নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভালোবাসাহীন জগতের বাসিন্দা, জীবন যেখানে নীরস। প্রতিনিয়ত খুঁজে যাই ভালবাসার রূপ এবং অবগাহন করতে চাই যুক্তির সাগরে।

রায়হানুল এফ রাজ

আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।

রায়হানুল এফ রাজ › বিস্তারিত পোস্টঃ

“মামা আমাগো কথা হইছে উপরের লগে”

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৯


আমার রাতের বেলায় বাইরে চা পান করার অভ্যাস আছে। সেই অভ্যাস বসত আজ রাতের বেলায় বের হয়ে দেখি আমার বিশ্ববিদ্যালয়ের সামনেই কিছু চাঁদাবাজ দেশপ্রেমিক রাস্তায় যাতায়াত রত প্রতিটি ট্রাকের কাছ থেকে টাকা তুলছে। পাশ দিয়ে যেতে যেতে যা বুঝলাম তা হল বৈশাখী উপলক্ষে তারা শুভেচ্ছা উপহার নিচ্ছে, সেটা আবার জোর করে।
চাঁদা তোলার স্থানের প্রায় ২৫০ গজের মধ্যে থানা রয়েছে। সেই সাথে রয়েছে টহল পুলিশ। তবুও শুভেচ্ছা উপহার গ্রহণ চলছেই। ফেরার পথে ঐ জায়গায় গেলাম। বললাম কি হয়েছে? আমি কে জানতে চাইল। বললাম ছাত্র। পাশে বসে থাকা এক লোক উঠে এসে বলল, “মামা আমাগো কথা হইছে উপরের লগে।” আমি ও আচ্চা বলে চলে আসলাম।
আমার ছোট্ট মনে প্রশ্ন “উপর” বলতে আসলে কাদের বোঝায়? “উপর” এর এত ক্ষমতা কেন?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:১৪

কালনী নদী বলেছেন: একেকটা ভিতুর আন্ডা, গরীবদের টাকা খাওয়াতে কোন বিরত্ব নেই, তাও ট্রাক ড্রাইবার! পারলে রাগব বোয়ালরে দর।

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৫

রায়হানুল এফ রাজ বলেছেন: ঠিকই বলেছে।

২| ১২ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:১৪

কালনী নদী বলেছেন: ড্রাইভার*

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৭

রায়হানুল এফ রাজ বলেছেন: হুম। ঠিক ধরেছেন।

৩| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৫

রাজু বলেছেন: অকিঁ, সত্য.

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৫

রায়হানুল এফ রাজ বলেছেন: হ্যাঁ, সত্যি।

৪| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০১

খায়রুল আহসান বলেছেন: এ উপর অন্তহীন!

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৬

রায়হানুল এফ রাজ বলেছেন: কি করে যে শেষ রক্ষা হবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.