![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।
আজ প্রায় ত্রিশ বছর পর তোমার সাথে হটাৎ দেখা,
কেমন যেন বুড়িয়ে গেছ।
সত্যিই কি এত বয়স হয়েছে তোমার?
হয়তো তাই হবে।
আমার চুলগুলোও তো এখন সাদা সোনালী পাট।
কিন্তু তোমার চোখের জ্যোতি একটুকুও কমেনি,
অভিমানটা ঠিক ধরতে পারা যায়।
অভিমান না করতে পারার মতো বুড়ি এখনো হও নি।
হয়তো শরীরের খেলায় মন পরাজিত হয় নি,
কিংবা মনের বয়সটা কমেনি।
তোমার পাশে সে দাঁড়িয়ে ছিল,
যাকে কিঞ্চিৎ হিংসা করি। হাসি খুশি মানুষ।
তোমায় আমার চেয়ে একটু বেশীই ভালোবাসে।
তাইতো তোমায় হাত ধরেই রাস্তা পার করলো।
হয়তো আবার দেখা হবে তোমার সাথে,
সাথে সেই ভদ্রলোকের সাথেও।
একটা মিষ্টি ধন্যবাদ দিব;
এতটা বছর তোমায় আগলে রাখার জন্য।
২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৫
রায়হানুল এফ রাজ বলেছেন: না ভাই অনুবাদ না।
ধন্যবাদ পড়ার জন্য।
২| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ২:১১
আনিসা নাসরীন বলেছেন: সুন্দর
২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৫
রায়হানুল এফ রাজ বলেছেন: ধন্যবাদ আপু।
৩| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ২:১৪
তাওহিদ হিমু বলেছেন: কী নির্মম কথা বলে ফেললেন কুশলের মধ্যে
২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৬
রায়হানুল এফ রাজ বলেছেন: অনেক নির্মম হয়ে গেল নাকি ভাই? বুঝতেই পারি নি।
৪| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৫৭
অন্তু নীল বলেছেন:
ভালো লাগল।
২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৭
রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৫| ২৬ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:১৩
রাবেয়া রাহীম বলেছেন: সুন্দর
২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৮
রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৬| ২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:০০
রূপক বিধৌত সাধু বলেছেন: অল্প কথায় কতো কথাই বলা হয়ে গেলো! সুন্দর!
২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৮
রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
৭| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৫
অযাচিত কালিদাস বলেছেন: আবার কি দেখা হয়েছে?
ধন্যবাদ কি দিয়েছেন?
অনেক সুন্দর।
২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩০
রায়হানুল এফ রাজ বলেছেন: না আর দেখা হয় নি। তবে দেখা হলে ধন্যবাদ অবশ্যই দেবো।
আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ২:০৫
চাঁদগাজী বলেছেন:
অনুবাদ?