নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি হলো আমার জগত, আমার মানস ভ্রমণের অখন্ড মানচিত্র । কল্পনার চরিত্রগুলোকে আমি লেখার জগতে বাস্তবতার ন্যায় সদর্পে চারণ করাতে চাই। আমি তাদের হাসি কান্না সুখ দুঃখে তুলির আঁচড় ছুঁয়ে দিয়ে অপছন্দের আঁকগুলো ইরেজার দিয়ে ঘষে তুলে বসাতে চাই কল্পনার রঙ ।

শাফায়াত উল্লাহ রহমত

খুব জটিল,ভীষণ সহজ এবং আবেগী নিতান্তই সহজ-সরল খোলা মনের মানুষ...আমার অভিধানে কান্না বলে কিছু নেই, তবে কষ্ট পাই খুব সহজে... যে যা দেয় তা ফিরিয়ে দেই। সে যদি হয় ভালোবাসা, তবে ভালোবাসা, অবহেলা হলে অবহেলা, কষ্ট হলে কষ্ট... আমার এ নীতি থেকে আজ পর্যন্ত বিচ্যুত হইনি,হতে চাইও না...।

শাফায়াত উল্লাহ রহমত › বিস্তারিত পোস্টঃ

অকারণে রাত জাগা মানুষগুলোর পেছনের গল্পটা কি জানা আছে?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৪

একদল মানুষ আছে যারা কোন কারণ ছাড়াই রাত জাগে। মেডিকেল সায়েন্স যাদের নাম দিয়েছে ইনসোমনিয়াক। বিষয়টা নেশার মত। ঘুম আসে তবু জেগে থাকে। অস্থিরতা কাজ করে, গান শুনে, রবীন্দ্রসঙ্গীতে চোখ ভাসায়। হটাত জেদ ওঠে না আর কাদব না আমি, চালিয়ে দেয় রকিং ডেথ মেটাল। সকলকে ভেঙ্গে খান খান করে দেব প্রচন্ড বৈদ্যুতিক ছুতায় এই চিন্তা নিয়ে শুরু করলেও জেদ কমে হতাশা আসে একটু পরেই। রাত তখন দুটো কিংবা তিনটা, জেদ এক সময় কমতে কমতে জীবনানন্দতে এসে থামে। বিছানায় শুয়ে বা সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা চলে কিছুক্ষন। কিন্তু ঘুম আসে না কারন পালস চালু নার্ভ মৃত। সে জানে ঘুমাবার মতন হৃদয় হারিয়ে ফেলেছে বহু আগেই তবুও চলে এই নিরন্তন চেষ্টা প্রতি রাতেই।
একটু পরেই চোখ খুলে কবর ফুড়ে উঠে আসা জীবন্মৃতয়ের মত অনুভূতিহীন হয়ে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে মোবাইলের দিকে। জানেনা কি খুজছে,কি দেখছে কি পড়ছে। খুজে বেড়ায় ইনবক্সের ইতিহাসে পড়ে থাকা অবহেলিত কথাগুলো। একদার স্বপ্নগুলো। হুট করে একফোটা জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। একটি ঝড়ের পুর্বাভাস। অভিমানের ঝড়।
অকারণে রাত জাগা ওই মানুষগুলোর পেছনের গল্পটা কি জানা আছে? কারণটা কিন্তু প্রচন্ড রোমান্টিক। একদা তারাও প্রথম দলের সদস্য ছিল যারা নীরবতায় প্রেম নিবদনের জন্য রাতকেই বেছে নেয়। তাদেরও কেউ ছিল, কথা ছিল ,একশোটা স্বপ্ন ছিল ,রাতজাগাটাও সুখের ছিল। আজ কেউ নেই কিন্তু,রাতজাগা আছে। রাতজাগার অভ্যেস ধরিয়ে কেউ চলে যায় , অভ্যেসটা কিন্তু ঠিকই রয়ে যায়...

মন্তব্য ২১ টি রেটিং +৬/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৩

আহনাফ নীল বলেছেন: এখানে কোন অংশে কম বলেননি। তবে সবার ক্ষেত্রে শুধু রোমান্টিকতাই যে কাজ করে এমনটা নয়।
তবে, ভালো লিখেছেন।







:-)

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২২

নির্বাসিত নেপোলিয়ন বলছি বলেছেন: কে হায় হৃদয় খুড়ে বেদনা জাগাতে ভালবাসে.।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪২

কবি এবং হিমু বলেছেন: লেখাটা পড়ে ভাল লাগলো।সবাই একি কারনে রাত জাগে সেটা হয়তো ঠিক না।তবে বেশির ভাগ কিশোর-কিশোরী বা ২২-২৩ বছরের যুবক-যুবতিরা রাত জাগে ভালবাসার কারনে এটা সত্য।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪৫

