নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি হলো আমার জগত, আমার মানস ভ্রমণের অখন্ড মানচিত্র । কল্পনার চরিত্রগুলোকে আমি লেখার জগতে বাস্তবতার ন্যায় সদর্পে চারণ করাতে চাই। আমি তাদের হাসি কান্না সুখ দুঃখে তুলির আঁচড় ছুঁয়ে দিয়ে অপছন্দের আঁকগুলো ইরেজার দিয়ে ঘষে তুলে বসাতে চাই কল্পনার রঙ ।

শাফায়াত উল্লাহ রহমত

খুব জটিল,ভীষণ সহজ এবং আবেগী নিতান্তই সহজ-সরল খোলা মনের মানুষ...আমার অভিধানে কান্না বলে কিছু নেই, তবে কষ্ট পাই খুব সহজে... যে যা দেয় তা ফিরিয়ে দেই। সে যদি হয় ভালোবাসা, তবে ভালোবাসা, অবহেলা হলে অবহেলা, কষ্ট হলে কষ্ট... আমার এ নীতি থেকে আজ পর্যন্ত বিচ্যুত হইনি,হতে চাইও না...।

শাফায়াত উল্লাহ রহমত › বিস্তারিত পোস্টঃ

দুঃখিত মিঃ লোটাস কামাল... আপনার জন্য দুঃখ হচ্ছে...!!!

২৯ শে মার্চ, ২০১৫ রাত ৮:০১

এই দেশের ক্রিকেটের উন্নয়নে আপনার অবদান অনস্বীকার্য... দেশের পক্ষে ষড়যন্ত্র মুলুক আম্পিয়ারিং এর বিরুদ্ধে কথা বলাতে আজ যে দিনটা আপনার জীবনের সবচেয়ে আনন্দদায়ক স্মৃতিময় হবার কথা সেই দিনটাই আপনি ভুলে যেতে চাইবেন সবার আগে... আওয়ামীলীগ বা বি,এন,পি বলে নয় আই সি সির প্রথম বাঙালী সভাপতি হয়ে এবং সেইদিন বাজে আম্পিয়ারিং এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রয়োজনে পদত্যাগের কথা বলে আমাদের মুখ উজ্জ্বল করেছিলেন আপনি... কিন্তু দুঃখিত মিঃ কামাল বীরের জাতি হিসেবে পরিচিত আমাদেরকে সামান্য চেয়ারের লোভ সামাল দিতে না পেরে পশ্চাৎপদ রাস্তায় হেটে কলঙ্কিত করেছেন আপনি আজ... ফাইনালের সভা মঞ্চে আই সি সির সভাপতি হয়েও আপনার স্থান না হওয়াটা শুধু আপনার না আমাদের জন্যও লজ্জাজনক... ইতিহাসের পাতায় দেশ প্রেমিক মহানায়ক হবার সুযোগ সবার হয়না... সেইদিন কথার সাথে কাজের মিল রেখে পদত্যাগ করলে দেশের সন্মান বৃদ্ধির পাশাপাশি আবেগ প্রবন বাঙালীর হৃদয়ের মণিকোঠায় আজীবনের জন্য শেয়ার বাজার লুটের মহানায়ক না হয়ে দেশপ্রেমিক মহানায়ক হিসেবে ঠায় হত আপনার... দুঃখিত মিঃ লোটাস কামাল আপনার জন্য দুঃখ হচ্ছে ... অর্থের লোভের পাশাপাশি ক্ষমতার লোভ আজ আপনাকে শুধু সারা বিশ্বের মানুষের সামনেই নয় নিজের বিবেকের কাছেও ছোট করেছে... অবশ্যই যদি সেটা বুঝার বিবেক আপনার থেকে থাকে...!!!!!!!

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: শতভাগ সত্য।

তারসাথে আছে -বাস্তবতার আরেক পিঠ!

দাদাদের যতই দেননা কেন? আনুগত্য, বানিজ্য, পদধূলি নেননা কেন- তারা তাদের স্বার্থে কেমন উপড়ে ফেলে দেয় দেখলেন!!!
ভারতকে নমঃ নমঃ করে প্রতিদানে কি পেলেন!!!

