![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।
প্রতিনিয়ত সহজ মনে হওয়া জীবনের চলার পথটা যখন কঠিন মনে হয় ঠিক তখনই অথৈ পানিতে ডুবে যাওয়া মানুষের মতো সামান্য খড় কুটো সম্বল করে বেঁচে থাকার প্রয়োজন মনে হয়। শত বছরের পরিক্রমায় এটাই হয়ে আসছে। যা থেকে মুক্ত হতে পারিনি এখনও আমরা। আমাদের সুন্দর চলার পথটা অসুন্দর করার জন্য যে দুটো কারণ অন্যতম ভুমিকা পালন করে তার প্রথমটি হচ্ছে, আমাদের যুক্তিহীন আবেগকে প্রাধান্য দেওয়া এবং দ্বিতীয়টি হচ্ছে অন্ধের মতো কোন একজনকে বিশ্বাস করা।
মানুষ হিসেবে যে ভুলটা প্রতিনিয়ত করা হয় তা হচ্ছে আমরা আমাদের আবেগের জায়গাটা বেশি ব্যবহার করি। আমাদের আবেগগুলো কখনও আমরা যুক্তি দিয়ে বিশ্লেষণ করি না। যার কারণে আমরা অনেকটা অন্ধের মতো যুক্তি গুলোকে উপেক্ষা করি। তাৎক্ষণিক ভাবে আমরা এর প্রভাব না বুঝলেও এর সাথে জড়িত দুর্ভাগ্যজনক ব্যর্থতা অসময়ে আমাদের করুণ পরিণতি বরণ করতে বাধ্য করে।
যার ফলশ্রুতিতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারি না।
যুক্তি যুক্ত আবেগ আর সমন্নয় যুক্ত বিশ্বাসই আমাদের চলার পথে অন্যতম পাথেয়।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩০
রায়হানুল এফ রাজ বলেছেন: Thank you.
৩| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫৪
খায়রুল আহসান বলেছেন: ব্লগে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ দীর্ঘ হোক, ফলপ্রসূ হোক, আনন্দময় হোক!
অল্প কথায় মূল্যবান কিছু বাণী পাওয়া গেল আপনার লেখায়, যার সার কথা, যুক্তি যুক্ত আবেগ আর সমন্নয় যুক্ত বিশ্বাসই আমাদের চলার পথে অন্যতম পাথেয়। -- চমৎকার বলেছেন।
তবে এই ছোট্ট লেখাতেও কিছু বানান ভুল দৃষ্টিকটু। সম্পাদনা করে নেবেন সময় করে, আশা করি। (যেমনঃ জরিত, দুর্ভাগ্য জনক - দুটো শব্দ একসাথে হবে, পরিণীতি, ইত্যাদি)
২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৭
রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৪| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
খায়রুল আহসান বলেছেন: ভুলগুলো সংশোধন করে নিয়েছেন দেখে প্রীত হ'লাম।
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৭
রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আমার এই দীর্ঘ পথে আমার সকল ত্রুটি সংশোধন করতে সাহায্য করবেন। আপনার দোয়া ও ভালোবাসা প্রার্থী।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
ব্লগে স্বাগতম।
ভাল থাকুন, শুভব্লগিং।