নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভালোবাসাহীন জগতের বাসিন্দা, জীবন যেখানে নীরস। প্রতিনিয়ত খুঁজে যাই ভালবাসার রূপ এবং অবগাহন করতে চাই যুক্তির সাগরে।

রায়হানুল এফ রাজ

আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।

রায়হানুল এফ রাজ › বিস্তারিত পোস্টঃ

কার স্বার্থে, কিসের স্বার্থে এই ভারত প্রীতি ?

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫১

ভারত আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল এই সত্য আমরা কোনদিন অস্বীকার করতে পারব না। কিন্তু তাই বলে ভারতকে এক তরফা ছাড় দিয়ে চলার নীতি কার স্বার্থে কিসের স্বার্থে তা কারো বোধগম্য হচ্ছে না।
-মুক্তিযুদ্ধ শেষে ২৭০০ কোটি টাকার অস্ত্র-সরঞ্জাম লুট করেছিলো ভারতীয় সেনাবাহিনী,
( অমৃতবাজার দৈনিক-১২ মে ১৯৭৪)। তখন তারা ছিল আমাদের বন্ধু। কোন বন্ধু কি এটা করতে পারে? কিন্তু তারা ঠিকই করেছিলো।
-৭৪ সালের চুক্তি সত্বেও ভারত তিন বিঘা করিডোর হস্তান্তর করেনি বাংলাদেশকে। লালমনিরহাটের মানুষকে এখনো ভারতীয়দের করা নজরের মধ্যে যাতায়াত করতে হয়।
-৭৫ সাল থেকে বাংলাদেশকে পানির নায্য হিস্যা দেয়নি। পদ্মা শুকিয়ে গেছে। বছরে ২০০
কোটি টাকার ফসল উৎপাদন বন্ধ। তিস্তায় প্রয়োজনের সময় পানি পাওয়া যায় না। অসময়ে দেশে বন্যা হচ্ছে। কেউ কিছুই বলছে না।
-প্রতিবাদের পরেও টিপাইমুখে বাধ দিচ্ছে। সিলেটের ১৬ জেলা মরুভূমি হয়ে যাবে। অথচ আমাদের নদী রক্ষা কমিশন চুপ করে হাত গুটিয়ে বসে আছে। সরকার কিছুই করতে দিচ্ছে না। বিশেষজ্ঞদের মতামত চাপা পড়ে আছে অজানা স্বার্থের কারণে।
-ফারাক্কা নিয়ে কি না করছে তারা! এবার তো ১০৪ টা গেটের মধ্য ১০২টাই খুলে দিয়েছিল। সেই কারণে বন্নায় পানি বন্দী ছিল কয়েক লাখ মানুষ।
-ট্রানজিট নিয়ে তো তামাশার শেষ নেই। টন প্রতি মাল যানে ১০০০-১৫০০ টাকার বদলে দেয় বাংলাদেশ পায় মাত্র ১৯২ টাকা। প্রবলেম কোথায় কেউ কি কিছু বলবেন?
-হিন্দি চ্যানেল, বাংলা চ্যানেল প্রচার করতে ৩০০০ থেকে ৪৫০০ কোটি
টাকা ভারতকে দেয়া হয় প্রতি বছর। কিন্তু বাংলাদেশী চ্যানেল
ভারতে নিষিদ্ধ।
-গত ৪৪ বছরে ৬১ হাজার নিরস্ত্র বাঙ্গালীকে সীমান্তে হত্যা করেছে। প্রকৃত বন্ধু বলেই হয়তো
বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে কাজ করছে। দিনের পর দিন আমরা শুধু শান্তি চুক্তি করে গেছি আর আমাদের দেশের মানুষ মারা গেছে অকাতরে।
-সাংস্কৃতিক আগ্রাসন, অভ্যন্তরীণ রাজনীতিতে নির্লজ্জ হস্তক্ষেপ, মাথার উপর দাদাগিরিসহ নানাভবে বাংলাদেশকে বুদ্ধি ধার করতে হচ্ছে ভারতের কাছে।
-ভারত থেকে আমাদের দেশে চিনি,চাউল,আটা-ময়দা,ইত্যাদি নিতে হয় আমাদের প্রয়োজন না থাকা সত্ত্বেও। দেশের চিনির কারখানা গুলো বন্দধ হয়ে যাচ্ছে তবুও ভারত থেকে চিনি আনতে হচ্ছে। কেন?
- রামপাল নিয়ে তো মজার খেলা শুরু হয়েছে। এখানে সবটুকু লাভ ভারতের। কিন্তু আমাদের সরকার ভারতকে খুশি করতে উঠেপড়ে লেগেছে। রামপাল আমাদের করতেই হবে।
দেশটা আমাদের তাই চিন্তা আমাদেরই করতে হবে। দেশটা বিশেষ কারো নয়। তাই আসুন নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হই।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০৬

শূণ্য পুরাণ বলেছেন: ভারতের স্বার্থে।

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:২৮

রায়হানুল এফ রাজ বলেছেন: বাংলাদেশের কার কি স্বার্থ???

২| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১৭

বিলুনী বলেছেন: ভারত বিরোধিতার স্বরূপ ও তুলনামুলক ফলাফল তুলে দেয়া হল নীচে ।
প্রশ্রকারীর সন্মানার্থেই দু একটি কথা লিখা হল এ মন্তব্যের ঘরে ।

ভারতের সাথে পাকিদের ছিল বৈরী সম্পর্ক : সে হারিয়েছে তার অর্ধাংশ ( তার মাশরেকী পাকিস্তান )
ভারতের সাথে পাকিদের ছিল বৈরী সম্পর্ক : তার দেশের অানাচে কানাচে গড়ে উঠেছে জঙ্ঘি তন্ত্র
ভারতের সাথে পাকিদের ছিল বৈরী সম্পর্ক : সে হয়েছে এখন তালেবান আশ্রিত মৌলবাদীস্থান
ভারতের সাথে পাকিদের ছিল বৈরী সম্পর্ক : তার মুদ্রার মান এখন বাংলাদেশের তুলনায় আধাখান
ভারতের সাথে পাকিদের ছিল বৈরী সম্পর্ক : সে তাবত দুরিয়ায় হয়েছে এখন একঘরে
ভারতের সাথে পাকিদের ছিল বৈরী সম্পর্ক : সে সময় ক্রিকেটে বাংলাদেশের স্থান ছিল দ্বাদশ প্রেয়ার হওয়াপর্যন্ত
ভারতের সাথে পাকিদের ছিল বৈরী সম্পর্ক : পাকিদের তুলনায় বাংলার রিজার্ভ বেড়ে হয়েছে দ্বিগুন পর্যন্ত
ভারতের সাথে পাকিদের ছিল বৈরী সম্পর্ক : ফাকাক্কা ভারতের হাতে ছেড়ে দিয়ে ১৯৬০ সনে পশচিম পাকিস্তআনের জন্য ভারতের সাথে পানি চুক্তি করেছে , ফারক্কাকে ছেড়ে দিয়েছে বাংগালী নিধনের জন্য ।
ভারতের সাথে পাকিদের ছিল বৈরী সম্পর্ক : সেই জন্য সে বার বার যুদ্ধে হেরেছে আর পরিচিত হয়েছে হায়েনায়।
ভারতের সাথে পাকিদের ছিল বৈরী সম্পর্ক : সে জন্যই তারা বাংলার ছিট মহল ভারতের ভিতর রেখে দিয়েছে চির দিনের জন্য
ভারতের সাথে পাকিদের ছিল বৈরী সম্পর্ক : সে জন্যই এ দেশের সমৃদ্র সীমা নিয়ে কোন কথা তারা বলেনি কখনো ।
ভারতের সাথে পাকিদের ছিল বৈরী সম্পর্ক : সে জন্যই তারা ১৯৭১ সনে এ দেশের ৩০ লক্ষ মানুষ মেরে হয়েছে ঘৃন্য ।
ভারতের সাথে পাকিদের ছিল বৈরী সম্পর্ক : সে জন্যই তারা যুদ্ধাপরাধী বিচারের বিরোধিতা করেছ হয়েছে জগন্য
ভারতের সাথে পাকিদের ছিল বৈরী সম্পর্ক : সেজন্যই তারা বাংলাদেশে জঙ্গীবাদের মদদ দিয়ে যাচ্ছে নিরবিচ্ছিন্ন ।
----------------------------------------------------------------------------------------------------------
এবার আসা যাক কার স্বার্থে, কিসের স্বার্থে এই ভারত প্রীতি এ বিষয় প্রসঙ্ঘে : ভেবে দেখলে যা দাড়ায় তা তুলে দেয়া হল নিন্মে :

