![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতির পিতা।।
_রহমান যোবায়ের।
জন্মেছিলে তুমি
এক পরাধীন দেশে,
স্বাধীনতার সূর্যে
রোদ্র স্নান করবার এক
চির আকাঙ্ক্ষা বুকে নিয়ে।।
তোমা হতে এই ভীরু বাঙালী
শিখেছিল নিজ অধিকার আদায়ের পথ,
ভীরু কাপুরুষ সামরিক জান্তা
দমাতে পারেনি সেই বলিষ্ঠ কণ্ঠস্বর।।
তোমার আহবানে
জয়-বাংলা দীপ্ত স্লোগানে
মুখরিত বাংলার রাজপথ।।
কাপুরুষের দলের অকারন আস্ফালন
সরকারী অস্ত্রধারীর অকাতর গুলিবর্ষন
আর শত শত মিথ্যা মামলা,
তারপরেও এক অনিঃশেষ প্রতিবাদী কণ্ঠস্বর।।
তোমার ঘোষণায় নয় মাস
রক্তক্ষয়ী যুদ্ধের পর,
চিরকাল ভীতু বাঙালী পেল
বীর বাঙালীর আখ্যা।।
দুর্ভাগ্য আমাদের,
নিজ দেশে রক্তপায়ী ঘাতকের হাতে
রক্ত-রঞ্জিত জাতির পিতার দেহ।
জন্মলগ্নের সূচনাতেই,
কলুষিত এদেশের মাটি।।
আজো জয়-বাংলায় কাঁপিয়ে তুলি রাজপথ
আজো ভুলিনি সেই প্রতিবাদের পথ,
প্রতিটি মিছিলের মধ্যে আজও তোমার ছায়া।
নত-মস্তকে শ্রদ্ধা জানাই তোমায়
তুমি জাতির পিতা-
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।।
এই শোকাবহ আগস্ট মাসে বিনম্র শ্রদ্ধায় তোমাকে অন্তরের অন্ত-স্থল থেকে স্মরণ করি।।
জয়-বাংলা।।
জয়- বঙ্গবন্ধু।।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:৪১
মামুন তালুকদার বলেছেন: জাতির পিতা কে? (১) ইব্রাহিম (আঃ) (২) শেখ মুজিব
উঃইব্রাহিম (আঃ)