নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি হলো আমার জগত, আমার মানস ভ্রমণের অখন্ড মানচিত্র । কল্পনার চরিত্রগুলোকে আমি লেখার জগতে বাস্তবতার ন্যায় সদর্পে চারণ করাতে চাই। আমি তাদের হাসি কান্না সুখ দুঃখে তুলির আঁচড় ছুঁয়ে দিয়ে অপছন্দের আঁকগুলো ইরেজার দিয়ে ঘষে তুলে বসাতে চাই কল্পনার রঙ ।

শাফায়াত উল্লাহ রহমত

খুব জটিল,ভীষণ সহজ এবং আবেগী নিতান্তই সহজ-সরল খোলা মনের মানুষ...আমার অভিধানে কান্না বলে কিছু নেই, তবে কষ্ট পাই খুব সহজে... যে যা দেয় তা ফিরিয়ে দেই। সে যদি হয় ভালোবাসা, তবে ভালোবাসা, অবহেলা হলে অবহেলা, কষ্ট হলে কষ্ট... আমার এ নীতি থেকে আজ পর্যন্ত বিচ্যুত হইনি,হতে চাইও না...।

শাফায়াত উল্লাহ রহমত › বিস্তারিত পোস্টঃ

কৃত্রিম নগরীর ফাক গলে..

১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৭


নিসর্গও ফাঁকি দেয়
কৃত্রিমতা জয়ী হয়
যেমন নিয়ন আলো ফুঁড়ে এখন আর জোছনা পড়ে না,
অনাহুত প্রকৃতি বিলায় মোহনীয় ঈর্ষা, যে ঈর্ষায় নিখুঁত নিগুঢ় লাবণ্য থাকে, অথচ সান্ত্বনায় নিষিক্ত হয় কিছু অপ্রেমের সাথে!
কথকতা এড়িয়ে নতুন খোঁজাই হয়ে ওঠে রাশভারীদের দলে,
দুচালা ঘরের সুখ টেনে নেয় চারচালা
তরঙ্গ কাঁদে, ফোয়ারা যে স্থান নিয়েছে নিছক লৌকিকতায়
অশ্বত্থও তা দেয় অভ্যেস বশত,
শ্রীহীন নগরীর দেয়ালে শ্যাওলাদের বেড়ে ওঠাই প্রমাণ করে, যত্ন-আত্তি ভুলেছে নগর পিতা,
সময়ের গারদে বন্দি প্রাণ কি পারে উষালগ্ন এড়াতে?
আসল নকল হারিয়েছে নিজস্ব মহিমা, নকলেই মুখ থুবড়ে পড়ে আছি আমরা,
ভিড়ভাট্টার ফাঁকে অনামিকার আদর্শ খোঁজা যেমন
বিলাসী স্বপ্নে বিভোর হওয়া
ঠিক তেমনি আশাহত গাঙচিলের সঙ্গী খোঁজাও বিয়োগ বেদনার শামিল,
কৃত্রিমতার সাথে বাঁধি ঘর
কৃত্রিম নগরী
কৃত্রিম প্রিয়ে
আর কৃত্রিম প্রেমের জালে আটকে আছে কোমলপ্রাণ,
সোহাগির নোলক যেমন সেঁটে যায় নরম পিণ্ডের সাথে!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার কবিত্।

২| ১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃত্রিমত্তায় ভরে গেছে পৃথিবী
তবে প্রিয় প্রিয়া যেন কৃত্রিম না হয়

সুন্দর লিখেছেন

৩| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৪১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.