নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বাংলাদেশি আম-জনতা

রহমান যোবায়ের

একজন বাংলাদেশি সাধারন আম-জনতা

রহমান যোবায়ের › বিস্তারিত পোস্টঃ

দেওয়ানবাগী মানুষ না পাগল?

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১:৩৫

দেওয়ানবাগী;শুনলাম এই নামটা নাকি একটা ব্র্যান্ড। :D উনার মুরিদগন বলেন এই নামের পিছে লেগে থাকলে নাকি দিন দুনিয়ায় আর কিছু না করলেই চলে :-B ।কৌতূহলী মন এই দেওয়ানবাগী সম্পর্কে জানতে চায়;বন্ধু-বান্দব আর ইউটিউবের কল্যাণে উনার কিছু ওয়াজ বা বক্তৃতা শুনার সৌভাগ্য হয়েছে।উনি আসলেই একটা ব্র্যান্ড।খুবই খারাপ ব্র্যান্ড;যিনি অসংখ্যা মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছেন।ইসলাম অবমাননা করার দায়ে উনার সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার। X(( ইসলাম ধর্ম সম্পর্কে অজ্ঞ একজন মানুষ এখন মানুষকে ইসলাম শিখায়।উনার কিছু ওয়াজ বা বক্তৃতা শুনার পর বুঝতে পারলাম উনি নিজেকে;
#আল্লাহর সমকক্ষ মনে করেন(নাউজুবিল্লাহ);কারন উনার মতে শেষ বিচারের পর জান্নাতে আল্লাহ-তায়ালা যখন তার প্রিয় বান্দাদের সাক্ষাৎ দিবেন তখন নাকি দেওয়ানবাগীর চেহারায় হাজির হবেন। X(
#নবীজি(সাঃ) সমকক্ষ মনে করেন (নাউজুবিল্লাহ);কারন উনি বলেন যে যারা নবীজি(সাঃ)কে স্বপ্নে দেখেন তারা নাকি তার চেহারায় দেখেন।
#কেয়ামতের দিনে নাকি তিনি তার মুরিদানদের সুপারিশের মাধ্যমে জান্নাতে নিবেন।(নাউজুবিল্লাহ) X(
পীর বাবা,জীবনে লেখা-পড়া করছেন?জানেন কিছু ইসলাম সম্পর্কে?আপনি যে প্রকাশ্য শিরক করতাছেন এই সম্পর্কে কি আপনার ধারনা আছে?আল্লাহ আপনার চেহারায় হাজির হবেন?আপনার এই বদখত মোটা চেহারায়?আপনার মাথায় বিশাল সমস্যা।পাবনায় পাগলা গারদ আছে;ভর্তি হতে পারেন।নবীজি(সাঃ)কে মানুষ স্বপ্নে আপনার চেহারায় দেখে?উনি কি আপনার মত বিশাল পেটের অধিকারী ছিলেন?আপনি কে?একজন মাথামোটা বিশালদেহী পাগল;যে যা পেটে আসে তাই বলে,পার্থক্য একটাই পাগল একলাই কথা বলে,একলাই হাসে,কিন্তু আপনার সাথে আপনার পায়ের নিচে আপনার মাথামোটা মুরিদানের দল রয়েছে।যারা জানে না আপনি তাদের কোন জাহান্নামে নিয়ে যাচ্ছেন। কেয়ামতের দিনে নাকি আপনি আপনার মুরিদানদের সুপারিশের মাধ্যমে জান্নাতে নিবেন?কেমনে?ঘুষ দিবেন কাওরে?শেষ বিচারের দিন কেবল মাত্র মহানবী (সাঃ) ব্যতিত সকল মানুষ-নবী-রাসুল নিজ নিজ চিন্তায় ব্যস্ত থাকবেন।সুপারিশের মহান সম্মান কেবল মহানবী (সাঃ)এর। B:-/ বলা ছিল শেষ জমানায় আল্লাহর দুনিয়ার সবচাইতে খারাপ প্রজাতি হবে আপনার মত ভন্ড পীর বাবারা।প্রমান চোখের সামনে।আচ্ছা এইগুলাতে কি ধর্মের অবমাননা হয় না?
পীর সাহেব,সময় আছে,মানুষ হন।ভণ্ডামি ছাড়েন।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১:৪৯

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, এগুলো সত্য কথা।

২| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১:৫৮

নতুন বলেছেন: সমস্যা হইলো আমাদের জনগনের শিক্ষার অভাবে এই সব ভন্ডামী ধরতে পারেনা। এই গুলি হইলো ধমবিশ্বাসের সাইড ইফেক্ট।

ধম সবাইকে সেখাচ্ছে প্রশ্ন ছাড়া বিশ্বাস করাকে<< আর এরা এই জিনিসটাকেই ব্যবহার করে... তার মুরিদরা প্রশ্নকরেনা..শুধু পীর যা বলে তা বিশ্বাস করে।

এই ভাবেই আমাদের দেশের পীর/মাজার/জোতিসিরা মানুষকে বোকা বানাইতেছে... মুরিদের টাকায় ব্যবসা করে চললে।

২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৫

রহমান যোবায়ের বলেছেন: যারা ইসলাম ধর্ম সম্পর্কে কিছুটা হলেও জানে তারা এইসব ভন্ড দের ভণ্ডামি খুব সহজেই ধরতে পারবে।কিন্তুু দুর্ভাগ্যবশত আমাদের দেশে এইরকম মানুষ খুবই কম।আমাদের নিজেদের বিবেক-বুদ্ধির উপর বিশ্বাস নাই।জানার আগ্রহ নাই।এই সুযোগে এইসব ভণ্ডরা নানা ধরনের ভণ্ডামি করে বেড়ায়।

৩| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৩:৩৫

মুচকি হাসি! বলেছেন: আল্লাহই ভালো জানেন!

৪| ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:২৯

মিউজিক রাসেল বলেছেন: "একটাই পাগল একলাই কথা বলে, একলাই হাসে" খুবই চমৎকার লিখেছেন +++

২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৬

রহমান যোবায়ের বলেছেন: ধন্যবাদ রাসেল ভাই।

৫| ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২৫

রহমান যোবায়ের বলেছেন: দেখুন দেওয়ানবাগীর ভণ্ডামি
view this link

৬| ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৪

আমি শঙ্খচিল বলেছেন: বাংলাদেশ এইসব ভণ্ড পীরদের অভয় অরণ্য হয়ে উঠেছে । কিন্তু এক্ষেত্রে ও আম জনতার কিছু করার নাই , কারন এরাও সমাজের প্রভাবশালীদের কাতারে পড়ে । ধর্ম অবমাননা বা মিথ্যা তথ্য প্রকাশ করেও এরা এদেশে পার পেয়ে যায়।

২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৯

রহমান যোবায়ের বলেছেন: আপনি/আমি বলি;কোপ খাইতে হবে।কিন্তুু এরা লেবাস ধারী।তাই এরা যা বলবে তাই মানুষ বিশ্বাস করবে।হায়রে বাঙালী!!

৭| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১:২৭

শতদ্রু একটি নদী... বলেছেন: ইতর খাটাস শয়তান খচ্চর আর যেইটা যেইটা মনে আসতেছেনা সবগুলার সংকর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.