নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভালোবাসাহীন জগতের বাসিন্দা, জীবন যেখানে নীরস। প্রতিনিয়ত খুঁজে যাই ভালবাসার রূপ এবং অবগাহন করতে চাই যুক্তির সাগরে।

রায়হানুল এফ রাজ

আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।

রায়হানুল এফ রাজ › বিস্তারিত পোস্টঃ

আসুন সুকান্তকে বাঁচাইঃ একটি মানবিক আবেদন

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২০



সুকান্ত কুমার ঘোষ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) -এর মেকানিকাল ডিপার্টমেন্ট এর '১৩ সিরিজের (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) ছাত্র। রোল ১৩২০৮৩। বাসা খুলনার সাতক্ষীরা জেলার তালা উপজেলায়। সুকান্তের ব্রেইনের ৮০ শতাংশ এফেক্টেড হয়ে গেছে "ভাইরাল এনকেফেলাইটিস" নামক্ ভাইরাসঘটিত ব্রেইন ইনফেকশনের কারণে। ফুসফুস কাজ করছে তাই লাইফ সাপোর্ট এ রাখা হয়েছে বারডেম হাসপাতালে। টিস্যু ড্যামেজ হয়ে যাচ্ছে, স্মৃতি লোপ পাচ্ছে ধীরে ধীরে।

প্রায় ৮ দিন যাবত জ্বর ছিল সুকান্তের। ১১ নভেম্বর ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজে। সেখান থেকে ঢাকায়, বারডেম এর আইসিউ তে। মৃত্যুর সাথে সংগ্রাম চালাচ্ছে আজ ১১ দিন ধরে। সদা হাস্যজ্জ্বল ছিল না, ছিল বেশ সিরিয়াস ছাত্র আর তার ছিল বন্ধুর জন্য সব কিছু উজাড় করে দেয়ার মানসিকতা। বিসিএস দিয়ে নিজের ফ্যামিলিকেই আগে সাপোর্ট করতে চেয়েছিল।

ডাক্তার বলছে ৬ মাস নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে এবং খরচ হবে প্রায় ৬০ লক্ষ টাকা। প্রতিদিন খরচ হচ্ছে প্রায় ৪৫ হাজার টাকা। গ্রামের কৃষি নির্ভর পরিবার তার। তার পরিবারের পক্ষ থেকে কোন ভাবেই চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাদের কাছে যা আছে তার সর্বস্ব দিয়ে বাঁচানো হল এতদিন। আমাদের রুয়েট থেকে এর মধ্যেই সংগ্রহ করা হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা। সম্পূর্ন টাকার তুলনায় যা খুবই সামান্য এবং এখনও টাকা তোলা চলছে। পুরো টাকাটা শুধুমাত্র আমাদের পক্ষে তোলা সম্ভব নয়।

প্রতিদিন যেহেতু খরচ হচ্ছে প্রায় ৪৫ হাজার টাকা তাই টাকা পাঠাতে একদিনের ব্যর্থতা সুকান্তকে বাঁচানোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

আপনাদের কাছে এসেছি সুকান্তের জন্য। তার স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারেন আপনারাই। তাকে ফিরিয়ে আনতে পারে আপনাদের উদার মানসিকতা আর সামান্য আর্থিক সহযোগিতা। নিজে যদি নাও পারি তাহলে শেয়ার করি, ছড়িয়ে দেই নিজেদের বন্ধুর কাছে । হারিয়ে যেন না যায় সুকান্ত, আপনার-আমার সামান্য অবহেলায়।

আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানাঃ

(#বিশেষভাবে দৃষ্টি আকর্ষণঃ যে কোন ধরনের এমাউন্ট পাঠানোর আগে প্রয়োজনে ইভেন্টে পোস্ট করুন কিংবা ইভেন্ট হোস্টদের মেসেজ করুন। ইভেন্টে সরবরাহ করা বিকাশ নাম্বার, পেপাল একাউন্ট কিংবা ব্যাংক একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে অর্থ সহায়তা পাঠালে তার দায় বহন করা হবে না)
___________________________________________________
বিকাশ নাম্বারঃ (সবগুলো পার্সোনাল নাম্বার)

১) 01675-503737
২) 01672-844102
৩) 01914-554960
৪) 01925-674461
৫) 01717-998118

ডিবিবিএল (DBBL mobile banking):
১) 01710-3510864
২) 01988-8313416

প্রবাসী ভাই বোনদের জন্যে আমাদের পেপাল অ্যাকাউন্টঃ [email protected]
যারা পাঠাবেন প্লীজ তাঁরা অবশ্যই সাবজেক্টে এইটা লিখবেন
" Fund For Sukanta".

ব্যাঙ্ক অ্যাকাউন্টঃ
Account name: Subroto Kumar Ghosh
Online Acc. No.: 100082302
ACCOUNT NUMBER: 8230
Rupali Bank LTD. RUET Branch.

Account name: Subarto Kumar Ghosh
ACCOUNT NUMBER: 1351510140903
SWIFT Code: DBBLBDDH
DUTCH BANGLA BANK, RAJSHAHI BRANCH , BANGLADESH

বিশেষ অনুরোধঃ

১) বিকাশ করার পর অবশ্যই ঐ নাম্বারে ফোন দিয়ে কনফার্ম হয়ে নিবেন। প্রতিদিন আমাদের কাছে আসা টাকার পরিমাণ ও উৎস জানতে ক্লিক করতে পারেন গুগল ডকের এই লিঙ্কেঃ Click This Link

২) সুকান্তের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ডকুমেন্টস দেখতে পাবেনঃ Click This Link

যে কোন প্রয়োজনে যোগাযোগঃ

অনুপম (সুকান্তের বন্ধু, বুয়েট) 01988831341
ফুয়াদ তানজীম (রুয়েট,১৩): 01521473340
সুব্রত কুমার ঘোষ (সুকান্তের ভাই- প্রভাষক, রুয়েট): 01729509066
ইভেন্ট লিঙ্কঃ Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.