![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।
নিজের হাতে বোনা স্বপ্নগুলোকে আজ খুঁজে ফিরি,
নিয়তির কাছে পরাজিত, তারা আজ ফেরার,
কাগজের মাঝে সীমাবদ্ধ হয়েছি আমি।
আজ বইয়ের মাঝেই আমার স্বপ্নগুলোকে খুঁজতে হয়,
অথচ স্বপ্নগুলো খোঁজার কথা ছিল বৃষ্টির মাঝে,
বইয়ের মলিন পাতাগুলোর মত,
গোধূলির রঙও আজ মলিন মনে হয়,
খাতার হারানো উজ্জলতার চেয়েও।
জোছনার উজ্জলতা কম মনে হয়,
আজ আমার চারদিকে সব মলিন স্বপ্ন।
সব কেড়ে নিয়েছে আমার নতুন
ইঞ্জিনিয়ারিং জীবন।
আজ আমিও চাই স্বপ্নগুলোর মতো ফেরার হতে-
যদি ভাগ্যে থাকে,
হয়ত খুঁজে পাবো আমার স্বপ্ন গুলো।
০৬ ই মে, ২০১৬ রাত ১:১৯
রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
২| ১২ ই মে, ২০১৬ সকাল ৮:৩৫
Orthohin shajib বলেছেন: হয়তোবা খুজে পাবেন,হয়তো বা পাবেন না। তার মানে এই না যে আপনি নিওতির কাছে পরাজিত
১৩ ই মে, ২০১৬ রাত ১২:২১
রায়হানুল এফ রাজ বলেছেন: ঠিক বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৬ সকাল ৮:০০
মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: অদ্ভুত অনুভূতি। খুব ভালো লাগলো। সুন্দর হোক আপনার এই ইঞ্জিনিয়ারিং জীবন।