অক্সিজেন হান্টার বলেছেন: মনের মাঝে নাড়া দিয়ে গেলেন বৈকি, ভাল লাগা রইলো। +++

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৫২

মিহির মিহির বলেছেন: ভালো লাগা রইলো।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এক সময় আমারও রাত জাগার অভ্যাস ছিল। কিন্তু এখন আমি রাত দশটার মধ্যেই ঘুমিয়ে পড়ি।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: মাঝে মাঝে রাত জাগতে খারাপ লাগে না।
রাত জাগলে মনের ভেতরে অভিমান এসে জড়ো হয়

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫

অপর্ণা মম্ময় বলেছেন: শুরুটা পড়তে ভালো লাগছিলো। ইনফ্যাক্ট পুরো লেখাটাই। কিন্তু শুধু রোমান্টিসিজমই রাত জাগার কি কারণ?
আপনার এই লেখাটা পড়ে মনে হচ্ছে আমি একটা নতুন লেখা শুরু করি কবে রাত জেগেছিলাম কিংবা কবে প্রথম অনুভূতিগুলো আস্তে আস্তে জোরালো হতে শুরু করলো।
শুভেচ্ছা আপনাকে

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯

তার আর পর নেই… বলেছেন: একটা গান মনে পড়লো, আমার রাত জাগা তারা …
একটা বয়সই বোধ হয় এই রাত জাগার পেছনে কারণ হিসেবে কাজ করে …

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০১

মহা সমন্বয় বলেছেন: যেমন আমি.. :-P
সবাই একি কারনে রাত জাগে সেটা হয়তো ঠিক না। রাত জাগাতে আমি খারাপের কিছুই দেখি না, এর পক্ষে কিন্তু বৈজ্ঞানিক যুক্তির অভাব নেই।
"রাত জাগা বুদ্ধিমান" এটা লিখে গুগল করলেই সব বেড়িয়ে যাবে। B-))

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩১

দর্শনপ্রিয়কার্তিকেয় বলেছেন: খানিকটা আমার সাথে মিলে যায়

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬

মনিরা সুলতানা বলেছেন: লেখায় ভাল লাগা :)

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০২

উল্টা দূরবীন বলেছেন: ভালো লিখেছেন

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

ফেরদৌসা রুহী বলেছেন: রাতজাগা আমার অভ্যাস। দেখা গেল ইচ্ছে করলে রাত ১০টায় শুয়ে পড়তে পারি কিন্তু না শুয়ে বসে বসে টিভি দেখি, কিছু পড়ি।

১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৩

অসমাপ্ত অধ্যায় বলেছেন: সেই ২০১৫ সালে পড়েছিলাম লিখাটা। আজ আবার পড়লাম। ভালই জনপ্রিয়তা পেয়েছে। তবে "লেখা কৃতজ্ঞতা" বোধের অস্তিত্ব খুজে পাওয়া যায় নি।

১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৩

আরণ্যক রাখাল বলেছেন: আমিও রাত জাগি, তবে এমন কোন কারণ নেই। নিছক তাড়াতাড়ি শুয়ে পড়তে ইচ্ছে করে না বলেই রাত জাগা।
তবে লেখাটা ভাল লেগেছে

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

সায়েম মুন বলেছেন: আমি এক সময় রাতে ঘুমাতাম না। সকালের নাস্তা সেরে ঘুমাতাম। যখন ইউনিভার্সিটির ছাত্র ছিলাম এবং পর দিন কোন ক্লাস বা কাজ কাম থাকতো না তখন। সেই সময় রাতে পাঠ্যপুস্তকের বাইরের পুস্তক বেশী পড়া হতো। গল্প বা উপন্যাস। পরবর্তীতে রাত ২/৩ টা, এখন ১২ টার মধ্যে ঘুমিয়ে পড়ি।

১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:




নিশাচর শুধুই প্রেমের বিহনে নয়। রাত জেগে ভোর দেখার একটা আলাদা রকম অনুভূতি আছে।

১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩৯

আশিক বিল্লাহ বলেছেন: রাত জেগে ভোর দেখার একটা আলাদা রকম অনুভূতি আছে।

২০| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৫

শামচুল হক বলেছেন: রাত জাগা নিয়ে কষ্টেই আছি।

২১| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৭

নূর-ই-হাফসা বলেছেন: আমি রাত জাগা টা খুব উপভোগ করি । কোন কাজ না থাকলে, ধরুন রাত ২টা হাতে ধোঁয়া উড়ানো গরম চা আর আমি আর আপু গল্পে আত্নহারা , এই মুহুর্ত টা আমার সবচেয়ে প্রিয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.