![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলার মতো তেমন কিছু করতে পারিনি এখনো । বাপের হোটেলে ঘুমাই; মায়ের রেস্টুরেন্টে খাই; সরকারের টাকায় পড়াশুনা নামক ক্ষতিকারক কাজের অপচেষ্ঠা করি । যেহেতু খাওয়া-পরা ও পড়া নিয়ে টেনশন নাই, তাই আপাতত সুখেই আছি।
শ্রীমতি মিতা হক,
আমি দুঃখিত ! আপনার বর্ণনা মতো আমার মা-চাচিরা কখনোই বাঙ্গালী হওয়ার চেষ্টা করবেন না বলে ।
আমি দুঃখিত ! আপনার মতো প্রথিতযশা একজন মানুষের কথা মানতে পারলাম না বলে ।
এবং আমি দ্বিধাহীন কন্ঠে বলছি,আমি বাংলাদেশ নামক ভূখন্ডে বসবাস করি বলে আমি একজন বাংলাদেশী,আমার ধর্ম ইসলাম । কলকাতার বাবুদের ন্যায় বাঙ্গালী হওয়ার কোন ইচ্ছা আমার নেই।
কারণ আমি আমার বাংলাদেশী পরিচয় নিয়ে গর্বিত ।
(উনি একজন প্রথিতযশা সংগীতশিল্পী । উনাকে তো আর শুধু নাম ধরে ডাকা যায় না । নামের আগে জনাবা যুক্ত করতে হয় । কিন্তু যেহেতু জনাবা বললে যদি আবার উনার বাঙ্গালীত্বে আঘাত লাগে তবে মুশকিল । তাই শ্রীমতি সম্বোধন এবং এটি একটি খাটি বাংলা শব্দ। এখানে দয়া করে ধর্মীয় দৃষ্টিভঙ্গি না বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি । )
ইউটিউব ভিডিও এর ডাউনলোড লিংক ।
১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪০
রাহিক বলেছেন: এদের ভন্ডামী তুলে ধরতে হবে ভালোভাবে । এইজন্য পোস্টও করতে হবে ।
২| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৩
শরীফ উদ্দিন সবুজ বলেছেন: আমি জাতি হিসেবে বাঙ্গালী। আর নাগরিকত্ব হিসেবে বাংলাদেশী। কিন্তু আমি মিতা হকের বক্তব্যের সাথে একমত না। মিতা হক মূর্খের মতো কথা বলেছেন।
১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৮
রাহিক বলেছেন: আপনার নৃতাত্ত্বিক পরিচয় হিসেবে আপনি বাঙ্গালী,কিন্তু আপনি জাতি,জাতীয়তা হিসেবে বাংলাদেশী ।
১,৪৭,৫৭০ বর্গ কিমি ভূখন্ডের এই অধিবাসীদের কখনোই নিজেকে বাঙ্গালী বলে পরিচয় দেয়া উচিত নয় ।
৩| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৮
ছািব্বর বলেছেন: একজন ব্লগার ওঙ্কারের সাম্প্রদায়ীক বিষবাস্প ছড়ানো ও চরম ইসলাম বিদ্বেষীতা ।
১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৭
রাহিক বলেছেন: ওরে ধইরা সাইজ করনের দরকার । হালার জাউরা ।
৪| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪
এস এইচ খান বলেছেন: মিতা দিদি, আপনি আপনার নামের পরের অংশটুক ৫৭০ সাবান দিয়া কচলাইয়া ধুইয়া ফালাইবেন প্লিজ! সত্যি বলছি, হক মক বাংগালীত্বের সংগে কোন ভাবে আর যায় না
১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১১
রাহিক বলেছেন: তা যা বলেছেন না মাইরি ।
৫| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫০
ম্রিয়মাণ বলেছেন: মিতা দিদিকে ব্লাউজ-পেটিকোট পরতে মানা করেন। ওগুলো বিদেশী।
১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১০
রাহিক বলেছেন: ধূর মিয়া,আপনের লজ্জা শরম নাই । অর্ন্তবাসে ঢুকেন কেন?
৬| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২০
শিক্ষানবিস বলেছেন: সরকারকে পরামর্শ দিচ্ছি, শ্রীমতি মিতা দিদিকে বাঙালী নির্ধারন কমিশনের চেয়ারম্যান করা হোক।
তিনি যাকে খুশী বাঙালী সনদ দেবেন।
আর উনি যদি আমাদের বাঙালী হওয়ার সনদ না দেন, তবে সেটা হবে আমাদের সৌভাগ্য। সেটা হবে আমাদের মুক্তির মহা-সনদ।
১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
রাহিক বলেছেন: দাদা,আপনার কথা শুনে বড় প্রীত হলুম যে!
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৯
আব্দুল্লাহ আল নোমান বলেছেন: ভাই এইটা নিয়া আর পোস্ট না দিলে কি হয় না? বিশিষ্ট বাঙ্গালী মিতা হক ঠান্ডা মাথায় নিজের ভিডিওটা আবার দেখলে মনে হয় নিজেই নিজের আসল পরিচয়টা পাবে!!