নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি হলো আমার জগত, আমার মানস ভ্রমণের অখন্ড মানচিত্র । কল্পনার চরিত্রগুলোকে আমি লেখার জগতে বাস্তবতার ন্যায় সদর্পে চারণ করাতে চাই। আমি তাদের হাসি কান্না সুখ দুঃখে তুলির আঁচড় ছুঁয়ে দিয়ে অপছন্দের আঁকগুলো ইরেজার দিয়ে ঘষে তুলে বসাতে চাই কল্পনার রঙ ।

শাফায়াত উল্লাহ রহমত

খুব জটিল,ভীষণ সহজ এবং আবেগী নিতান্তই সহজ-সরল খোলা মনের মানুষ...আমার অভিধানে কান্না বলে কিছু নেই, তবে কষ্ট পাই খুব সহজে... যে যা দেয় তা ফিরিয়ে দেই। সে যদি হয় ভালোবাসা, তবে ভালোবাসা, অবহেলা হলে অবহেলা, কষ্ট হলে কষ্ট... আমার এ নীতি থেকে আজ পর্যন্ত বিচ্যুত হইনি,হতে চাইও না...।

শাফায়াত উল্লাহ রহমত › বিস্তারিত পোস্টঃ

মাননীয়া প্রধানমন্ত্রী আমি চেতনা থেকে মুক্তি চাই ????

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৪

মাননীয়া প্রধানমন্ত্রী সহ স্বাধীনতার স্বপক্ষের শক্তি দাবীকৃত চেতনাবাজদের দৃষ্টি আকর্ষণ করছি, ৭১ এর চেতনা যদি হয় মানুষ হত্যার বৈধতা , স্বাধীনতার চেতনা যদি হয় আমার নাগরিক অধিকার ভক্ষন করার ক্ষমতা, রণাঙ্গনের চেতনা যদি হয় আমার ভাইয়ের রক্তের বন্যা, অস্ত্র হাতে লড়াই করার চেতনা যদি হয় সরকারের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নির্বিচারে গুলি বর্ষণের মুখোমুখি দাঁড়ানো, মুক্তিযুদ্ধের চেতনা মানে যদি হয় নারী আর মাতলামির বৈধতা , রক্তে রঞ্জিত সবুজ বাংলার চেতনা যদি হয় পার্শ্ববর্তী দেশের দাসত্ব তবে সেই চেতনার নামে কলঙ্ক গ্লানি আমার দরকার নেই..... দয়া করে আমি সহ আমাদের তরুণ সমাজকে আপনাদের চেতনার বলয় হতে মুক্তি দিন... আমরা চাইনা এই ভন্ডামী চেতনা, চাইনা মৌখিক স্বাধীনতার নামে কোনো তাবেদার রাষ্ট্রের অধীনে নিজের স্বাধীনতাকে বিবস্ত্র করে তাবেদার রাষ্ট্রের গোলামী করা, চাইনা এই কথিত স্বার্বভৌমত্ব যেখানে প্রতিদিন লঙ্ঘিত হচ্ছে আমার মাতৃভূমির স্বার্বভৌমত্ব, চাইনা সম্পর্ক রাখতে এমন ভন্ড তাবেদার প্রতিবেশীর সাথে যার কারণে প্রতি মূহুর্তে লুণ্ঠিত হচ্ছে আমার মাতৃভূমির ইজ্জত, চাইনা এমন যুব-তরুণ সমাজ এর সংস্পর্শ যারা রুখে দাঁড়ানোর সাহস রাখে না, চাইনা এমন সেনাবাহিনী যারা বিদেশী অর্থের মোহে পারেনা দেশের ক্রান্তিলগ্নে জনগনের মনের ভাষা বুঝে দেশের পাশে এসে দাঁড়াতে ৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.