নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভালোবাসাহীন জগতের বাসিন্দা, জীবন যেখানে নীরস। প্রতিনিয়ত খুঁজে যাই ভালবাসার রূপ এবং অবগাহন করতে চাই যুক্তির সাগরে।

রায়হানুল এফ রাজ

আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।

রায়হানুল এফ রাজ › বিস্তারিত পোস্টঃ

কোন দিকে যাচ্ছে তরুণ সমাজ ??? মেয়েরা কিউট জঙ্গির উপর ক্রাশ খায়।

০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১২:১৭

কোন দিকে যাচ্ছে তরুণ সমাজ ? ভাবতেই কষ্ট হয় কোমলমতি তরুণরা আজ সমাজে পরিচিতি পাচ্ছে জঙ্গি হিসেবে। অনেক নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজ জঙ্গি। ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্র জঙ্গি।
ফেসবুকে একটি পোস্ট দেখলাম। একজন লিখেছেন সুশীলরা বলে মাদ্রাসার ছাত্ররা জঙ্গি। মাদ্রাসা জঙ্গি বানানোর কারখানা। এখন দেখা যাচ্ছে নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজ জঙ্গি। ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্র জঙ্গি। এই ক্ষেত্রে সুশীলদের বক্তব্য, তাদের ব্রেন ওয়াস করা হয়েছে। কি পক্ষপাত মূলক কথা! কতটা মূর্খ হলে এমন কথা বলা যায়?
আজকাল তো আমাদের মেয়েরা কিউট ছেলে দেখলেই পাগল। সে জঙ্গিই হোক আর আর্মি অফিসারই হোক। তাদের আফসোস আহা! কি কিউট ছেলেটা! সে কি জঙ্গি হতে পারে?

প্রেম করার আর ছেলে নেই পৃথিবীতে।
মেয়েদের কি আসলেই মাথা খারাপ হয়ে গেছে? সবাই না। তবে এরা কার কন্যা? কার বোন? খুব জানতে ইচ্ছা করে।


তরুণরা জঙ্গি হচ্ছে। বিকৃত মনা তরুণীরা তাদের উপর ক্রাশ খাচ্ছে।
বাবা মায়েদের দায়িত্ব কি বাবা মারা ঠিক মতো পালন করছে? আমাদের তরুণ সমাজ কোন দিকে যাচ্ছে?

ছবিঃ ফেসবুক

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১২:২৩

সম্রাট৯০ বলেছেন: শব্দটাই হলো ক্রাশ। অবাক হবার কি আছে।

০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১২:২৭

রায়হানুল এফ রাজ বলেছেন: ঠিক বলেছেন ভাই। তবুও অবাক না হয়ে পারলাম না।

২| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৪

খায়রুল আহসান বলেছেন: এত নির্দোষ চেহারার বাচ্চা বাচ্চা ছেলেগুলো কি করে এতটা ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারলো, ভেবে কোন কূল কিনারা পাচ্ছিনা। এরা কি জীবনে কোন প্রেম প্রীতি, স্নেহ ভালোবাসা পায়নি? পেলে কি করে তারা এমন হত্যাযজ্ঞে মেতে উঠতে পারে? জিম্মিদেরকে মেরে ফেলে তারা কি নির্বিকারভাবে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকলো, কেউ পালাতেও চেষ্টা করলো না, বাঁচতেও না।

০৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:২১

রায়হানুল এফ রাজ বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই। মনে হয় আসলেই তাদের জীবনে এমন কিছু ঘটেছে যা তাদের ভয়ংকর মূর্তিতে পরিণত করেছে।

৩| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১২

বিজন রয় বলেছেন: না জেনে অনেকে অনেক কিছুই করে ফেলে।

০৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০০

রায়হানুল এফ রাজ বলেছেন: ধন্যবাদ বিজন রয় ভাই। কিন্তু এমন কিছু করা উচিৎ নয় যা বিতর্কের সৃষ্টি করে।

৪| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১২

বিলুনী বলেছেন: এদের ব্রেইন যারা ওয়াস করেছে তাদেরকে চিহ্রিত করে তাদের মগজ দোলাই দিতে পারলে দেশে কোন জঙ্গী পয়দা হবেনা ।

১০ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১৪

রায়হানুল এফ রাজ বলেছেন: কাজটা কঠিন তবে অসম্ভব নয়। জনসচেতনতা প্রয়োজন।

৫| ১০ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩৮

বিলুনী বলেছেন: ধন্যবাদ

১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৩

রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৬| ১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৭

নির্ঝরের_স্বপ্ন বলেছেন: এইসব বিকৃতকামী তরুণীদের ধরে আন্ডা থেরাপি দেওয়া উচিৎ। কে জানে হয়তোবা তরুণীদেরকে ক্রাশ খাওয়ানোর জন্যই এই কিউট হাবাগুলো দেশকে বাঁশ দিচ্ছে!

৭| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৩০

রায়হানুল এফ রাজ বলেছেন: হতেও পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.