নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভালোবাসাহীন জগতের বাসিন্দা, জীবন যেখানে নীরস। প্রতিনিয়ত খুঁজে যাই ভালবাসার রূপ এবং অবগাহন করতে চাই যুক্তির সাগরে।

রায়হানুল এফ রাজ

আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।

রায়হানুল এফ রাজ › বিস্তারিত পোস্টঃ

যে সব সত্যের উত্তর নেই

১৫ ই মে, ২০১৬ রাত ২:৩২

প্রতিনিয়ত আমাদের দেশে যে সব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে সেই সব ঘটনা ঘটার পর আমাদের দেশের কতিপয় দায়িত্বপ্রাপ্ত মানুষদের কাছ থেকে আমরা এমন কিছু কথা শুনে থাকি যে গুলো শুনতে শুনতে আমরা ক্লান্ত। সেই সব কথার কিছু নমুনা দিলামঃ
# তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আমরা খুব তাড়াতাড়ি ঘটনার কারণ জানতে পারব। ঘটনার কারণ জেনে কি করবেন আপনারা?
# সকল খুনের সাথে বিএনপি-জামায়াত জড়িত। ভালো কথা। সরকার কেন চেয়ে চেয়ে দেখছে? কেন তাদের আইনের আওতায় আনছে না?
# আইএস হত্যার দায় শিকার করছে। দেশে তো কোন আইএস নেই। তাহলে কিভাবে কি সম্ভব?
# সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। সরকার মহাশয় এসব হতে দিচ্ছেন কেন?
# পুলিশের কথা, আমাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য আছে। তথ্যগুলো কাজে না লাগিয়ে সেগুলো দিয়ে মুড়ি ভাজবেন নাকি?
# দুই এক জন মানুষ মারলেই প্রমাণ হয়ে যায় না যে দেশে আইএস আছে(স্বরাষ্ট্র মন্ত্রী)। তাহলে আর কতো জীবন দান করতে হবে?
# সব কিছু বিছিন্ন ঘটনা। প্রতিনিয়ত বিছিন্ন ঘটনা ঘটে কিভাবে?
# আমরা চেষ্টা করছি, অচিরেই সব প্রকাশ করা হবে । কবে, কেউ কি জানেন?
এই রকম অসংখ্য প্রশ্ন প্রতিদিন মনে উঁকি দেয়। কিন্তু জানি না আসলেই এই সব প্রশ্নের উত্তর কি আমরা পাবো। আমাদের না পেলেও চলবে, যারা সরকার চালায় তারা কি জানে না? এ জাতির ভবিষ্যত কোন দিকে যাচ্ছে?


মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৬ রাত ২:৫২

ক্থার্ক্থা বলেছেন: এই সব প্রশ্নের উত্তর মনে হয় আমরা পাবো না।

১৫ ই মে, ২০১৬ রাত ২:৫৭

রায়হানুল এফ রাজ বলেছেন: ঠিক। কিন্তু এই সব প্রশ্নের উত্তর আমাদের পাওয়া উচিৎ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.