![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।
অঙ্গে রুপের পসরা সাজিয়ে, মাঝ রাতে,
রাস্তায়-নিশিকন্যা।
দেহ বিকনোর খেলায় হার মানে
পেটের তীব্র ক্ষুধা।
নিক্ষিপ্ত বীর্যের মতো নিক্ষিপ্ত হয়
সামাজিকতার থুথু। বিদ্বেষ। ঘৃণা।
কেউ সুখ নিয়ে, কেউবা না নিয়েই
লিখে ফেলে হাস্যকর চরিত্রসনদ।
কেউ একবারও ভাবে না, কার কি দোষ?
কোন সুখের খোঁজে আজ তারা রাস্তায়?
সমাজের সুখের খোরাক হয়েও তারা বেশ্যা।
যেন সুখ একান্ত তাদেরই কাম্য।
তারা অন্বেষণকারী। এ অন্বেষণ-
দেহ সুখের অন্বেষণ নয়,
এ অন্বেষণ অন্ন সুখের।
আর এফ রাজ
ঝিনাই কুঁড়ির পাড়, পঞ্চগড়।
৩১ আগস্ট ২০১৬
ছবিঃ ইন্টারনেট
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৩:০২
রায়হানুল এফ রাজ বলেছেন: এরকম মনভাবকে সাধুবাদ জানাই। ভালো থাকবেন।
২| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:৫৮
গোফরান চ.বি বলেছেন: কবিতা কপি করলাম্ ব্রো ।
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৩:০৩
রায়হানুল এফ রাজ বলেছেন: অবশ্যই। অনেক অনেক ভালোবাসা জানবেন।
৩| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:৫৯
গোফরান চ.বি বলেছেন: পোস্ট লাইকড এন্ড শেয়ারড।
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৩:০৩
রায়হানুল এফ রাজ বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৩:২৩
সৈয়দ আহাম্মদ উপল বলেছেন: সমাজের সুখের খোরাক হয়েও তারা বেশ্যা।
যেন সুখ একান্ত তাদেরই কাম্য'-ভাই বাস্তব একটা কথা বলছেন।
অনেক ভালো লাগলো
৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৬
রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
৫| ৩১ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:১০
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: ভাল লিখেছেন। যুক্তি বিদ্যায় একটা যুক্তি আছে, মানুষ পোকা খায়, পোকা মানুষ খায়,
বেশ্যা হল টাকার বিনিময় যে লোক নিজেকে বিলিয়ে দেয়, যদি যুক্তি বিদ্যার কথায় আসি তাহলে কিন্তু আমরা সবাই বেশ্যা।সবাই টাকার জন্য নিজেকে বিলিয়ে বিচ্ছি, যারা অন্যের সুখের জন্য নিজের দেহ বিকিয়ে দিচ্ছি তাঁদের আমরা গালি দিয়ে বলি বেশ্যা, আর যারা নিজ সুখের জন্য নিজের আত্মা আর নিজের স্বত্বা কে বেঁচে দিচ্ছে তাঁদের আমরা কি বলব? অনেক ভাল লাগলো কবিটাটি ।
৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০০
রায়হানুল এফ রাজ বলেছেন: আর যারা নিজ সুখের জন্য নিজের আত্মা আর নিজের স্বত্বা কে বেঁচে দিচ্ছে তাদের অমানুষ বলতেও কথা থেমে যায়। মানুষ রূপী অমানুষদের কোন পরিচয় হয় না ভাই।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:৫৭
গোফরান চ.বি বলেছেন: কেউ বেশ্যা নয় আমার দেশে।
ইটস অলএবাউট প্রোভার্টি এন্ড ইমোশান। মানুসিক অশান্তি আর ডিপ্রেশান।
একটাই সমাধান
লেটস গিভ লাভ লাভ কেয়ার এন্ড রেসপেক্ট ফ্রী।
তাহলে আমি নিশ্চিত প্রতিটি প্রতিটিপতিতালয় হবে একটি সুখের নীড়। যেখানে বেশ্যা হবে রানী।