কার স্বার্থে, কিসের স্বার্থে এই ভারত প্রীতি : রাজাকারদের গাড়ীতে জাতীয় পতাকা তুলে দেয়ার স্বার্থে !!!
কার স্বার্থে, কিসের স্বার্থে এই ভারত প্রীতি : ভারতের সাথে পানি চুক্তি না করে টাল বাহানায় লম্বাসময় নস্ট করে তাদেরকে এক তরফা ভাবে পানি নেয়ার সুযোগ দেয়া বছরের পর বছর ধরে , যেন দেশটি মরুভুমী হতে পারে অচিরেই!!! যেমনটি হয়েছিল ৭৫ থেকে ৯৫ পর্যন্ত কালে ।
কার স্বার্থে, কিসের স্বার্থে এই ভারত প্রীতি : বাংলাদেশেরর দারিদ্র সীমাকে পুনরায় শতকরা ৫০ ভাগে ফিরিয়ে নিতে!!!
কার স্বার্থে, কিসের স্বার্থে এই ভারত প্রীতি : দেশকে অাবার পাকি অামলের মত ৩০ লক্ষটন খাদ্য ঘাটতির দেশে পরিনত করতে !!
কার স্বার্থে, কিসের স্বার্থে এই ভারত প্রীতি : ক্রিকেটে বাংলাদেশের স্থান পুনরায় দ্বাদশ প্লেয়ারে ফিরিয়ে নিতে !!!
কার স্বার্থে, কিসের স্বার্থে এই ভারত প্রীতি : দেশে বার বার পাকিদের মত মার্শাল ল কায়েম করতে !!!
কার স্বার্থে, কিসের স্বার্থে এই ভারত প্রীতি: দেশের মানুষের গড় আয়ু পাকি আমলের মত ২৭ বছরে ফিরিয়ে নিতে!!!
কার স্বার্থে, কিসের স্বার্থে এই ভারত প্রীতি : দেশের কিছু লোককে হেলালে পাকিস্তান নীশানে পাকিস্তান খেতাব দিতে!!!
কার স্বার্থে, কিসের স্বার্থে এই ভারত প্রীতি : দেশের রাস্টভাষা উদর্দু কায়েম করতে !!!
কার স্বার্থে, কিসের স্বার্থে এই ভারত প্রীতি : বছর বছর দেশের বাজধানী এদেশের টাকায় করাচি হতে রাওয়াল পিন্ডি ও ইসলামাবাদে স্থানান্তর করতে!!!
কার স্বার্থে, কিসের স্বার্থে এই ভারত প্রীতি : দেশের মানুষ খাট বলে পাকি জোয়ান দিয়ে ভরতে !!!
কার স্বার্থে, কিসের স্বার্থে এই ভারত প্রীতি : প্রতিবেশী দেশ হতে সস্তায় কিছু না কিনে দুর মুল্লুক হতে বেশী দাম দিয়ে জিনিস কিনতে যাতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্থ হয় সবদিক থেকে!!!
কার স্বার্থে, কিসের স্বার্থে এই ভারত প্রীতি : । ভারতীয় বাংলা চেনেল বাদ দিয়া পিটিভির উদ্দু চ্যনেল দেখতে !!!!
কার স্বার্থে, কিসের স্বার্থে এই ভারত প্রীতি : টা্নজিট দেয়ার সুযোগ থাকা সত্বেও ট্রানজিট না দিয়ে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের একটি পথ রুদ্ধ করতে !!!!
কার স্বার্থে, কিসের স্বার্থে এই ভারত প্রীতি : পাকিদের মত পৃথিবীর বুকে সন্ত্রাসী রাস্ট হিসাবে একঘরে হয়ে থাকতে !!!!
কার স্বার্থে, কিসের স্বার্থে এই ভারত প্রীতি : প্রতিবেশীদের সাথে বৈরিতা বজায় রেখে পাকিরা যেমনি করে হারিয়েছে তাদের দেশের এক অংশ আমরাও যেন হারাতে পারি কিংবা বিলীন হতে পারি তেমন করে !!!!

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

ভারত বিরোধিতায় আখেরে ভারতের লাভের অংকটাই বেশী দেখা যায় পাকিদের দিকে তাকিয়ে
তাই ভারত বিরোধিতার নামে যারা কলম ধরে তারা আসলে কার স্বার্থ বেশী যোগান দেয় দেখুক
পাবলিকে ভেবে ।

ধন্যবাদ বিষয়টি আলোচনার টেবিলে তুলে আনার জন্য ।

১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:২৮

রায়হানুল এফ রাজ বলেছেন: আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন???
অনেক কিছু লিখেছেন কিন্তু কাজের কাজ কিছুই পরিষ্কার নয়। বুঝিয়ে দিলে প্রীত হতাম।

৩| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৫৬

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: আরে দূর মশাই! এগুলো লিখতে নেই , ভারতদা রাগ করবে যে।

১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৫৯

রায়হানুল এফ রাজ বলেছেন: এই রাগ নিয়েই তো দিন চলছে মশাই।

৪| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ২:০৪

বিলুনী বলেছেন: আরে ভাই দু:শ্চিন্তার কোন কারণ নাই , যারা বুঝার তারা ঠিকই বুঝে নিবে ভাই ।
ধন্যবাদ শুভেচ্ছা রইল ।

১০ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১৫

রায়হানুল এফ রাজ বলেছেন: তা ঠিক আছে। বুঝতে পারলে ভাল হত।

৫| ১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫০

খায়রুল আহসান বলেছেন: অন্ধ হলে তো বন্ধ রবেনা প্রলয়।

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫১

রায়হানুল এফ রাজ বলেছেন: আপনার কথাটি খুব ভাল লেগেছে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.