![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো পনেরই আগস্ট জন্মদিন পালন করে বাংলাদেশের জন-সাধারণের ক্ষত-বিক্ষত জায়গায় আঘাত করলেন তথাকথিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। প্রতি বছরের মত এইবারও ধুম-ধাম করে বিশাল কেক কেটে তিনি তার নিজের ভুয়া জন্মদিন পালন করেন।উনার আনন্দ-উচ্ছ্বাস পূর্ন ছবি দেখে মনেই হয়নি যে মাত্র কয়েক মাস আগে উনার কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান কোকো অকালে মৃত্যু বরন করেছেন।আরে ম্যাডাম থামেন,আপনি নিজের ছেলে মৃত্যুর কয়েক মাস পর আনন্দ-উৎসব করেন;আপনি দেশের কি করবেন??বাংলাদেশের কোন মায়ের সন্তান মায়ের আগে মারা গেলে সেই মা বাকি জীবন ছেলের জন্য ইবাদত করে সময় কাটান।আপনি আপনার সন্তানদেরকেই সুশিক্ষা দিতে পারেন নাই,আপনি দেশকে কি দিবেন?বলেন যে আপনারা ইসলামের পক্ষের দল;কিন্তু জন্মদিনের পার্টি ঠিকই করেন;সব সময়ই আপনার বুড়া বদন খানা কড়া মেকআপ করে সবাইকে দেখিয়ে বেড়ান।আপনার জন্মদিন কয়টা ম্যাডাম?আপনার জন্মদিনের ক্যাচালে পরে একটা গল্প মনে পরল;
''একবার এক বাংলাদেশী পর্যটক গেলেন মিশরে, পিরামিড দেখতে। পাশাপাশি শোয়ানো আলাদা আকারের দুটো মমি দেখিয়ে মিশরীয় গাইড বললেন, 'এই ছোট মমিটা হচ্ছে ফেরাউনের ছোটবেলার কঙ্কাল, আর বড় মমিটা হচ্ছে তার বড়বেলার কঙ্কাল।' রেগেমেগে বাংলাদেশী পর্যটক শুধোলেন, 'ইয়ার্কি পেয়েছ, বেত্তমিজ? তোমাদের মিশরে এক ব্যক্তির দুটো কঙ্কাল থাকে নাকি?'
ঠোঁট উলটে মিশরীয় গাইডটি জবাব দিলেন, 'ইয়ার্কিটা কারা আগে শুরু করেছে, শুনি? তোমাদের বাংলাদেশে এক ব্যক্তির পাঁচ জন্মদিন থাকতে পারলে আমাদের মিশরে কেন এক ফেরাউনের মাত্র দুটো কঙ্কাল থাকতে পারবে না?''
তাই বলি ভুয়া জন্মদিন পালন বন্ধ করেন।দেশের মানুষ দুইবেলা ঠিকমত খেতে পায় না,আর আপনি ৭০/৮০ পাউন্ডের কেক কাটেন।মানুষকে সম্মান দিতে শিখুন,সম্মান পাবেন।আপনি দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের সভানেত্রী;জাতির জনককে নিয়ে ফাইজলামি করা আপনার শোভা পায় না।মানুষ হন;পয়সা লাগে না।কেক কিনতে কিন্তু ঠিকই পয়সা লাগে।
১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১:০২
রহমান যোবায়ের বলেছেন: উনি মনে হয় আরাফাত রহমান কোকোর কথা ভুলে গিয়েছেন।মনে থাকলে মনে এত খুশি থাকত না।
২| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৭
আর জে নিশা বলেছেন: কাঁদো বাঙালী কাাঁদো পোষ্টার সারা বাংলার রাস্তা ঘাট বিল্ডিং অফিস এমন কি ফ্লাইওভার এর পিলার আর বাথরুমের দেয়ালে ছাগলদের পোষ্ঠারে সয়লাব যতোদিন থাকবে ম্যাডাম ততোদিন কেক কাটবেন, ম্যাডাম না থাকলে ম্যাডামের সাঙ্গ পাঙ্গ কেক কাটবেন ।
১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১:১০
রহমান যোবায়ের বলেছেন: জি অবশ্যই;যার যার জন্মদিন পালন তার তার ব্যক্তিগত ব্যাপার।যা নির্ভর করে মানুষের মন মানসিকতার উপর।এবং যার সম্মান তার নিজের ধরে রাখতে হয়।আর বর্তমান প্রজন্ম মনে করে কেবল মাত্র আগস্ট মাসে শেখ মুজিবের পোষ্টার লাগালেই আর হালকা মিছিল কাজ শেষ।
৩| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১:১৯
আর জে নিশা বলেছেন: ম্যাডামের কেক ও খিচুড়ী কাহিনি বিস্তারিত -
http://www.somewhereinblog.net/blog/rjnisha/30062753
৪| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১:২৭
রহমান যোবায়ের বলেছেন: জি আসলেই আমরা সকল জন-সাধারন তাদের সবার কাছে জিম্মি।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৬
চাঁদগাজী বলেছেন:
কোকোর কথা স্মরণ করেও তো রংবাজী বন্ধ করার দরকার!
ছেলেটা মাছের মায়ের জন্য হৃদ রোগে ভুগলো।