![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।
কিছু স্মৃতি থাকে, যা মনের ভেতর উঁকি দেয়-
ক্ষণে ক্ষণে। মানুষ চলে যায়,
তবুও তার স্মৃতি থাকে ইতিহাসের পাতায় পাতায়।
আপনার চলে যাওয়া,
অতৃপ্ত হৃদয়ের সকরুণ হাহাকার,
বার বার মনে করিয়ে দেয়, মনে করাতে চায়,
আপনার জন্য জানতে পেরেছি-
হিমুদের জীবনের গল্পকথা।
আপনাকে অনুসরণ করে, অঝোর বৃষ্টিতে,
সিক্ত করেছি দেহ।
নিদ্রাতুর আঁখিকে বশ করে,
কাটিয়েছি অসংখ্য জোছনা রাত।
চোখ ভরে, মন পুরে,
হরণ করেছি জোছনা-আলো।
শিখেছি দৃষ্টি প্রসারিত করতে,
বুঝেছি মানব প্রেমের মহিমা।
অঝোর ধারায় কদম ফুলের চাহনি,
বুঝিয়েছে প্রিয়জনের মনের ভাষা।
ভালোবাসা ভরা চোখের করুণ চাহনি,
হৃদয়ের সিক্ত সজীবতা।
সময়ের আবর্তনে আজ আপনি নেই। কিন্তু-
আপনার দেখানো ভালোবাসা ভরা প্রসারিত দৃষ্টি,
হাজার তরুনের সম্বল স্বরূপ পাথেয়।
সেই প্রেরণার দিশারী হয়ে- হুমায়ূন আহমেদ,
প্রতিটি তরুণের কাছে জাজ্বল্যমান নক্ষত্র।
©somewhere in net ltd.