![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।
বিদায় চৈত্রসংক্রান্তি।
বৈশাখী দমকা হাওয়ার প্রশান্তি।
কালবৈশাখীর উন্মত্ততা,
ঢোলের মাঝে ঢুলির ব্যস্ততা,
চরকির পাকে ঘোরা স্বপ্ন,
পান্তা-ইলিশের পুষনির যত্ন।
বাঙালি সাজে কিশোরীর দল,
মেলা-খেলায় ঐতিহ্যের ঢল,
আকাশ জুড়ে রঙিন ঘুড়ি,
বধূর হাতে কাচের চুড়ি,
কণ্ঠে বাজে বৈশাখী গান,
উৎসব জুড়ে বৈশাখী প্রাণ,
হাসি-কান্না, সুখ-দুঃখ, বিষাদ-হর্ষ,
আবহমানের পালকিতে এসেছে নববর্ষ।
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৪৫
রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং সেই সাথে নববর্ষের শুভেচ্ছা।
২| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪১
পরিবেশ বন্ধু বলেছেন: নববর্ষের অভিনন্দন ।
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৪৫
রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং সেই সাথে নববর্ষের শুভেচ্ছা।
৩| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৪
খায়রুল আহসান বলেছেন: ভালো হয়েছে। শেষ ছ'টি পংক্তি বেশী ভালো লেগেছে।
নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৮
রায়হানুল এফ রাজ বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। আপনিও নববর্ষের শুভেচ্ছা জানবেন। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৯
বিজন রয় বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।