![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলার মতো তেমন কিছু করতে পারিনি এখনো । বাপের হোটেলে ঘুমাই; মায়ের রেস্টুরেন্টে খাই; সরকারের টাকায় পড়াশুনা নামক ক্ষতিকারক কাজের অপচেষ্ঠা করি । যেহেতু খাওয়া-পরা ও পড়া নিয়ে টেনশন নাই, তাই আপাতত সুখেই আছি।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কাদেরীয়া বাহিনীর নেতা মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম)-এর নামে মানহানির মামলা করেছেন রুহুল আমিন মজুমদার নামের এক মুক্তিযোদ্ধা।
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে ‘রাজাকার’ বলায় মঙ্গলবার সকালে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন তিনি। মামলায় কাদের সিদ্দিকীকে আদালতে তলব করা হয়েছে। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান আগামী ১৮ই এপ্রিল কাদের সিদ্দিকীকে আদালতে হাজির হতে বলেছেন। গত ৯ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি অনুষ্ঠানে কাদের সিদ্দিকী বলেছিলেন, রাজাকার স্বরাষ্ট্রমন্ত্রী রেখে যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব নয়।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
রাহিক বলেছেন: এই সরকার তা মানবে কেনো?
আপনি উচিত কথাটা বলে ফেললেই টুঁটি চেপে ধরবে।আপনি আওয়ামীলীগ করলেই মুক্তিযোদ্ধা আর আওয়ামীলীগের বিপক্ষের হলেই রাজাকার।আর আশ্চর্য হওয়ার বিষয় এই দেশে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ করা নিয়ে সংশয় প্রকাশ করেন মন্ত্রি,কাদের সিদ্দিকী যিনি একজন বীরউত্তম,তাকে রাজাক্র আখ্যা দেন মন্ত্রি।এই বাংলা আর কত কী দেখাবে আমাদের?
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
এই আমি সেই আমি বলেছেন: কাদের সিদ্দিকী মুক্তি যুদ্বে যে অসীম সাহসিকতা দেখিয়েছেন জাতি তার অবদান শ্রদ্বা ভরে স্মরণ করবে । কিন্তু তার বর্তমান কর্ম কাণ্ডকে কি ভাবে ব্যাখ্যা করব ।
দেখুন নক্ষত্রের পতন
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০
রাহিক বলেছেন: তিনি সঠিক পথেই আছেন বলে আমি মনে করি।তিনি একটু ঠোটকাটা,উচিতটা অতি সহজেই বলে ফেলেন বলে আওয়ামীলীগের চক্ষুশূল হয়ে গেছেন এবং এতেই যতো সমস্যা।
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১
ইমদাদুল হোসেন বলেছেন: সত্যি কথা বললে তো বিচিতে পাড়ালাগে বুঝেন না?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
রাহিক বলেছেন: হাচা কৈচেন
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
আমি বাঁধনহারা বলেছেন:
সত্য কথা বললেই আজ হতে হয় রাজাকার
পিশাচের অত্যাচারে সারা বাংলা ছারকার!!
বঙ্গবীর কে যারা বলে রাজাকার
তারা মানুষ নয়:তারা জানুয়ার!!!
লাখো শহিদের রক্ত আজ হয়েছে বৃথা
স্বাধীন দেশেও নাই আজ স্বাধীনতা!!
সব দলই চাই ক্ষমতা আর ক্ষমতা
কিভাবে বলব আজ সত্য কথা??
ভালো লাগল
++++++++++
শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
রাহিক বলেছেন: ধন্যাপাতা লন।
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
তাজুল_ইসলাম বলেছেন: ইমদাদুল হোসেন বলেছেন: সত্যি কথা বললে তো বিচিতে পাড়ালাগে বুঝেন না?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬
রাহিক বলেছেন: হুম
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
মিজান আফতাব বলেছেন: এই আমি সেই আমি বলেছেন: কাদের সিদ্দিকী মুক্তি যুদ্বে যে অসীম সাহসিকতা দেখিয়েছেন জাতি তার অবদান শ্রদ্বা ভরে স্মরণ করবে । কিন্তু তার বর্তমান কর্ম কাণ্ডকে কি ভাবে ব্যাখ্যা করব । ...........
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬
রাহিক বলেছেন: তিনি সঠিক পথেই আছেন বলে আমি মনে করি।তিনি একটু ঠোটকাটা,উচিতটা অতি সহজেই বলে ফেলেন বলে আওয়ামীলীগের চক্ষুশূল হয়ে গেছেন এবং এতেই যতো সমস্যা।
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
পাইলট ভয়েচ বলেছেন: বড়দের মান সম্মান এর হিসাব নিকশ টাকাতে হয়??
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১
রাফিদ চৌধুরী বলেছেন: উচিত কথায় চিড়ে ভিজে না।
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
সাউন্ডবক্স বলেছেন: হেহে.। এইটাই তো হওার কথা। তবে একটু দেরি হয়া গেল না। মামলা তো আর আগে ই খাওার কথা
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৪
সংগ্রামী অলস বলেছেন: শাহবাগীরা কত আরামে আছে...... সমস্যা তো এখানেই শাহবাগ তুমি কার জনতার নাকি দলের.....
১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪
এই আমি সেই আমি বলেছেন: টেকনিক্যাল একটি ব্যাপার বলি । ইদানিং বাঘায় যেমন গামছা গলায় আমার দেশ আর দিগন্ত টিভি তে যায় ঠিক তেমনি দিগন্ত ওলারা বাঘার ব্যপারে কিছু বললেই দেখেন উপরে কিভাবে খোলা তলোয়ার নিয়ে ছুটে আসে । আর জামাতি পেজ যেমন বাঁশের কেল্লা ,রওনক আলিম ইত্যাদি বাঘার মুক্তি যুদ্বে অসম সাহসিকতার ব্যপারে পঞ্চমুখ । বাঘায় এখন আপনাদের জামাতের মুকুটের শোভা । আজকের সংগ্রাম পত্রিকায় দেখেন বাঘার কি বিরাট কাভারেজ । কোথকার কোন জনাকীর্ণ সাংবাদিক স্মমেলনে বাঘায় জ্ঞান গর্ভ বক্তৃতা দেয় । অথচ মূল ধারার পত্রিকায় এই সম্পর্কিত কোন সংবাদই খুঁজে পেলাম না। সেখানে সে মন্তব্য করেছে , যে মঞ্চে জয় বাংলা উচ্চারিত হয় , নিশ্চয়ই সেখানে কোন দুরভিসন্ধি রয়েছে ।যখন আমরা দেখতে পাই রাজাকারের পত্রিকা সংগ্রাম মুক্তি যুদ্বা বাঘার গুনমুগদ্ব তখনই বুজতে পারি ডালমে কুচ কালা হ্যায় । সঙ্গ দেখেই জাত চেনা যায় ।
বাঘার বর্তমান হাল হকিকত ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১
রাহিক বলেছেন: লিংকের ছবিটা দেখুন,উত্তর পেয়ে যাবেন ।
Click This Link
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
রাফিকুল ইসলাম পাটোয়ারী বলেছেন: মত প্রকাশের স্বাধীনতা সবার থাকা চাই।