নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাহেন রঙ্গন

আমার কবিতা - কোন জীবনদর্শন বা সত্যানুসন্ধানের জন্য নয়, বরং আমার জীবনের সামগ্রিক দর্পণ। আমার আবেগানুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশ। আমার ছুটে চলা, হোঁচট খাওয়া আবার উঠে দাঁড়াবার কাব্যিক বিবরণ, দ্যোতনা। যার প্রত্যেকটি বর্ণ সত্য। কেননা ঐ মুহূর্তে এর চে' বড় কোন সত্য আমার জানা ছিল না।

রাহেন রঙ্গন › বিস্তারিত পোস্টঃ

নীলদুনিয়া

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩১

আমরা কি কোন গল্পের পাতা থেকে উঠে এসেছি?

আবার কি ফিরতে হবে বইয়ের পাতায়?

আমরা এখন কোন অধ‍্যায়ে বলতে পারো?

পৃষ্টার পর পৃষ্টা উল্টাতে উল্টাতে

লতায়পাতায় কোথায় এসে পড়লাম আমরা?

এখানে সূর্য কেন চাঁদের মত নরম?

আমরা কি দূরদেশের স্বপ্নপুরীতে এসে পড়েছি?

আমাদের যে ফিরতে ইচ্ছে করে না!

গাছের পাতা নীল এখানে

ফুলগুলো সব লাল এখানে

সবুজগুলো হলুদ রঙের

দুপুরগুলো কুয়াশা ভরা

নদীর পানির টলটলে রঙ

সবকিছু কী শান্ত, সুবোধ!

শুধু আমরা ঘুরেঘুরে দেখি

আর কুশল বিনিময় করি দেবশিশুদের সাথে

আমরা এখন কোন অধ‍্যায়ে বলতে পারো?

দেখো নদীর পানি কেমন যেন ফুঁসে উঠলো

বাতাস কেমন ফুঁপিয়ে কাঁদে

আমরা কি তবে শেষ অধ‍্যায়ে?

আবার কি ফিরতে হবে বইয়ের পাতায়?

পাঠক তুমি আবার পড়ো প্রথম থেকে

পড়তে পড়েতে কখন তুমি ঘুমিয়েছিলে

পাঠক! তুমি ভুলে গেছো কোথায় ছিলে

পাঠক! দোহাই ফিরিয়ে দাও নীলদুনিয়ায়

যেখানে আমরা সবচাইতে ভালোছিলাম

পাঠক! তোমার বইটা এবার বন্ধ করো

পাঠক! তোমার কাজে যাবার কথা ছিলো

পাঠক! এখন কোথায় আছি, কোন অধ‍্যায়ে?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৬

ফাতিমা নিশাত বলেছেন: বেশ ভাল লাগলো পড়ে...

২| ১০ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৮

রাহেন রঙ্গন বলেছেন: জী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.