![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।
প্রায় সময় কিছু প্রকার মানুষকে বলতে দেখা যায়, এই দেশ আমাকে কি দিয়েছে? তাদের এই সিদ্ধান্তেও উপনীত হতে দেখা যায় যে, যেহেতু এই দেশ কিছু দেয় নি তাই এই দেশ থেকে চলে যাওয়াই উত্তম। দেশে মানুষের নিরাপত্তা নেই, সত্য কথা, কিন্তু আমাকে কি কেউ বলতে পারবেন কোন দেশে নিরাপত্তা আছে? উন্নত অনেক দেশ আছে যাদের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেও সন্ত্রাসী হামলা হয়ে থাকে। কম হয়, কারণ তারা সচেতন। আপনি নিজেকে সচেতন ভাবছেন? আচ্ছা বলুন তো, আপনার সামনে ঘটে যাওয়া কয়টি অন্যায়ের প্রতিবাদ করেছেন আপনি? আপনার সন্তানকে কি একবারও বলেছেন অন্যায়ের প্রতিবাদ করতে। বরং আপনিই নিজের সন্তান সহ আরও কিছু মানুষকে উপদেশ দেন উটপাখির মত জীবন যাপন করার। আচ্ছা ঠিক আছে ধরে নিলাম আপনি ভাল। অনেক ভাল। কিন্তু একবার কি বলবেন, শতকরা কত জন মানুষ ভাল? সংখ্যাটা দশের ঘরে। দশ ভাগ ভালমানুষ ও নব্বই ভাগ খারাপ মানুষ নিয়ে কিভাবে একটি দেশ এগিয়ে যাবে বলতে পারেন?
সমাজ কোনদিন খারাপ মানুষের জন্য নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় ভাল মানুষদের নিষ্ক্রিয়তায়।
আগে নিজে ভাল হই, তারপর সমাজটাকে বদলানোর চেষ্টা করি, যেন উন্নত জীবনের আশায় অন্য কোন দেশে পারি জমাতে না হয়।
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে এমন কিছু ছাত্র প্রায় বলে এই দেশ আমাদের কিছু দেয় নি। একজন কৃষক, রিকশা চালক, খেটে খাওয়া মানুষ যে ট্যাক্স দেয় সেই টাকায় আপনি পড়েন। শুধু পড়েনই না, তাদের টাকায় হলে থাকেন, কম টাকায় খাবার খান, মল-মুত্র বিসর্জনও করেন তাদের টাকায়। আর বলে বেড়ান দেশ আপনাদের কিছু দেয় নি।
একটা পরিসংখ্যান শুনেছিলাম, সত্য কিনা জানি না। বুয়েটে একজন ছাত্রকে মেকানিক্যাল ইঙ্গিনিয়ারিং পড়াতে সরকারের প্রতি চার বছরে খরচ হয় প্রায় পনের লাখের বেশি টাকা। এই টাকা কোথা থেকে আসে? একজন ছাত্রকে পড়াতে সরকারের অনেক টাকা খরচ হয়। তার পরও কেউ যদি বলে দেশ তাকে কিছু দেয় নি তবে সেই মানুষটাকে গুলি করা উচিত।
দেশটা সহজে স্বাধীন হয়নি। দেশের স্বাধীনতার ইতিহাস আমরা সকলে জানি। স্বাধীনতার পরেও আমাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। আমরা আমাদের অনেক সূর্য সন্তানদের হারিয়েছি। তার পরও দেশ এগিয়ে যাচ্ছে। আমরা এখন অনেক সচ্ছল।
অবহেলা করে ছেড়ে যাওয়া নয়, আসুন ভালবেসে দেশটাকে গড়ি নিজের মত করে, নিজের বসবাসের জন্য।
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৫
রায়হানুল এফ রাজ বলেছেন: বুঝলাম না ভাই।
২| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫১
চাঁদগাজী বলেছেন:
"একজন ছাত্রকে পড়াতে সরকারের অনেক টাকা খরচ হয়। তার পরও কেউ যদি বলে দেশ তাকে কিছু দেয় নি তবে সেই মানুষটাকে গুলি করা উচিত। "
-সরকারের লোকেরা কি টাকা উহাদের নিজস্ব ব্যাংক একাউন্ট থেকে দিচ্ছেন? আপনার মতো নাগরিকেরা বাকীদের জন্য সমস্যা।
একজন টোকাইর পেছনে সরলারের খরচ কত?
