নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাহেন রঙ্গন

আমার কবিতা - কোন জীবনদর্শন বা সত্যানুসন্ধানের জন্য নয়, বরং আমার জীবনের সামগ্রিক দর্পণ। আমার আবেগানুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশ। আমার ছুটে চলা, হোঁচট খাওয়া আবার উঠে দাঁড়াবার কাব্যিক বিবরণ, দ্যোতনা। যার প্রত্যেকটি বর্ণ সত্য। কেননা ঐ মুহূর্তে এর চে' বড় কোন সত্য আমার জানা ছিল না।

রাহেন রঙ্গন › বিস্তারিত পোস্টঃ

আমি চাইনা আমার পোষ্টমর্টেম

১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২২

আমি মরে গেলে জেনে রেখো আমি মরেছি নির্দলীয়ভাবে।

যদি চিরকুট রেখে যেতে না পারি সময়ের অভাবে

তাই বলে রাখি লায়ন, শরীফ, অপু, ইন্দ্রনীলের সাথে

একবার হলেও হাত মিলিয়েছি। আমি তাঁদের হাতে

বিশেষ কোন গন্ধ পাইনি। মরনোত্তর মেধাবী

ছাত্র বা প্রতিশ্রুতিশীল কবির তকমার কোন দাবী

আমার নেই। আমি মরে গেলে আমি নিতান্তই মৃত। প্রেম,

চেতনা, মুনাফিকির উর্দ্ধে। আমি চাইনা আমার পোষ্টমর্টেম!

আমি মরে গেলে তা হবে একান্তই ব্যক্তিগত। মৃত্যুর পরে

পারলে শুধু মাকে বলে দিও, আমি বেশ সুখেই আছি কবরে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাল লাগল।

২| ১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১০

রাহেন রঙ্গন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.