নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভালোবাসাহীন জগতের বাসিন্দা, জীবন যেখানে নীরস। প্রতিনিয়ত খুঁজে যাই ভালবাসার রূপ এবং অবগাহন করতে চাই যুক্তির সাগরে।

রায়হানুল এফ রাজ

আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।

রায়হানুল এফ রাজ › বিস্তারিত পোস্টঃ

রামপালবিরোধী প্রচারণাকারীদের বেশিরভাগ জামায়াত: বিদ্যুৎপ্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু

১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১:২৮


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে প্রচারণাকারীদের বেশিরভাগই যুদ্ধাপরাধের অভিযোগের মুখে থাকা জামায়াত ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করেছেন বিদ্যুৎপ্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
বাংলাদেশের উন্নয়নের গতি রোধ করার জন্যই তারা এমনটি করছে বলে মনে করেন তিনি।
শনিবার রাতে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “আমরা এনালাইসিস করে দেখলাম, আপনি ফেইসবুকে গেলেই দেখবেন কোনো না কোনো ভাবে তারা (জামায়াত) এটার সাথে যুক্ত।”
“যারা (রামপাল নির্মাণে) নিবৃত করছেন, তারা অধিকাংশই জামায়াত সংশ্লিষ্ট। বাংলাদেশে উন্নয়নের যে গতি এসেছে, যেভাবে হোক এটা (তাদের) থামাতে হবে‍! ”
শেখ হাসিনার হাত দিয়ে বাংলাদেশ কখনই যেন বিশ্বে সবার ওপরে না দাঁড়াতে পারে সেজন্যই জামায়াত সংশ্লিষ্টরা এ কাজ করছে বলে অভিযোগ করেন বিপু।
রাজধানীর লেক ক্যাসেল হোটেলে ‘বাংলাদেশের উন্নয়ন, পরিবেশ ও প্রতিবেশ এবং রামপাল বিদ্যুৎকেন্দ্রর ভূমিকা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে সুচিন্তা ফাউন্ডেশন।
এতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপু বলেন, “যারা এ বিদ্যুৎকেন্দ্রর বিরোধিতা করছেন, তারা নিশ্চয়ই জানেন এ বিদ্যুৎকেন্দ্র দিয়ে ক্ষতি হবে কী- হবে না।”
ঢাকা শহরের আশেপাশে সাড়ে ৪০০ ইটভাটা রয়েছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, “এগুলোতে অতি নিম্নমানের কয়লা পোড়ানো হয়। এসব কয়লায় প্রায় ১০ শতাংশ সালফার তৈরি হয়।
“এসব ব্রিকফিল্ড থেকে যে সালফার বের হয়, রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে তার এক হাজার ভাগের এক ভাগও যদি হত- তাও আমি বলতাম…।”
রামপালবিরোধীদের দিকে ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, “তারা যে হিসাব দেয়, সে হিসাবে ঢাকা শহরে কোনো মানুষ বসবাস করতে পারত না; চিড়িয়াখানার সব প্রাণী মারা যেত।”
রাজনৈতিক উদ্দেশ্যেই রামপাল বিদ‌্যুৎকেন্দ্রের বিরোধিতা করা হচ্ছে বলে মন্তব‌্য করেন তিনি।
তাহলে আনু মোহাম্মদ কি জামায়াত করে?
সুলতানা কামাল কি জামায়াত করে?
ইউনস্ক কি জামায়াতের সহযোগী সংগঠন?
এই সব মানুষ কীভাবে প্রতিমন্ত্রী হয়? যাদের ন্যূনতম কমন সেন্স নেই তারা কীভাবে দেশ চালাচ্ছে?
দেশ কোন দিকে যাচ্ছে???
নিউজ লিঙ্কঃhttp://m.bdnews24.com/bn/detail/bangladesh/1224590

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৪৭

বিলুনী বলেছেন: তাহলে আনু মোহাম্মদ কি জামায়াত করে? জামাতিদের স্বার্থ রক্ষা করে ।
সুলতানা কামাল কি জামায়াত করে? জামাতিদের স্বার্থ রক্ষা করে ।
ইউনস্ক কি জামায়াতের সহযোগী সংগঠন? জামাতিদের ঠেলায় পরে বিষয়টা কি শুধু জানতে চেয়েছে ।
এই সব মানুষ কীভাবে প্রতিমন্ত্রী হয়? যাদের ন্যূনতম কমন সেন্স নেই তারা কীভাবে দেশ চালাচ্ছে? সে প্রতিমন্ত্রী হয়েছে বলেইতো দেশে ৩৭০০ মেগাওয়াট হতে ১৪০০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন হয়েছে না হলে তো হতো শুধু খাম্বা ।
দেশ কোন দিকে যাচ্ছে??? দেশ অন্ধকার থেকে আলোতে যাচ্ছে , জামাতিরা কিছু দেশ ছেড়ে পালাচ্ছে আর শত শত জামাত নেতা কর্মী তৌবা করটে সাতক্ষীরার মত আওয়ামীতে যোগ দিচ্ছে ।

১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৫৩

রায়হানুল এফ রাজ বলেছেন: যুক্তিটা ভালোই। সবসময় অন্যকে নিজের মতই ভাবতে হয়।
মানিকে মানিক চিনে।

২| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:১৯

মুশশাররাফ হোসেন সৈকত বলেছেন: কাদের মোল্লার ফাসির দুইদিন আগে জাতিসংঘের "মানবাধিকার কমিশন" UNHRC এর নাভি পিল্লাই কাদের মোল্লার মুক্তি চেয়ে সকল মিডিয়াতে বক্তব্য দিয়েছিলো, তার ফেসবুক পেজে পোস্টটা এখনো আছে। তার আগে নিশা দেশাই বাংলাদেশে এসে কি লাফালাফি করে গেলো, মীর কাশেম আলীর ফাসির রায়ে ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য এবং সম্পর্কিত আরো অনেক কিছু দেখে কেউ যদি বলে যে জাতিসংঘ ও তার সহসংগঠনগুলো জামাতপন্থী না, তাহলে হয় সে জন্মগতভাবে বুদ্ধির অভাবঘটিত প্রতিবন্ধী, নয়তো ওদের পেমেন্ট সিস্টেমে চলা দালাল।

৩| ১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৪

সম্রাট৯০ বলেছেন: আনু মোহাম্মদ আর সুলতানা কামালরা জামাতের চেয়ে বিষধর মানুষ, জামাতরা এখন দাঁতবিহীন সাপে পরিনত হয়েছে কিন্তু যাদের কথা বলেছেন তারা মানুষের মুখোশ পড়ে আছে মানুষের ভিড়ে। প্রতিমন্ত্রী বক্তব্য শতভাগ সত্য, সারা দেশে বিষপান করে মানুষ নীল হয়ে আছে খাবার ঔষুধের সাথে, যেখানে সবুজের চিহ্ন নেই মানুষের মন শরীরে সেখানে বনের সবুজ নিয়ে মানুষ মরছে। তবুও যদি বনের সবুজ হারাতো একটা কথা ছিলো।

এসব রাজনীতিবিদদের উপরে অপরাজনীতি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.