![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই বাংলাদেশের একজন নাগরিক হবার কারনে অনেক গর্ববোধ করি।।কারন আমাদের ভাষা আন্দোলন,আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কারনে আমরা গর্ববোধ করতে পারি।।এখন আগস্ট মাস,এই মাসেরই কোন এক ১৫ তারিখে এই বাঙালি জাতির গন-মানুষের নেতাকে তার নিজ বাসায় প্রায় সপরিবারে হত্যা করা হয়েছিল।।তাই বাংলাদেশের একজন নাগরিক হবার কারনে অনেক লজ্জাবোধও করি।।আমরা আসলে জাতিগত ভাবেই অনেক খারাপ;আমাদের প্রতিটি রন্ধে রন্ধে বিশ্বাস-ঘাতকটার বীজ লুকিয়ে আছে।।আমাদের কপাল বলি আর ভাগ্যই বলি যে আমরা শেখ মুজিবের মত প্রবল ব্যক্তিত্বশালী একজনকে আমাদের নেতা হিসাবে পেয়েছিলাম।।শেখ মুজিবকে নেতা হিসাবে পাওয়ার যোগ্যতা আমাদের নেই।।যিনি তার উদারতা এবং মানুষকে বিশ্বাস করার প্রতিদান নিজ ও নিজ পরিবারের রক্ত দিয়ে শোধ করে গিয়েছেন।।জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান কিভাবে কোন দলের হয়??এই স্লোগান সমগ্র বাংলাদেশের।।জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিলে কেন আমাকে কোন দলের মানুষ হিসাবে দেখা হয়??আমরা বহিঃবিশ্বের কোন রাজনৈতিককে নিয়ে লেখতে পারি,কিন্তু শেখ মুজিব,তাজউদ্দিনকে নিয়ে লেখলে কেন আমি কোন বিশেষ দলের পা-চাঁটা কুকুর??যেই শেখ মুজিবের প্রবল ব্যক্তিত্ব পৃথিবীর অন্য যে কোন দেশের জাতীয় নেতাদের থেকে অনেক বেশি ছিল।।শেখ মুজিব,জয় বাংলা জয় বঙ্গবন্ধু কোন দলের নয়,সমগ্র বাংলাদেশের।।আগস্ট মাস চলছে;বাঙ্গালির শোকের মাস।।এই শোকবহ শক্তি দিয়েই আমরা এগিয়ে যাব বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের পথে।।
জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু।
কাঁদো বাঙালি কাঁদো।
©somewhere in net ltd.