নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভালোবাসাহীন জগতের বাসিন্দা, জীবন যেখানে নীরস। প্রতিনিয়ত খুঁজে যাই ভালবাসার রূপ এবং অবগাহন করতে চাই যুক্তির সাগরে।

রায়হানুল এফ রাজ

আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।

রায়হানুল এফ রাজ › বিস্তারিত পোস্টঃ

প্রেরণা

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১২


আমি এমন অনেককেই দেখেছি যাদের কোন প্রেরণার কথা বললেই তারা মুখ ফিরিয়ে নেয়। যদি কোন সফল ব্যক্তির কথা বলা হয় তবে তারা মুখটাকে বাংলা পাঁচ এর মতো করে। তারা কেন এমন করে তা আমি জানি না। ব্যক্তিগত ভাবে আমি নিজেও অন্যকে প্রেরণা দেওয়ার কাজ করে থাকি, এটা আমার নেশা। অনেকটা অনুপ্রেরণাদায়ী বক্তাদের মতো। আমি অনেককেই অবলীলায় মুখ ঘুরিয়ে চলে যেতে দেখেছি। এমনকি সুশান্ত পালের কথা শুরু হওয়ার সাথে সাথেও অনেককেই অডিটোরিয়াম থেকে বের হয়ে যেতে দেখেছি। কে কোথায় কার কথা শুনবে তা সেই ব্যক্তির একান্ত ব্যক্তিগত ব্যাপার।
কিন্তু আমার কথা হচ্ছে আমরা কেন প্রেরণা নিতে চাই না? যারা সফল তাদের অভিজ্ঞতা নিতে চাই না? আমাদের মনে রাখা প্রয়োজন কোন সফল মানুষের একটি মাত্র কথাও আমাদের জীবন বদলে দিতে পারে। আমাদের সফলতার গতিপথ বদলে দিতে পারে। আমাদের জীবনে প্রেরণা বা অনুপ্রেরণা যাই বলি না কেন, এর প্রয়োজনীয়তা অনেক।
আমাদের হতাশা কাটিয়ে উঠার জন্য আমাদের অবশ্যই অনুপ্রেরণা প্রয়োজন। সেই অনুপ্রেরণা যথাযথ মানুষের কাছ থেকেই গ্রহন করা উচিৎ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:২৮

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১

রায়হানুল এফ রাজ বলেছেন: ধন্যবাদ।

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫০

চাঁদগাজী বলেছেন:



আপনার দেয়া প্রেরণায় কয়জন বউ হারায়েছে?

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৪

রায়হানুল এফ রাজ বলেছেন: ধন্যবাদ।
এত কিছু থাকতে আপনি বউ হারানোর কথা কেন বললেন তা আমি বুঝতে পারছি না। যদি রসিকতা করে থাকেন তবে রসিকতার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.