নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভালোবাসাহীন জগতের বাসিন্দা, জীবন যেখানে নীরস। প্রতিনিয়ত খুঁজে যাই ভালবাসার রূপ এবং অবগাহন করতে চাই যুক্তির সাগরে।

রায়হানুল এফ রাজ

আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।

রায়হানুল এফ রাজ › বিস্তারিত পোস্টঃ

লেন্দুপ দর্জির ভূমিকায় কেউ কি আসতে চাইছে ?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩১


সিকিমের ইতিহাসে অন্যতম মীরজাফর ছিল লেন্দুপ দর্জি। সে ভারতের জন্য নিজের দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিয়েছিলো। কিন্তু ভারত তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করার পর আস্তাকুড়ে ছুড়ে ফেলে দিয়েছিলো লেন্দুপ দর্জিকে। সেই লেন্দুপ দর্জি ভারতের পছন্দ অনুযায়ী সকল কাজ করত। এমনকি দেশের ভেতর সে ভারতের নিজস্ব সমরিক বাহিনীর থাকার ব্যবস্থাও করেছিলো।
সে সময় সিকিমে যা হয়েছিলোঃ
১। অভ্যন্তরীণ কোন্দল বেড়ে গিয়েছিলো;
২। গুম, খুন, হত্যা, বিচারহীনতা, বাকস্বাধীনতার অভাব সহ মানবাধিকার লঙ্ঘন;
৩। বিরোধীদের দমন;
৪। সব ক্ষমতা কেন্দ্রীভূত করণ;
৫। দেশের মানুষের চাওয়া পাওয়ার দিকে সরকারের কোন ভ্রুক্ষেপ না থাকা;
আরও অনেক কারণ দেখিয়ে লেন্দুপ দর্জির সরকার লোক দেখানো গণ ভোটের আয়োজন করে। কারণ ছিল সিকিমের মানুষ ভারতের সাথে একীভূত হবে কি না? ভোটের ফলাফল সাজানো ছিল যেখানে দেখানো হয় জনগন চাচ্ছে তারা ভারতের সাথে একীভূত হতে চায়। এভাবেই মৃত্যু ঘটে একটি স্বাধীন রাষ্ট্রের।
এখন দেশে উপরিউক্ত দিকগুলোই বেশি ঘটছে। আমাদের সরকার সবসময় ভারতকে খুশি করার জন্য দেশের স্বার্থ বিরোধী কাজ করছে। দেশের মানুষের মতামতের কোন প্রাধান্য থাকছে না।
দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চাইছে একদল দেশ বিরোধী। দেশের ভবিষ্যৎ কি হবে?
লেন্দুপ দর্জির ভূমিকায় কেউ কি আসতে চাইছে ?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৪

প্রজ্জলিত মেশকাত বলেছেন: সহমত।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৬

রায়হানুল এফ রাজ বলেছেন: ধন্যবাদ।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:২৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: লেন্দুপ দর্জি বিশ্বের বিভিন্ন দেশে এখন ক্রমান্বয়ে সমাসীন হচ্ছে

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৬

রায়হানুল এফ রাজ বলেছেন: তাই নাকি? জানতাম না তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.