নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খেরোখাতা (Kherokhata)

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন।আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ।এই নিয়েই আমাদের জীবন

রাহিক

বলার মতো তেমন কিছু করতে পারিনি এখনো । বাপের হোটেলে ঘুমাই; মায়ের রেস্টুরেন্টে খাই; সরকারের টাকায় পড়াশুনা নামক ক্ষতিকারক কাজের অপচেষ্ঠা করি । যেহেতু খাওয়া-পরা ও পড়া নিয়ে টেনশন নাই, তাই আপাতত সুখেই আছি।

রাহিক › বিস্তারিত পোস্টঃ

"মিসকল হোক আপনার,আমার সবার প্রতিবাদ বা আন্দোলনের ভাষা কিংবা হাতিয়ার

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২

"মিসকল হোক আপনার,আমার সবার প্রতিবাদ বা আন্দোলনের ভাষা কিংবা হাতিয়ার।"



ইন্টারনেটের খরচ নিয়ে মোবাইল ফোন কোম্পানিগুলোর নৈরাজ্যের প্রতিবাদে হোক আপনার হাত সচল । এই প্রতিবাদে অংশ নিতে দয়া করে নিচের কাজগুলো করুন ।



১.সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত মিসড কল করুন।এরপর সাথে আবার সন্ধ্যা ৭ থেকে রাত ৯ টা পর্যন্ত সময় ঠিক করা হয়েছে

২.অন্তত ২৫ টি মিসড কল করুন। ছোট ছোট পালস আকারে অথবা ৩০ সেকেন্ডের লম্বা মিসড কল।পরিচিত নাম্বার বা নিজের নাম্বার হলে ৩০ সেকেন্ড ধরে মিসড করুন । নতুবা ছোট করে প্রচুর মিসড কল করবেন ।

৩.দুইটা হ্যান্ডসেট থাকলে একটী সাইলেন্ট করে আরেকটি থেকে অটো রিডায়াল করে রাখুন ।

৪.কোনো ভাবেই - আবারো বলছি কোনোভাবেই ১০-২ টা পর্যন্ত সময়ে কল রিসিভ করবেন না । পরবর্তীতে কল ধরতে না পারার কারন জানান,কিন্তু আজ এই সময়ে কল ধরবেন না।

৫.সম্ভব হলে নিজের করা মিসড কলের বা পাওয়া মিসড কলের স্ক্রীন শট ইভেন্টে দিন । অন্যরা উৎসাহ পাবে ।



আন্দোলন সফল হোক । সবাইকে অসংখ্য ধন্যবাদ ।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

মো: আবু জাফর বলেছেন: আমিও শুরু করতেছি ........

২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০০

নাহিদ বলেছেন: কোন লাভ নাই, সবাই মিলে শান্তিপূন মানবন্ধন করতে হবে।তা হলে মিডিয়ার আসতে পারে, তারপর যদি সরকারের টনক নড়ে।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

মোমের মানুষ বলেছেন: ৪/৫ জনেরে দিয়া ফালাইছি....... আরো দিব

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ট্রিপল পার করছি, দেখি ব্র্যায়ান লারার রেকর্ড ভাঙ্গা যায়নাকি, তালে আছি

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

ছন্দ্বহীন বলেছেন: Redial kore 2 mobir modde .. Kawke birokto na kore sathe asi andoloner.. Kintu ete kikore kaj dibe bujhe uthte parsi na ekhono?

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

মুহাম্মদ আশরাফুল আলম বলেছেন: কি হেতু কিছুই তো বুঝলাম না ! কি হয়ছে আবার?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

রাহিক বলেছেন: আপনার কিছু বুঝতে হবে না,লুকাইয়া বইসা থাকেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.