![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প, বিবিধ আর্টিকেল, সংঘবিধি, ব্যাংক ও অার্থিক প্রতিষ্ঠান সম্পর্কিত প্রবন্ধ, এসাইনমেন্ট ইত্যাদি। কাজের ধরণের উপর নির্ভর করে প্রতি শব্দ ০.৫০ পয়সা থেকে ১.৫০ টাকা । ডাউস সাইজের কাজের জন্য কলম যুদ্ধের মজুরী আলোচনা সাপেক্ষ।
ইমেলঃ [email protected]
পদ্ধতিঃ নমুনা হিসাবে যে কাজটি করা হবে তার ২-১ পৃষ্ঠা তর্জমা করে ইমেইল করা হবে। পছন্দ হলে ৫০-৮০% অগ্রীম দিতে হবে। অবশিষ্ট অংশ তর্জমার কাজ শেষ হলে ফাইনাল নেয়ার আগে পরিশোধ করতে হবে।
কৃত কাজঃ
(১) এশিয়াটিক সোসাইটি পরিচালিত বাংলাদেশের সাংস্কৃতিক জরিপ সিরিজের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য খন্ডে কয়েকটি প্রবন্ধ (বাংলা এবং ইংরেজি উভয় ভাষায়)।
(২) লেখকের সম্মতিতে কৃত অসম্পূর্ণ কাজ। দিলীপ কুমার চক্রবর্তী, প্রফেসর, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। India: An Archaeological History. Palaeolithic Beginnings to Early Historic Foundations (1999) Delhi: Oxford University Press.
(৩) বিবিধ এনজিও এর মেমোরান্ডামসহ দাপ্তরিক তর্জমা।
(৪) এমব্রোজ বিয়ার্স এর কয়েকটি ছোটগল্প Click This Link
২| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
আছিফুর রহমান বলেছেন: কাজটি করতে চাইলে কি করতে হবে।
৩| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
রহমান জর্জ বলেছেন: ভাই বুজলাম না। শিরোনাম দ্রষ্টব্য। আমিও আপনাদেরই দলে। কাজ চাই।
৪| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:১০
স্বপ্নসমুদ্র বলেছেন: অ। হে হে। শিরোনাম হওয়া দরকার ছিল "প্রফেশনাল অনুবাদকের কাজ চাই (ইংরেজি থেকে বাংলা)"।
৫| ১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
রহমান জর্জ বলেছেন: উহু। একমত হতে পারলাম না। নিজের বুঝার ভুল অপরের উপর চাপানোর দরকারটা কিরে ভাই! আমি বলেছি- "অনুবাদের কাজ চাই আমি বলি নাই অনুবাদের কাজ আছে বা দিচ্ছি"। তবে এখনো কোন সাড়াতো পেলাম না। হে হে
৬| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৯
স্বপ্নসমুদ্র বলেছেন: সাড়া পাইবেন ক্যামনে?? বুঝার ভুল মানলাম। কিন্তু পয়েন্ট অব ভিউ চেঞ্জ করেন। আপনিও বুঝতে পারবেন ব্যপারটা।
৭| ২৫ শে জুন, ২০১৪ বিকাল ৫:৫৭
রহমান জর্জ বলেছেন: স্বপ্নসমুদ্র ভাই@ কেন দৃষ্টিভঙ্গী বদলানোর কথা বলছেন, মাথায় ঢুকলো না। যুক্তি দেন। বলা লাগবে না। অটো বদলে ফেলবো। আপনার পয়েন্ট থেকেই বলছি- অনুবাদকের কাজ চাইব কেন! অনুবাদের কাজ চাই।
"আমি জুতা মেরামতের কাজ চাই। জুতা মেরামত কারকের কাজ নয়।"
স্বপ্নসমুদ্র, এবং আছিফুর রহমান ভাই@ ফোন নং মেইল কইরেন ভাই। কাজ পেলে জানাবো ইনশাল্লাহ।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০০
স্বপ্নসমুদ্র বলেছেন: কাজটি করতে চাইলে কী করতে হবে?