![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।
ভয়ে ভয়ে এগিয়ে চলেছি পথ,
আর কতদিন? সম্মুখে বিপদ।
নই হুশিয়ার ,অশান্ত বড়ই আমি,
যদিও উদ্বাস্তু, কিন্তু মুক্তিকামী।
পারেনি থামাতে, আকাশের গাঢ় কালো রূপ,
আমি তুফান, বিদ্রোহে উন্মুখ।
বৈশাখের রুদ্রমূর্তি কতই আর ভয়াবহ?
আমি চঞ্চল,আমি নির্ভয়,আমিই অগ্নিসহ।
আকাশকুসুম নয়, আমর ভাবনায় তারুণ্য,
কতো জ্বলবে? জ্বলুক। জাজ্বল্য মানেই আলো।
হাত বাড়াতে প্রস্তুত, হোক না তা আগুন।
তারুণ্য শক্তিও জ্বালাতে পারে, জ্বালিয়েছিল বায়ান্নতে,
বাষট্টিতে, ঊনসত্তরে, একাত্তরে। পিচঢালা রাস্তায়।
ভস্ম হয়ে উড়েছিল অন্ধের অহংকার।
সেই তারুণ্যই প্রস্তুত, নতুন উদ্যমে,
মাঠে নেমেছে অত্যাচারীর সন্ধানে।
৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৮
রায়হানুল এফ রাজ বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। আরও ধন্যবাদ ফিরে আসার জন্য। আশা করি পাশে থাকবেন।
২| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৪
চাঁদগাজী বলেছেন:
ভুলে যান ৫২, ৭১; প্রথমে ইয়াবা থেকে মুক্তি পাক তারুণ্য, তারপর দেখা যাবে।
৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৮
রায়হানুল এফ রাজ বলেছেন: আপনার কথাটা খুব ভালো লাগলো। ব্যাপারটা নিয়ে সেই ভাবে ভাবি নি। আপনি অনুপ্রেরণা যোগালেন। ধন্যবাদ।
৩| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৪
খায়রুল আহসান বলেছেন: সেই তারুণ্যই প্রস্তুত, নতুন উদ্যমে,
মাঠে নেমেছে অত্যাচারীর সন্ধানে। -- কোথায়? আমি তো দেখছি না।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৪
রায়হানুল এফ রাজ বলেছেন: শাহবাগ তো জেগেছে স্যার। তনুর জন্যও রাস্তায় নেমেছি। আমরা পারবই, আপনারা যদি পাশে থাকেন।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। আশা করি পাশে থাকবেন। শুভকামনা রইল।
৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০১
খুর্শিদ রাজীব বলেছেন: বড় কর্তা থোরাই কেয়ার করে তারুন্যকে...
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৫
রায়হানুল এফ রাজ বলেছেন: সে জন্যই তো আমাদের এত সমস্যা। মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৪
বিজন রয় বলেছেন: তরুনরাই মুক্তি আনে।
ভাল লাগল কবিতা।
+++