![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ টাকা থেকে একটি বড় পরিমাণ টাকা পাচার হয়ে গেছে। পত্রিকার মাধ্যমে জানতে পারলাম সেই টাকার মালিক জনগন। জনগনের পক্ষে মালিক সরকার এবং তা সংরক্ষণের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। জনগনের টাকা মানেই হচ্ছে আপনার আমার আমাদের সবার টাকা। সেই টাকা একটি উচ্চ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থেকেও পাচার হয়ে গেল, কিন্তু আমাদের আইটি বিশেষজ্ঞরা কিছুই জানতে পারল না।
সব থেকে যে বিষয়টি আমার কাছে অবাক লেগেছে তা হল, সেই টাকা কত তারিখে পাচার হয়েছে, কত টাকা পাচার হয়েছে, কোথায় পাচার হয়েছে সব জানা গেছে, কিন্তু আফসোস, কে এই কুকর্মের সাথে জড়িত তা জানা যায় নি। জানা যাবে না এটাই স্বাভাবিক, বরং জানা গেলেই তা অস্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়াবে।
এত গুলো টাকা সবার সামনে দিয়ে চলে গেল কিন্তু কোন মানুষের কোন রকম হেলদোল লক্ষ্য করা গেল না, সরকারের তো নয়ই। আমাদের গৃহপালিত বিরোধী দলের কাউকেই কোন দৃশ্যত প্রতিবাদ করতে দেখলাম না। তরুণ সমাজকে তো নয়ই। আমরা যদি যুদ্ধঅপরাধীদের বিচারের দাবিতে বৃহৎ আন্দোলন করতে পারি তবে কেন আমরা দেশের কোন বড় ক্রান্তিলগ্নে আমরা এক হতে পারব না? বাঁধা কোথায়?
আমরা আর কত দিন বোকা থাকবো? আমাদের চোখের সামনে দেশ বিক্রি হয়ে গেলেও কি আমরা চুপ থাকবো?
আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। আমরা আর বোকা থাকতে চাই না। আমরা প্রতিটি কথার জবাব চাই। দেশ আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে দেশের সমস্যা সমাধানে। সেই সাথে বের হয়ে আসতে হবে বোকামি নামের বৃত্ত থেকে।
©somewhere in net ltd.