![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলার মতো তেমন কিছু করতে পারিনি এখনো । বাপের হোটেলে ঘুমাই; মায়ের রেস্টুরেন্টে খাই; সরকারের টাকায় পড়াশুনা নামক ক্ষতিকারক কাজের অপচেষ্ঠা করি । যেহেতু খাওয়া-পরা ও পড়া নিয়ে টেনশন নাই, তাই আপাতত সুখেই আছি।
ক) দেশের বর্তমান পরিস্থিতির ডামঢোলে ভুলেই যেতে বসেছিলাম যে,আগামী বছর দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ । গতকাল বিসিবি প্রেসিডেন্ট ঘোষণা দিলেন যে,ঢাকা,চট্টগ্রামের সাথে ১ম বারের মতো ভেন্যু হবে সিলেট । ধন্যবাদ তাঁকে এবং বিসিবিকে । এবার ঘরের মাঠেই খেলা দেখার অপেক্ষায় ।
খ) আজকে শুনলাম নতুন খবর । জাতীয় দলের খেলা বাদ দিয়ে নাকি সাকিব এবং তামিম আইপিএল খেলতে চেয়ে আবদার করেছিলো বিসিবি প্রেসিডেন্টের কাছে । তিনি তাঁদের এই অযৌক্তিক প্রস্তাব নাকচ করে দিয়েছেন । সাকিব ও তামিমের শুভবুদ্ধির উদয় হোক । দলের প্রতি আত্মনিবেদন বাড়ুক । জয় হোক বাংলাদেশ ক্রিকেটের ।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫০
রাহিক বলেছেন: ২ য় কমেন্ট দেখুন
২| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৯
হিমূ বলেছেন: linkবাংলানিউজ২৪
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫১
রাহিক বলেছেন: ধন্যবাদ
৩| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১০
গারো হিল বলেছেন: @কাউসার রুশো
Click This Link
সাকিব ও তামিমের শুভবুদ্ধির উদয় হোক । দলের প্রতি আত্মনিবেদন বাড়ুক । জয় হোক বাংলাদেশ ক্রিকেটের ।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫২
রাহিক বলেছেন:
৪| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২১
িট.িমম বলেছেন: হায় সাকিব, তোমার অর্থের এত মোহ! তুমি যদি বাংলাদেশ জাতীয় দলে না খেলতে তবে কে জানত তুমি শাকিব? তুমি বিশ্বসেরা এটাইবা কে জানতো? তুমি বাংলাদেশ দলে খেল বলেই আজ বিশ্ব তোমাকে চেনে। তোমার উচিত আগে দেশের সেবাকরা। আজকের নিউজটা পড়ে তোমার প্রতি আমি আস্তা রাখতে পারছি না।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৩
রাহিক বলেছেন:
৫| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৫
কাউসার রুশো বলেছেন: বিসিবি সভাপতির কাছে সাকিব জানতে চেয়েছিলো জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগে ৭ দিন এবং শেষের ৮-৯ দিনের জন্য আইপিএল খেলতে পারবে কিনা,তাতে বোর্ড সভাপতি রাজি হয়নি, আর বাংলা নিউজ লিখেছে সাকিব নাকি শ্রীলংকা-জিম্বাবুয়ে সিরিজ বাদ দিয়ে আইপিএল খেলতে চাইছে !!! শ্রীলংকা সিরিজে সাকিব ইনজুরির কারনে এম্নিতেই নেই।
দয়া করে বাংলা নিউজের খবর পড়ে বিভ্রান্ত হবেন না। বিভ্রান্তি ছড়াবেনও না।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৪
রাহিক বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০০
কাউসার রুশো বলেছেন: খ নং অভিযোগের সূত্র উল্লেখ করুন