদের,
উচ্চ পদের লোক জন রসাতলে গেছে বলেই এদের এই অবস্থা।

৪| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: ্মেয়েটা আবেগে ভুল করে ফেলেছে।

২৮ শে মার্চ, ২০২০ রাত ১০:৩৩

খাঁজা বাবা বলেছেন: রাস্তায় নামানোর আগে এদের দায়িত্ব সম্পর্কে প্রপার ব্রিফ দেয়া প্রয়োজন ছিল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.