![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলার মতো তেমন কিছু করতে পারিনি এখনো । বাপের হোটেলে ঘুমাই; মায়ের রেস্টুরেন্টে খাই; সরকারের টাকায় পড়াশুনা নামক ক্ষতিকারক কাজের অপচেষ্ঠা করি । যেহেতু খাওয়া-পরা ও পড়া নিয়ে টেনশন নাই, তাই আপাতত সুখেই আছি।
আবারো বোমা ফাটিয়েছেন কাদের সিদ্দিকী
বাঘা সিদ্দিকীর আরো একটি ছবি দেখুন এখানে
এই ফটোটা ভালভাবে দেখুন। ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীনের পর পর পল্টন ময়দানে প্রকাশ্যে হাজার হাজার মানুষ ও দেশি বিদেশি সাংবাদিকদের সামনে রাজাকারদের বেয়নেট চার্জ করে নিজ হাতে হত্যা করছেন কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।
রাজাকারদের প্রতি কি রকম প্রচণ্ড আক্রোশ থাকলে এভাবে নিজ হাতে শাস্তি দেয়া যায়?
অথচ শাহবাগ থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এই বীর সেনানীকে 'নব্য রাজাকার' আখ্যা দেয়া হয়েছে!
" হয় তুমি আমাদের পক্ষ নয়তো তুমি রাজাকার, চাই ৭১ এ তুমি মুক্তিযোদ্ধা হও অথবা তোমার জন্ম ৯০-এর পরে হোক"- ভাবটা তাদের এমনই। তালগাছের গোড়া ধরে তারা পড়ে থাকবেই!(ফেসবুকের একটি পেজ থেকে সংগৃহীত)
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১
রাহিক বলেছেন: আমি জানতাম না,এটা আপনার পোস্ট,ধন্যবাদ
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
এটম বোম বলেছেন: লীগ চত্বরের নাম দিয়েছে প্রজন্ম চত্বর।
ফাইজলামির আর জায়গা পায় না।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২
রাহিক বলেছেন: আপনেও বোমা ফাটাইয়া দেন।
আপনার নিকটা পছন্দ হয়েছে।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮
েজরী মামুন বলেছেন: এটম বোম বলেছেন: লীগ চত্বরের নাম দিয়েছে প্রজন্ম চত্বর।
ফাইজলামির আর জায়গা পায় না।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩
রাহিক বলেছেন:
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫
শৃংখল বলেছেন: েজরী মামুন বলেছেন: এটম বোম বলেছেন: লীগ চত্বরের নাম দিয়েছে প্রজন্ম চত্বর।
ফাইজলামির আর জায়গা পায় না।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬
শার্লক বলেছেন: এতো বোমা ফাটাইলো লাভ তো কিছুই হচ্ছে না।
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮
প্রচুর বলেছেন: বড়ই ভাল লাগল...
