নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে কই !

কি যে কই !

পোংটা বালক ।

সত্যের সন্ধানী ।

পোংটা বালক । › বিস্তারিত পোস্টঃ

ব্যাক্তিত্ব ।

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮

হুম , কি যে বলি আর কি যে লেখি !

তারপরও মানুষের ভাব- ভঙ্গি , আচার-আচরণ পর্যবেক্ষণের পর ঠিক এই জায়গায় এসে স্থির হলাম যে মানুষ কখন ও বড় হয় না । ঠিক এভাবে বলাটা ও ঠিক হবে না কারন এই কথা কাওকে বললে "পাকনা " ছাড়া অন্য কোন উপাধি অর্জন সম্ভব হবে বলে মনে করছি না ।



ছোট বেলা থেকে শুনে আসছি যে , বাবা-মা এর সাথে খুব ভালো আচরণ করতে হবে কারন বাবা-মা কে নিয়েই আমার দুনিয়া । এক সময় যখন বাবা-মা বুড়ো হয়ে যাবে ঠিক তখন তারাও আমি শিশু অবস্থায় যেমন ছিলাম ঠিক তেমন নিরীহ হয়ে যাবে । এখন আমার প্রশ্ন হল " মানুষ কি আসলেই বুড়ো হয় নাকি তারা পরিস্থীতির সাথে খাপ খাওয়ানোর জন্য উপযুক্ত অভিনয় করা শিখে ? "



আমার বাবা - মা যখন আমার পড়াশোনা নিয়ে ব্যাস্ত তখন কি তাদের ইচ্ছে হয় নি নিজের মত করে জীবন যাপন করতে ; তাদের কি মনে হয় নি বন্ধুদের সাথে আডডা দিয়ে সময় কাটিয়ে দিতে ?

তাদের কি ইচ্ছে করে নি যাযাবরদের মত ভোগ বিলাসীতার মধ্য দিয়ে জীবন পার করে দিতে !

আমার তো মনে হয় অবশ্যই করেছে কিন্তু সমাজের মানুষের কথা চিন্তা করে পরিস্থিতির চাহিদা মোতাবেক অভিনয় করে গিয়েছেন তারা এক্ষেত্রে আমার প্রতি তাদের ভালবাসার কমতি ছিল না ঠিকই তবে তারা ঐ বয়সে তাদের মত চলাফেরা করলে হয় তোঁ বা সবাই তাদের নেতিবাচক চোখে দেখত ।

মূলত নিজেকে লুকিয়ে নিজের ইচ্ছার গলা টিপে সমাজের কথা চিন্তা করে গোপনীয়তার মধ্য দিয়ে মানুষ যে জীবন যাপন করে এরই নামই ব্যক্তিত্ব।



[ এ বিষয়ে পাঠকদের সুচিন্তিত ধারনার মন্তব্য আশা করছি ]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.