নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভালোবাসাহীন জগতের বাসিন্দা, জীবন যেখানে নীরস। প্রতিনিয়ত খুঁজে যাই ভালবাসার রূপ এবং অবগাহন করতে চাই যুক্তির সাগরে।

রায়হানুল এফ রাজ

আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।

রায়হানুল এফ রাজ › বিস্তারিত পোস্টঃ

চোখের ভাষা (অনু গল্প)

০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:৩১


- কতক্ষণ থেকে অপেক্ষা করছি, কোথায় ছিলে তুমি ?
- জানি না। কেন এসেছ আবার ?
- আমিও জানি না। এই অসময়ে কোথায় গিয়েছিলে বললে না তো।
- কেমন আছি জানতে চাইলে না?
- তুমি ভালো ছিলে না, তোমার চোখ তাই বলছে। আমাকে ছাড়া তুমি ভালো থাকতে পারো না, আমি তা খুব ভালো করেই জানি।
- এতই যদি জানো তবে চলে গিয়েছিলে কেন?
- ভয় পেয়েছিলাম।
- কিসের ভয়, দারিদ্র্যের ?
- জানি না।
- তুমি জানো। তোমার চোখ তাই তো বলছে। মিথ্যা কেন বললে?
- সত্য লুকিয়ে রাখলে মিথ্যা হয় নাকি?
- চোখের ভাষা, মনের ভাষা আর মুখের ভাষা ভিন্ন হলেই মিথ্যা হয়।
- ভালোবাস আমায়?
- না বাসি না। তোমাকে ভালোবাসতে আমার বয়েই গেছে।
- আমি জানি তুমি আমাকে ভালোবাসো।
- কি করে জানো ?
- ঐ যে তোমার চোখ বলছে।
অতঃপর নিরবতা ভর করে । এর পর সব কথা হয় চোখে চোখে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:৫৬

আমিই মিসির আলী বলেছেন: ভাল লিখছেন।

২| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:৪৮

রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

খায়রুল আহসান বলেছেন: অতঃপর নিরবতা ভর করে । এর পর সব কথা হয় চোখে চোখে -- চমৎকার!
নীরবতাও একটা ভাষা। মনে ভালবাসা থাকলে সেটা নির্ভুলভাবে পড়া যায়।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৩

রায়হানুল এফ রাজ বলেছেন: ঠিক বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.