![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।
আমার মুক্তি পেতে ইচ্ছে করে,
নগ্ন পৃথিবীর অসারতা হতে
যেখানে আধুনিকতা শুধুই মুখের বুলি।
আমি বেরিয়ে আসতে চাই সেখান হতে
যেখানে দেহ দোলে টাকার আশায়,
যেখানে পানীয় দেয় মনোরঞ্জন সুখ।
আমি মুক্তি চাই , প্রিয়তমার বাঁকা চোখের মায়া থেকে
যে মায়ায় লুকিয়ে থাকে ছলনার খেলা।
সংগ্রামী হতে চাই সেই সমাজে,
যে সমাজের মোড়ল এক রক্ত শিকারি।
আমি মুক্তি চাই, আমাকে মুক্তি দাও,
অপ্রয়োজনীয় বিলাসিতার পৈশাচিক আনন্দ হতে।
০৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৭
রায়হানুল এফ রাজ বলেছেন: ধন্যবাদ।
২| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
খায়রুল আহসান বলেছেন: কবিতা ভালো লেগেছে। শেষ চরণ দুটো বেশী ভালো লেগেছে।
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২১
রায়হানুল এফ রাজ বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। আপনি শুভেচ্ছা জানবেন। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯
বিজন রয় বলেছেন: আমি মুক্তি চাই, আমাকে মুক্তি দাও,
অপ্রয়োজনীয় বিলাসিতার পৈশাচিক আনন্দ হতে।
++++++