![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।
আকাশে জোছনা নামলে আমি নিজেকে ধরে রাখতে পারি না। আমার রক্তের মাঝে জেগে উঠে ভালোবাসার ভয়ঙ্কর মূর্তি। তখন আমি কিছু সময়ের জন্য হারিয়ে যাই। আমি হারিয়ে যাই প্রকৃতির মায়া আর ভালোবাসার মাঝে। মায়ের মতোই প্রকৃতির মাঝে আমার স্থান ভালোবাসাময় ও নিরাপদ। তার চেয়েও বড় কথা এই প্রকৃতি আমার ভালোবাসাহীন হৃদয়কে মাঝে মাঝেই জাগিয়ে তোলে। তখন চিৎকার করে জানাতে ইচ্ছা করে আমার ভালোবাসার কথা।
অপরূপ প্রকৃতি
ভরা পূর্ণিমার পূর্ণ চাঁদ অকৃপণ হয়ে,
সব আলো বিলিয়ে দিচ্ছে।
শিহরণ জাগানো হিমেল বাতাসের স্নিগ্ধ পরশে,
জুড়িয়ে আসছে আঁখি।
ছাদের চিলে কোঠায় নিরবে নেমে এসেছে জোছনা,
কোন এক দিক থেকে আসছে কামিনীর সুবাস,
অজানা পোকার মৃদু নিয়মিত ভালোবাসার গান,
মোহিত হয়ে শুনছে কর্ণদ্বয়।
মৃদু কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত, হাতে কফির মগ,
চৈতন্য হরণকারী কোন একজনের চিন্তায় মগ্ন করেছে।
প্রকৃতির সমস্ত রং-রূপ-গন্ধ-স্পর্শের আবরণে,
নিজেকে জড়িয়ে, গ্রহণ করছি ভালোবাসার স্বাদ।
আমি মুগ্ধ, বিস্মিত, আবেগ আপ্লুত।
সত্যিই অপরূপ-অসীম এই প্রকৃতি;
আমি হারিয়ে যাচ্ছি। মায়া আর ভালোবাসার মাঝে।
২৫ শে মে, ২০১৬ রাত ৩:২০
রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
২| ১১ ই জুন, ২০১৬ রাত ৯:৩২
নীলপরি বলেছেন: বাহ , খুব সুন্দর হয়েছে কবিতা ।
১৩ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৭
রায়হানুল এফ রাজ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৬ রাত ৮:৪৪
বিজন রয় বলেছেন: সুন্দর।
+++