“আমি রাজাকার হলে বঙ্গবন্ধু রাজাকার কমান্ডার”
তাহলে রাজাকারের বিচার কোথা থেকে শুরু করতে হবে...? এভাবে তো কথনও ভেবে দেখা হয়নি।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯
রাহিক বলেছেন: এই দেশে মুক্তিযোদ্ধার সংজ্ঞা কিংবা রাজাকারের সংজ্ঞা বারংবার পরিবর্তিত হয়েছে । যার সর্বশেষটা কাদের সিদ্দিকীর ঘটনা ।
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯
পথহারা সৈকত বলেছেন: শৃংখল বলেছেন: েজরী মামুন বলেছেন: এটম বোম বলেছেন: লীগ চত্বরের নাম দিয়েছে প্রজন্ম চত্বর।
ফাইজলামির আর জায়গা পায় না।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২
রাহিক বলেছেন: শাহবাগ চত্বরের ৫০ মিটার জায়গাই বাংলাদেশ না । এই দেশে আরো ১,৪৭,৫২০ বর্গ কিমি জায়গা পড়ে আছে । যেখানে নাস্তিক্যবাদীদের ঠাই হবে না,ধর্ম অবমাননাকারীদের ঠাই হবেনা।
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
আদনান সৈয়দ বলেছেন: স্মৃতি শক্তি যদি এখনো আমার সাথে বিশ্বাসঘাতকতা না করে থাকে তাহলে বলব আজকে সকালেই কাদের সিদ্দিকীকে দেখলাম জামাতের টিভি চ্যান্যাল দিগন্তে একটা টকশো তে অংশ গ্রহন করতে । সেখানে তিনি স্পষ্ট বললেন, " শাহবাগের তরুনরাই গোটা বাংলাদেশ নয়"। আরো একটা কথা জানিয়ে রাখেত চাই তিনি জামাতের পত্রিকা "নয়া দিগন্ত" এর নিয়মিত কলাম লেখক। এই সেই বঙ্গবীর কাদের সিদ্দিকী? যাকে আমরা মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য সর্বচ্চ খেতাব দিয়েছিলম। তিনি কি সেই কাদের সিদ্দিকী যিন অসীম সাহসীকতার সাথে জীবন বাজি করে এই সোনার দেশটাকে স্বাধীন করেছিলেন? নতুন প্রজন্ম এই হিশাব-নিকাশ জানতে চায়।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮
রাহিক বলেছেন: ৭১ এর পর এই দেশের অনেক হিসাব-নিকাশই পালটে গেছে।শাহবাগ,চট্টগ্রামের প্রেসক্লাব চত্বর কিংবা সিলেটের চৌহাট্টা মোড়েই কি বাংলাদেশ চলে । চলে না । এই দেশে ৮৮ হাজার গ্রাম আছে,আছে ১৬ কোটি মানুষ-যাদের অধিকাংশ ইসলাম ধর্মের অনুসারী । কিছু নাস্তিকের কথায় কিংবা অঙ্গুলী হেলনে দেশ কেন চলবে ।
৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮
তিমিরবিদারী বলেছেন: মু হা হা হা................................আমি একটা বোমা ফাটামু......................তয় এহন না........................দেশে আবার ৭১ এলে।
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০
এটম বোম বলেছেন: এই সেই মখা আলমগির যে রাজাকার ছিল।
এই তথ্য আমি কাদের সিদ্দিকি থেকে পাইনি।
পেয়েছি আমি আমার চাদপুরের দাদুর কাছ থেকে।
লীগ চত্বরে গিয়ে খিচুড়ি খেয়ে আসুন।
ফ্রিতে খাওয়াচ্ছে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪
রাহিক বলেছেন: আমি কেন খিচুড়ি খেতে যাবো রে ভাই!!!!!!
এর চেয়ে আমার বাসার আলু ভর্তা এবং ডাল অনেক মজার।লীগবাদীদের যেতে বলুন।
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫
এটম বোম বলেছেন: আদনান সাহেবের ক্ষিধে লাগছে,
উনাকে পাঠান।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
রাহিক বলেছেন: চলেন সম্মিলিত ভাবে পাঠানোর চেষ্টা করি । যেতে নাও চাইতে পারে ।
১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০
এই আমি সেই আমি বলেছেন: ৭১ এ কাদের সিদ্দিকী নিয়াজীর সাথে হাত মিলায় নাই , এখন গামছা গলায় দিগন্ত টিভিতে রাজাকারের সাথে গলা মিলায় । এই বাঘা কোন বাঘা ?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
রাহিক বলেছেন: লীগারদের বিপক্ষে কথা বললেই রাজাকার হয়ে গেলো,এটাই আপনাদের রীতি,তাই না?
