![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মরে গেলে জেনে রেখো আমি মরেছি নির্দলীয়ভাবে।
যদি চিরকুট রেখে যেতে না পারি সময়ের অভাবে
তাই বলে রাখি লায়ন, শরীফ, অপু, ইন্দ্রনীলের সাথে
একবার হলেও হাত মিলিয়েছি। আমি তাঁদের হাতে
বিশেষ কোন গন্ধ পাইনি। মরনোত্তর মেধাবী
ছাত্র বা প্রতিশ্রুতিশীল কবির তকমার কোন দাবী
আমার নেই। আমি মরে গেলে আমি নিতান্তই মৃত। প্রেম,
চেতনা, মুনাফিকির উর্দ্ধে। আমি চাইনা আমার পোষ্টমর্টেম!
আমি মরে গেলে তা হবে একান্তই ব্যক্তিগত। মৃত্যুর পরে
পারলে শুধু মাকে বলে দিও, আমি বেশ সুখেই আছি কবরে।
২| ১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১০
রাহেন রঙ্গন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাল লাগল।