![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।
ভাবতেই কষ্ট হয় যে সব মানুষ নিজের হাত চেটে খেতে লজ্জা বোধ করত, সেই সব মানুষ এখন অন্যের পা চেটে বেড়ায় কেন? ক্ষমতার লোভে। সেই সব লোক যদি হয় সুশীল সমাজের, তাহলে যে সব মানুষের বুক কেপে উঠে না, তাদের জন্য একটা কথাই প্রযোজ্যঃ আবার তোরা(খারাপ লোকদের আমি তুই ছাড়া আর কিছু বলতে পারি না) মানুষ হ।
দেশকে রক্ষা করতে না পারলেও অন্তত দেশের ক্ষতি হতে দেওয়া কোন সভ্য মানুষের কাজ হতে পারে না।
সুশীল সমাজ জাতির বিবেক, তাদের জাতির বিবেক হিসেবেই কাজ করা উচিৎ। বিবেকের ধার না ধরে প্রেমিকের মতো কাজ করা তাদের মানায় না। আর যদি প্রেমিক হতেই হয়, তবে সুশীল সমাজের সিল পিঠ থেকে তুলে ফেলা উচিৎ।
আমরা ভালোবাসা চাই, ছলনা নয়।
©somewhere in net ltd.