নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি হলো আমার জগত, আমার মানস ভ্রমণের অখন্ড মানচিত্র । কল্পনার চরিত্রগুলোকে আমি লেখার জগতে বাস্তবতার ন্যায় সদর্পে চারণ করাতে চাই। আমি তাদের হাসি কান্না সুখ দুঃখে তুলির আঁচড় ছুঁয়ে দিয়ে অপছন্দের আঁকগুলো ইরেজার দিয়ে ঘষে তুলে বসাতে চাই কল্পনার রঙ ।

শাফায়াত উল্লাহ রহমত

খুব জটিল,ভীষণ সহজ এবং আবেগী নিতান্তই সহজ-সরল খোলা মনের মানুষ...আমার অভিধানে কান্না বলে কিছু নেই, তবে কষ্ট পাই খুব সহজে... যে যা দেয় তা ফিরিয়ে দেই। সে যদি হয় ভালোবাসা, তবে ভালোবাসা, অবহেলা হলে অবহেলা, কষ্ট হলে কষ্ট... আমার এ নীতি থেকে আজ পর্যন্ত বিচ্যুত হইনি,হতে চাইও না...।

শাফায়াত উল্লাহ রহমত › বিস্তারিত পোস্টঃ

খসড়া খাতা

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:০৪

বিষুবীয় প্রেমে খসড়া খাতায় জুড়েছিলে কিছু কল্পিত আলপনা,
হোক না বেঁধে দেয়া সময়ের নির্বাসন
হোক সে কাটাকাটি কথার অতিক্রান্ত সময়
হোক নিশানাহীন বাতিঘর,
আমিতো বিশ্বাসের ধীর পায়ে পায়েল পরেছি
তুমি শব্দ শুনেই যাতে বুঝে নাও, আমি ছন্দময় করেছি শুনসান কুঠুরি,
যে হৃদয় পোড়া গন্ধে কাটায় নিশ্বাসের ভাঁজ
কেমন করে তার হৃদয় তুমি পোড়াবে বলো?
ঈশান কোনে যার কালো মেঘের ঘনঘটা বারো মাস
তারে তুমি বৃষ্টির জলে ভেজানোর ভয় দেখাও!
মরুর বুকে হাহাকারের বন্যায় তৃষ্ণার্ত যোগির ভেসে যাওয়ার গল্পে
তুমি চার লাইনের পঙক্তি বরং যোগ করতে পারো,
তুমিতো দেখোনি পিঠের ওপর লালচে চিহ্ন
তুমিতো দেখোনি নিষ্ঠুর কাটা দাগ আড়ালভাগে
তুমিতো দেখোনি আঁধারের পৈশাচিকতা,
তুমিতো বোঝোনি পাণ্ডুলিপির মাঝপৃষ্ঠার শব্দগুলোর অদৃশ্য হওয়ার গল্প,
তুমি শুধু দেখেছো ওষ্ঠাধরের কাঁপন
তুমি শুধু দেখেছো চিবুক বেয়ে ফোঁটায় ফোঁটায় ঘাম গড়ানো!
তোমার অবিনাশী গোপন ডায়ারিতে বিনাশীর স্থান
কেমন করে হয় বলো?
তোমার মুহুর্মুহু সময়ের ঘটে যাওয়া সত্যিকার গল্পে শামিল করোনি আমায়।

তুমি যা দিয়েছো, আঁজলা ভরে নিয়েছি
তুমি যা চেয়েছো গুণ অংকে সমাধান দিয়েছি
তুমি যা পুষেছো পাকাপোক্ত বেঁধে দিয়েছি।

তোমার নির্মলতায় বালিহাঁসেরা আনাগোনায় মেতে থাকুক,
আমি সরোবরে পদ্মের কাছে গল্প করার ছলে সে মিনতিই করে যাবো।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: অতি মনোরম কবিতা।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৬

রাজীব নুর বলেছেন: শুধু বলতে গেলেই যতো সংকোচ! অথচ আমার কিছু কথা ছিলো!

৩| ০৬ ই নভেম্বর, ২০২১ রাত ১:৪০

সাহাদাত উদরাজী বলেছেন: আহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.