![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।
ক্ষণিকের কল্পনায়,
মনটি তোকে ছুঁতে চায়,
হটাত কোন আবদারে।
মনকে বলি,
কেমনে পাবি,
পাগলি তোর বহুদূরে।
অস্তিত্ব জুড়ে,
মৃত্তিকা ফুঁড়ে,
মনটি একা অসম্ভবের আঁধারে।
রোজই ভাবি,
আঁতকে উঠি,
হটাত যদি যায় হারিয়ে।
কল্প কথায়,
মন ভরেনা,
যায় না হৃদয় জুড়িয়ে।
কষ্ট পাবো,
বলবো নাকো,
তুমি আছ হৃদয় গভীরে।
আর এফ রাজ
ঝিনাই-কুঁড়ির পাড়
পঞ্চগড়
০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫০
রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। লেখা ভাল লেগেছে জেনে খুশি হলাম। ভাল থাকবেন।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২২
খায়রুল আহসান বলেছেন: না বলা কথাটা একবার বলেই ফেলেন কোন না কোন অছিলা খুঁজে!
১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৪
রায়হানুল এফ রাজ বলেছেন: ধন্যবাদ কবি ফিরে আসার জন্য।
কথাটা বলতে বড্ড ভয় হয় যে। বলার কোন উপায় নেই। বললেও শুনবে না।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৬
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লেখনি.,,, খুব ভালো লাগলো
শুভেচ্ছা রইলো