নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভালোবাসাহীন জগতের বাসিন্দা, জীবন যেখানে নীরস। প্রতিনিয়ত খুঁজে যাই ভালবাসার রূপ এবং অবগাহন করতে চাই যুক্তির সাগরে।

রায়হানুল এফ রাজ

আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।

রায়হানুল এফ রাজ › বিস্তারিত পোস্টঃ

অপকৌশল

৩০ শে জুন, ২০১৬ রাত ১২:৫৪


বন্ধুকের নলে পতাকা বেঁধেছে হায়েনারা,
সাথে একদল জন্মান্ধ ধর্মভীরু।
কাপুরুষরা ধ্বংসে মেতেছে,
তারা ধ্বংস চায়; মানবতার।
চারদিকে নগ্ন-গল্প; মুরগি-শেয়ালের।
ধূর্ত শেয়াল সমাজের রন্ধ্রে রন্ধ্রে,
লোভীরা লোভে মত্ত; মাতালেরা নেশায়।
ধর্ষক মোড়ল শিশ্ন ডুবিয়ে ধর্ষণ করছে,
সবুজ-শ্যামল আর সত্যকে।
মুক্তচিন্তার দ্বার বন্ধ; স্তম্ভিত জীবন সুর।
বিস্তৃত মাঠ জুড়ে কবর-শ্মশান,
মূর্খরা কৌশলে সুনিপুণ অবতার। এসব-
জমাট বাঁধা অপকৌশল, জানোয়ারের হাতিয়ার।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৬ রাত ১:৪২

ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর অকর্ষনীয় কবিতা ভালো লাগল ।

৩০ শে জুন, ২০১৬ সকাল ৯:৫০

রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২| ৩০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০২

খায়রুল আহসান বলেছেন: ধূর্ত শেয়াল সমাজের রন্ধ্রে রন্ধ্রে,
লোভীরা লোভে মত্ত; মাতালেরা নেশায়
- বাস্তব চিত্র।

০১ লা জুলাই, ২০১৬ রাত ১২:৫৭

রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশটা মনে হয় আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.