নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভালোবাসাহীন জগতের বাসিন্দা, জীবন যেখানে নীরস। প্রতিনিয়ত খুঁজে যাই ভালবাসার রূপ এবং অবগাহন করতে চাই যুক্তির সাগরে।

রায়হানুল এফ রাজ

আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।

রায়হানুল এফ রাজ › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৯



সেই দিনটি কবে আসবে?
যে দিনটির অপেক্ষা হয়ে আছে ছায়াসঙ্গী।

নির্জন বাগানের মধ্যে একটি চেয়ার-একটি টেবিল।
টেবিলে রাখা কফির মগ থেকে উঠছে সুগন্ধ ধোঁয়া।
সাদা পাতার উপর সুদৃশ্য কলম।
কোথাও থেকে আসছে প্রকৃতির মৃদু ছন্দ।

মাথায় গিজগিজ করা শব্দগুলো,
নির্ভাবনায় কাগজে দাগ কেটে চলেছে,
আমি ভারমুক্ত হচ্ছি। হচ্ছি ক্ষোভ মুক্ত।
প্রকৃতির ক্ষোভ। হৃদয়ের ক্ষোভ। প্রিয়তমার ক্ষোভ।

চিন্তাগুলো গভীর হচ্ছে। অনেক গভীর।
সব উগলে পড়ছে সাদা পাতায়।
আমি চিন্তা মুক্ত হচ্ছি। মগজ শীতল হচ্ছে।

পৃথিবীর ঋণ শোধ হয়েছে, সুদে-আসলে।
ঋণমুক্ত জীবন সুখের হাতছানি দিয়ে ডাকছে।

শরীর নিস্তেজ হচ্ছে ধীরে ধীরে।
শেষ চেতনায় শুধু মৃত্যুর ছন্দ।


আর এফ রাজ
ঝিনাই-কুঁড়ির পাড়, পঞ্চগড়।
২২ সেপ্টেম্বর ২০১৬




মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৭

মৌমুমু বলেছেন: পৃথিবীর ঋণ শোধ হয়েছে, সুদে-আসলে।
ঋণমুক্ত জীবন সুখের হাতছানি দিয়ে ডাকছে।

ভালো লাগলো।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫১

রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫

খায়রুল আহসান বলেছেন: শরীর নিস্তেজ হচ্ছে ধীরে ধীরে।
শেষ চেতনায় শুধু মৃত্যুর ছন্দ
-- সকাল থেকে মনটা খারাপ, এক নিকট বন্ধুপত্নীর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবার খবর পেয়ে। তার সাথে এই দুটো পংক্তির খুব মিল পেলাম।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৩

রায়হানুল এফ রাজ বলেছেন: আমি দুঃখিত কবি। আপনার মন খারাপের সাথে আমার পঙক্তি দুটি মিলে গেছে বলে।
তবে এটাই বাস্তবতা।
ভাল থাকবেন।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৩

জনৈক অচম ভুত বলেছেন: শরীর নিস্তেজ হচ্ছে ধীরে ধীরে।
শেষ চেতনায় শুধু মৃত্যুর ছন্দ।
:|

০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১:২৬

রায়হানুল এফ রাজ বলেছেন: আমার মনে হয় ছন্দটা আসলেই অনেক ভাল হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.