তারা কেবলই চানক্যের উত্তরসূরি! স্বার্থ ছাড়া এক চুলও নড়ে না!

বুক চীরে ট্রানজিট দিয়েছেন! বিনা মাশুলে!!!!

অথচ দেখুন এই সামান্য খেলায় পর্যন্ত তারা চিটিং করতে ছাড়ল না! আবার তার প্রতিবাদের ধূয়া তুলে নজিরবিহীন অপমান করে ছাড়ল শুধু আপনাকে না .. দেশটাকে!!!

চোখ কি খুলবে তবুও!!!!!!!!!!!!!!!!!!

৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

শাফায়াত উল্লাহ রহমত বলেছেন: দাদাদের যতই দেননা কেন? আনুগত্য, বানিজ্য, পদধূলি নেননা কেন- তারা তাদের স্বার্থে কেমন উপড়ে ফেলে দেয় দেখলেন!!!
ভারতকে নমঃ নমঃ করে প্রতিদানে কি পেলেন!!


১০০% সহমত ...

ধন্যবাদ@বিদ্রোহী ভৃগু ভাই....

২| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৫

গ্রহান্তরের বাসিন্দা বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: শতভাগ সত্য।

তারসাথে আছে -বাস্তবতার আরেক পিঠ!

দাদাদের যতই দেননা কেন? আনুগত্য, বানিজ্য, পদধূলি নেননা কেন- তারা তাদের স্বার্থে কেমন উপড়ে ফেলে দেয় দেখলেন!!!
ভারতকে নমঃ নমঃ করে প্রতিদানে কি পেলেন!!!

তারা কেবলই চানক্যের উত্তরসূরি! স্বার্থ ছাড়া এক চুলও নড়ে না!

বুক চীরে ট্রানজিট দিয়েছেন! বিনা মাশুলে!!!!

অথচ দেখুন এই সামান্য খেলায় পর্যন্ত তারা চিটিং করতে ছাড়ল না! আবার তার প্রতিবাদের ধূয়া তুলে নজিরবিহীন অপমান করে ছাড়ল শুধু আপনাকে না .. দেশটাকে!!!

৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

শাফায়াত উল্লাহ রহমত বলেছেন: ধন্যবাদ@গ্রহান্তরের বাসিন্দা ...।

৩| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:২১

মিতক্ষরা বলেছেন: কঠোর ভাবে দ্বিমত। পদত্যাগের সিদ্ধান্ত হত চরম অপেশাদারী। এর সুদূরপ্রসারী ভূক্তভোগী হত বাংলাদেশ।

৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

শাফায়াত উল্লাহ রহমত বলেছেন: ভাই মিতক্ষরা লোটাস কামালের পদত্যাগে বরং ভবিষ্যতে এটা প্রতিষ্ঠিত হত যে, বাঙ্গালীদের গরু মেরে আর জুতা দান করে লাভ হবে না.। তারা অপমানের প্রতিশোধ নিতে না পারুক প্রতিবাদ টুকু অন্তত করতে পারে.।

৪| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ২:৫২

মুহামমদল হািবব বলেছেন: বাংলাদেশের ইতিহাসে দুই একটি ব্যাতিক্রম বাদে কে কখন পদত্যাগ করেছে? তিনিও করবেন না, কিল খেয়ে কিল হজম করবেন তবুওনা।

৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

শাফায়াত উল্লাহ রহমত বলেছেন: ভারতে খেলতে যাবার দাওয়াত পর্যন্ত আদায় করতে পারে নাই এই অথর্ব সভাপতি...।

৫| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: @মিতক্ষরা
দেখলেনতো মাঠে বসিয়ে রেখে তারা চোর ছ্যাচড়কে দিয়ে কাপ দিয়ে বাংলাদেশের কতটা অপমান করেছে!

বরং যদি তখনই পদত্যাগ করত- বা যখন বাদানুবাদ হয় এবং প্রকাশ্যে ঐ নিবাসন না কি য়েন ঐ চ্যাচড় সরাসরি হুমকি দেয় কাপ দিতে দেবে না- তখনতো আর কিছু বাকী থাকে না।

পদত্যাগ বরং ঐ অন্যায়ের প্রতি চপেটাঘাত হয়ে থাকত। নয় কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.