নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভালোবাসাহীন জগতের বাসিন্দা, জীবন যেখানে নীরস। প্রতিনিয়ত খুঁজে যাই ভালবাসার রূপ এবং অবগাহন করতে চাই যুক্তির সাগরে।

রায়হানুল এফ রাজ

আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।

রায়হানুল এফ রাজ › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২২

অনেক দিন থেকেই খোলা চিঠি নিয়ে ভাবছি। খোলা চিঠি আসলেই কি ? অভিধানে কি আছে আমি তা জানি না । তবে আমার কাছে মনে হয় খোলা চিঠি হল আবেগের বহিঃপ্রকাশ। যার প্রতিটি শব্দ ও বাক্য হৃদয় নিঃসৃত স্বচ্ছ ধারার প্রবাহ। যদিও আমরা অনেক ক্ষেত্রেই এর প্রয়োগ দেখি। আমি আমার খোলা চিঠি আমার মতো করে সাজিয়েছি।
আমার খোলা চিঠি করো জন্য নয়। তবে কেউ (তুমি বাদে) যদি নিজের মতো করে নিজের জন্য ভেবে নেয় তাহলে আমি তার প্রতি চিরকৃতজ্ঞ থাকব।
গোধূলি,
কোন এক জনকে ভালোবাসলেই যে তাকে আনুষ্ঠানিক ভাবে ভালবাসার কথা জানাতে হবে আমার তা মনে হয় না। আরে সাহস বলেও তো একটা কথা আছে। মনে করো আমি তোমাকে সেই জন্যই জানাতে পারছি না। তবে আমার মনের ভেতর যে ছোট ভয় তা হচ্ছে , এই সাহস আমি কোনদিনই সঞ্চয় করতে পারবোনা। তার পরও তোমাকে যে ভালোবাসার জন্য আমার অবুঝ মন আমাকে সাহায্য করেছে তাতেই আমি খুশি।
ভালবাসলেই বিয়ে করতে হবে এই কথাটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, দুই পক্ষের ভালবাসার পরিণীতি বিয়ের মাধমেই শেষ হওয়া উচিৎ, কিন্তু এক পক্ষীয় ভালবাসার ক্ষেত্রে তাহলে কি হবে? যাকে আমি ভালবাসি সে আমাকে না ভালবাসলে আমি কি তাকে ঘৃণা করবো? না, কখনই না। যাকে ভালবাসা যায় তাকে ঘৃণা করা যায় না। আর যে ভালবাসায় ঘৃণা থাকে তা ভালবাসা নয়, তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম পরিলক্ষিত হয়।
আমি তোমাকে ভালবাসি, এর মানে আমি তোমাকে সবসময় সুখী দেখতে চাই। ভালবাসার মানুষের জন্য আর একটি প্রার্থনা কোন কষ্ট যেন তাকে স্পর্শ না করে।
আমি তোমাকে ভালোবাসি এই কথাটা শুনার পর যদি তুমি কষ্ট পেয়ে থাক, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারব না। তুমি আমার কাম্য নও, তোমার সুখটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ভাবছ এটা আবার কেমন ভালবাসা। আমার ভালবাসা আমার মতই রহস্য জনক। তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে সুখী হতে পার তাহলেই আমি খুশি। আমি যাকে ভালবাসি সে শুখে আছে, আমার কাছে এর চেয়ে আনন্দের আর কি হতে পারে?
তুমি সুখে থেকো, ভালো থেকো, তোমার ভালবাসার মানুষটিকে সুখে রেখো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫৪

খায়রুল আহসান বলেছেন: ভাবছ এটা আবার কেমন ভালবাসা - হ্যাঁ, আমিও তাই ভাবছি, হয়তো অন্যান্য পাঠকেরাও তাই ভাববেন।

০৯ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৮

রায়হানুল এফ রাজ বলেছেন: খায়রুল আহসান ভাই মন্তব্যের জন্য ধন্যবাদ। আমার ভালোবাসা সত্যিই রহস্যময়। কিন্তু এর বেশি আর কিছুই করার নেই আমার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.