যত্তোসব আগাছার দল ।
১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
মুজিবকে সবাই শ্রদ্ধা করেন এখনও। তবে বাকশাল তার প্রতি অনেক মানুষেরই শ্রদ্ধা হারানোর কারন। জিয়া? অনেক ভাল কাজ করেছে, কিন্তু মুজিব হত্যায় হাত, তাই অনেক লোক তাকে ঘৃণাও করে। এরশাদ এর খেত্রেও এই ঘটনা ঘটেছে, নিজের কাজে নিজে শ্রদ্ধা হারানো নতুন কিছু নয়।
কাদের সিদ্দিকি যে সব কথাবার্তা বলে বেরিয়েছেন দিগন্ত টিভিতে, তাতে স্পষ্টতই সে জামায়াত সমর্থন দিচ্ছে। আর বেইমার মুক্তিযোদ্ধা আর ইমানদার রাজাকার কিন্তু একই জিনিষ। হুমায়ুন আজাদ এইরকম লোকের বিরুদ্ধেই কথাতি বলে গেছেন। ক্ষমতা বা ফায়দার লোভে এজ নীতি বদলান একজন মুক্তিযোদ্ধাকে সম্মান করতে পারছিনা। যদিও মুক্তিযোদ্ধাদের প্রতি আমার অসীম শ্রদ্ধা, আমি নিজেও মুক্তিযোদ্ধার সন্তান। ইয়বে যে মুক্তিযোদ্ধা রাজাকার এর সাথে হাত মিলায় তারে পুছিনা। সে তার ইতিহাস যতই হেন তেন হোক।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮
রাহিক বলেছেন: আপনে খাটি লীগার এই কথা সরাসরি বলে ফেললেই তো হতো । এতো কথা শোনানোর দরকার পড়তো না।
১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: না ভাই আমি খাঁটি জামায়াত হেটার।
১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জামায়াত সমর্থনে কথা বললে রাজাকার বললে আপত্তি, আবার জামায়াত বিরোধিতা করলেই লিগার? খাইছে আমারে। পোস্ট যা দিছেন, কথা তো উল্টা কইতেছেন। ট্যাগ দেওয়ার রাজা তো আপ্নে নিজে।
১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২
রাফা বলেছেন: ঐ রাজাকার হত্যার জন্য অনুতপ্ত কাদের সিদ্দিকি।তাই তিনি তার দেনা পরিশোধ করছেন কাদের সিদ্দিকি।
আপনার আজকের কাজের দ্বারাই আপনি মূল্যায়িত হবেন।আপনি আগে সত ছিলেন আর এখন অসৎ কাজেই পুর্বের জন্য আপনি পুরস্কৃত হোলে আজকের কাজের জন্য অবশ্যই তিরোস্কৃত হবেন।এটাই বাস্তবতা।
জয় বাংলা।
১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯
দুরন্ত-পথিক বলেছেন: লীগদের বিরুদ্ধে কথা বললেই রাজাকার হতে হবে।বাঘা সিদ্দিকী কে মনে রাখবে মহাকাল।তাকে মনে রাখার জন্য কোন সিনেমালীগ দের দরকার নাই।হয় লীগ এ যোগ দেন নয়তো রাজাকার হউন।@এটম বোমা'র সাথে সহমত।
১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩
পানকৌড়ি বলেছেন: স্বৈরাচারের সাথে হাত মিলানো আর কাদের সিদ্দিকীকে রাজাকার বলার মধ্যে কোন ফারাক নই ।
১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: @দুরন্ত-পথিক কথাটা হবে জামায়াত এর পক্ষে।
২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
rainbristi বলেছেন: শাহবাগের সাথে লীগ এর চেতনা মিশে গেছে । জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬
ফাটা শারট বলেছেন: ভাই ,মেইন লেখা এটি আমার গতকাল দুপুরের post যা ফেবু সহ সব জায়গাতে শেয়ার হয়েছে দেখে খুশি হলাম কাকে আপনে রাজাকার বলতেছেন ,আপনার কতো বড় সাহস !!আপনার ইতিহাসের টিচারটা কে ?