নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভালোবাসাহীন জগতের বাসিন্দা, জীবন যেখানে নীরস। প্রতিনিয়ত খুঁজে যাই ভালবাসার রূপ এবং অবগাহন করতে চাই যুক্তির সাগরে।

রায়হানুল এফ রাজ

আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।

রায়হানুল এফ রাজ › বিস্তারিত পোস্টঃ

প্রকৃতির কোলে মানব মন

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৫



মানুষের মন পৃথিবীর সব চেয়ে পরিবর্তনশীল ও ক্ষণস্থায়ী অবস্থার মধ্যে থাকে। প্রতিনিয়ত এই সত্ত্বা এমন কিছু ঘটনার মধ্যে পতিত হয় যে স্বয়ং তার চেতন অবস্থাও ধরতে পারে না। কিছু সময় অবচেতন অবস্থায় মন কিছু সময়ের জন্য সেই ঘটে যাওয়া বিবর্তন ধরতে পারে।
এক গবেষণায় দেখা গেছে যেহেতু মানুষ উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী সেই উষ্ণ রক্তের প্রভাব মাঝে মাঝেই মানসিক সত্ত্বাকে প্রভাবিত করে। কিন্তু কিছু সময় মস্তিষ্কের কিছু গ্রন্থি আমাদের বাহ্যিক অবস্থার উপর বিবেচনা করে কিছু হরমোনের নিঃসরণ ঘটায় যে সব হরমোন মানসিক সত্ত্বাকে উত্তেজিত করে দেয়। সেই অবস্থায় একজন মানুষের পশু হয়ে যাওয়াও কোন অস্বাভাবিক ব্যাপার হতে পারে না।
আসলে শিরোনামের সাথে আমার উপরিউক্ত কথা গুলোর মেলবন্ধন কোথায়? একটা গভীর মিলত তো অবশ্যই আছে। মানুষ একমাত্র প্রকৃতির কাছেই বিনা দ্বিধায় নিজেকে সঁপে দেয়। হয় তো মানুষের চেয়ে প্রকৃতি অনেক শক্তিশালী বলে। কিংবা প্রকৃতির মাঝেই সারা জীবন তাকে থাকতে হবে বলেই এতো আকুলতা প্রকাশ করে।
প্রায়ই দেখা যায় যখন মানুষ মানসিক দিক দিয়ে সম্পূর্ণ অন্যরকম অবস্থায় বিরাজ করে ঠিক তখনই মানুষ প্রকৃতির কোলে ফিরে যায়। পৃথিবীতে অনেক অনেক উদাহরণ আছে যা আমরা মনোবিদ্যার বিভিন্ন বই কিংবা জার্নাল থেকে জানতে পারি যে মানুষের মনের কঠিন অবস্থায় মানুষ সম্পূর্ণ নিরব ও শান্ত পরিবেশে থাকতে পছন্দ করে এবং মানুষ যদি সেই অবস্থায় নিরিবিলি পরিবেশে না যায় তবে অনেক সময়ের পরিক্রমায় মানুষ অনেকটা এবনরমালিটিতে পতিত হয়। যা এক সময় মানুষকে পাগলে পরিণীত করতে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। লেখকদের বেলায় সেটা রাইটার্স ব্লক এর মতো মারাত্মক অবস্থার জন্ম দেয়। মনবিজ্ঞান যাকে অসময়য়ের অস্বাভাবিকতা হিসেবে বিবেচনা করে।
প্রাচীন কাল থেকে মানুষের সাথে প্রকৃতির গভীর সম্পর্কের কথা আমরা প্রাচীন বিভিন্ন পুঁথি, নথি ইত্যাদি থেকে পাই। প্রাচীন কাল থেকেই মানুষ প্রকৃতির সাথে সদ্ভাব বজায় রেখে চলেছে। তারা অনুধাবন করতে পেরেছিল যে প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়া মানে নিজেদের জীবনের বিপদ ডেকে নিয়ে আসা। সম্ভবত এই প্রেক্ষাপট থেকেই তখন থেকে মানুষের সুখ দুখের আশ্রয়স্থল হিসেবে প্রকৃতির আত্মপ্রকাশ।
বর্তমান কালও সেই অবস্থা উপেক্ষা করতে পারে না। মানুষের আশার আশ্রয় স্থল হিসেবে প্রকৃতির নাম উঠে এসেছে বিভিন্ন লেখক ও কবির লেখায়। ভালোবাসার উৎস হিসেবে প্রায় সবাই প্রকৃতির অবদানের কথা বিনা বাক্যে স্বীকার করেছেন। আজও আমরা মন খারাপের বেলায় প্রকৃতির কাছে, প্রকৃতির নির্জনতার কাছে ছুটে যাই।
যারা কাউন্সেলিং করেন তারা কোন আত্মহত্যা প্রবণ মানুষকে মোটিভেট করার জন্য সেই মানুষটিকে নিয়ে ছুটে যান কোন নির্জন জায়গায় কিংবা কোন প্রাকৃতিক সৌন্দর্যের কোলে। একটা ব্যাপার বিশ্বব্যাপী স্বীকৃত যে, কোন হিংস্র পশুও প্রকৃতির সৌন্দর্যের কাছে তার হিংস্রতা সঁপে দেয়। কোন রাগান্বিত মানুষের রাগও প্রকৃতির সৌন্দর্যের কাছে কিছুই নয়।
একজন আত্মহত্যা প্রবণ মানুষ যদি কিছু সময়ের জন্য প্রকৃতির সৌন্দর্যের কাছে নিজেকে সঁপে দেয় তবে তার মাঝে আর সেই ভাব থাকে না। সেই মানুষ নিজের মাঝে প্রকৃতির ভালবাসা ধারন করতে বাধ্য হয়। এমন অনেক নজির আছে যে মানুষ সেই অবস্থা থেকে ফিরে পরবর্তীতে সুখি জীবন যাপন করেছে।
প্রকৃতির রূপ যে মানুষের মধ্যে ভালোবাসার সঞ্চার করে তা আমরা প্রাচীন লেখকদের পাশাপাশি আমাদের বর্তমান কালের লেখকদের লেখায়ও অহরহ পেয়ে থাকি। লেখকরা প্রকৃতির সৌন্দর্যকে পুঁজি করে নিজেদের ভাবের প্রকাশ করে অত্যন্ত সহজ ও সাবলীল ভাবে। সেই দিক দিয়েও মানব মনের মহিমা প্রকাশের জন্য প্রকৃতিকে বাহবা দেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না।
মানুষের মনের অনেকটা জায়গা জুড়ে প্রকৃতির জন্য ভালোবাসা রয়েছে। তবে এই ভালোবাসা প্রায়ই মানুষের ভেতরে সুপ্ত থাকে। অনেকেই প্রকাশ করে না কিন্তু প্রকৃতির সৌন্দর্যে যে কোন সময় অবাক হয়ে যায়। সেই সময় মানুষের অবস্থাটা দেখলে সেই মানুষের আসল পাগলামি সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যাবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬

মো:সাব্বির হোসাইন বলেছেন: খুব সুন্দর শিরোনাম। সর্বোপরি চমৎকার লিখেছেন।

ভালো লাগলো। ধন্যবাদ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২০

রায়হানুল এফ রাজ বলেছেন: ধৈর্য ধরে পড়ার জন্য ধন্যবাদ। ভাল লেগেছে জেনে খুশি হয়েছি। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.