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:০৪
রায়হানুল এফ রাজ বলেছেন: "একজন কৃষক, রিকশা চালক, খেটে খাওয়া মানুষ যে ট্যাক্স দেয় সেই টাকায় আপনি পড়েন। শুধু পড়েনই না, তাদের টাকায় হলে থাকেন, কম টাকায় খাবার খান, মল-মুত্র বিসর্জনও করেন তাদের টাকায়। আর বলে বেড়ান দেশ আপনাদের কিছু দেয় নি।"
এই কথা লিখেছি আমি। একবার ভাল করে পড়েন।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫২
চাঁদগাজী বলেছেন:
একজন টোকাইর পেছনে সরকারের খরচ কত?
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:০৭
রায়হানুল এফ রাজ বলেছেন: টোকাই'র জন্য সেই রকম কোন বাজেট না থাকলেও সমন্বিত বাজেট অবশ্যই আছে। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আছে।
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৪
চাঁদগাজী বলেছেন:
১৬ বছরের নীচে কি পরিমাণ কিশোরী চাকরাণী হিসেবে কাজ করছে? ওদের জন্য সরকারী বাজেট কত?
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:০২
রায়হানুল এফ রাজ বলেছেন: আপনি আমার কথা ঠিক ভাবে বুঝতে পারেন নি কিংবা আমি ঠিক ভাবে বঝাতে পারিনি। আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিয়েছি। যারা নিজেদের অনিরাপদ মনে করে তাদের কথা বলেছি।
আমি কিছু মানুষের কথা বলেছি। সব নয়।
এই সব কথা বলতে হলে ছাত্রলীগ করতে হয় না। পিএইচডি থাকতে হয় না।
৫| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৬
উন্মুক্ত অাঙ্গিনা বলেছেন: সুন্দর কথা/লেখা
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২১
রায়হানুল এফ রাজ বলেছেন: ধন্যবাদ।
৬| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০৮
ANIKAT KAMAL বলেছেন: সমাজ কোনদিন খারাপ মানুষের জন্য নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় ভাল মানুষদের নিষ্ক্রিয়তায়।
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২১
রায়হানুল এফ রাজ বলেছেন: অতিশয় সত্য কথা।
৭| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৩
ANIKAT KAMAL বলেছেন: সমাজ কোনদিন খারাপ মানুষের জন্য নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় ভাল মানুষদের নিষ্ক্রিয়তায়। অনেক সুন্দর
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৩
রায়হানুল এফ রাজ বলেছেন: অতিশয় সত্য কথা।
৮| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২১
ANIKAT KAMAL বলেছেন: সমাজ কোনদিন খারাপ মানুষের জন্য নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় ভাল মানুষদের নিষ্ক্রিয়তায়।
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৪
রায়হানুল এফ রাজ বলেছেন: অতিশয় সত্য কথা।
৯| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৩
রাজীব নুর বলেছেন: আমি এই দেশকে এবং দেশের মানূষকে ভালোবাসি। যদিও এই দেশের বেশির ভাগ লোকই ছাগল।
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৫
রায়হানুল এফ রাজ বলেছেন: দেশের বেশিরভাগ লোকই ছাগল, ব্যাপারটা জানতাম না তো। আচ্ছা কেন???
১০| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০০
খায়রুল আহসান বলেছেন: অবহেলা করে ছেড়ে যাওয়া নয়, আসুন ভালবেসে দেশটাকে গড়ি নিজের মত করে, নিজের বসবাসের জন্য। - সুন্দর এই আহবানের জন্য ধন্যবাদ।
২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৩
রায়হানুল এফ রাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে। নিজেরা ভালবাসলেই দেশটা সুন্দর হয়ে উঠবে।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩০
চাঁদগাজী বলেছেন:
ছাত্রলীগে আছেন? মধুর কেন্টিনের পিএইচডি?