নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভালোবাসাহীন জগতের বাসিন্দা, জীবন যেখানে নীরস। প্রতিনিয়ত খুঁজে যাই ভালবাসার রূপ এবং অবগাহন করতে চাই যুক্তির সাগরে।

রায়হানুল এফ রাজ

আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।

রায়হানুল এফ রাজ › বিস্তারিত পোস্টঃ

তোমার মাঝেই তোমার সাফল্য

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৯


তুমি ব্যর্থ বলে যে তোমাকে ধিক্কার দেয় তাকে খারাপ ভেবো না। তাকে খারাপ ভাবার আগে ভেবে দেখ তুমি কতো বোকা। তোমার উপর আশে-পাশের মানুষদের অনেক আশা আকাঙ্খা আছে কিন্তু তুমি তা বুঝতে পার নি। তুমি আসলেই বোকা। তুমি যে বোকা তার আরেকটি প্রমাণ হচ্ছে যে ঘটনা ঘটে গেছে তা নিয়ে এখনো তুমি পড়ে আছ। সময় চলে যাচ্ছে। যে সময় চলে যাচ্ছে সেই সময় আর কোন দিন ফিরে পাবে না। তাই যা হওয়ার হয়ে গেছে, সামনে যেন এমন কিছু না ঘটে তা নিয়ে চিন্তা কর। নিজের চারপাশটাকে নিজের হাতে তৈরি করতে হবে। জয়ের মুকুট অর্জন করে পড়তে হবে নিজের হাত দিয়ে। অন্য কেউ অর্জন করে তোমার মাথায় পরিয়ে দেবে না।
আমাদের সমাজের মানুষেরা শুধু অন্যের সমালোচনাই করতে পারে, অন্যকে আশা দিতে পারে না।
কিছু পেতে হলে কিছু দিতে হয়। তুমি অনেক বড় হতে চাও, তোমার অনেক টাকা পয়সা দরকার, তোমার অনেক দামি গাড়ি থাকবে, তুমি অনেক বড় বাড়িতে থাকতে চাও ভালো কথা, কিন্তু এইসব তুমি কোথায় পাবে? তোমাকে কে দেবে? এমন তো নয় যে এইসব আকাশ থেকে নেমে এসে কোন এক সকালে তোমার ঘুম ভাঙ্গিয়ে তোমাকে অবাক করে দিবে। একবার মনে করে দেখ, ছোট কাল থেকে শুনে আসা কথাটা, জীবন ফুল সজ্জা নয়। আসলেই জীবন সেই রকম নয়। ফুলের বিছানা স্বপ্নেই সম্ভব, বাস্তবে নয়।
তোমার কাছে তোমার জীবনের কোন মূল্য নেই ভালো কথা কিন্তু একবারও কি ভেবেছ, যে মানুষ দুটির জন্য তুমি এই পৃথিবীতে এসেছ তাদের মনের কতটুকু আশা তুমি পূরণ করতে পেরেছ? পৃথিবীর আর কারো জন্য নয় সেই মানুষ দুটির জন্য হলেও তো তোমার সংগ্রাম করে যাওয়া উচিৎ। এই মানুষ দুটোর মুখের হাসির চেয়ে বড় অর্জন আর কিছু হতে পারে না।
এই পৃথিবীতে ভালো মানুষের যেমন অভাব তেমনই সূক্ষ্ম চিন্তা করে এমন মানুষেরও অভাব রয়েছে। তুমি সেই অভাব পূরণ করার জন্য একটু হলেও চেষ্টা কর। জীবনটাকে সাজাতে পারলে তোমাকে আর পেছন ফিরে তাকাতে হবে না।
তোমার সফলতার জন্য তুমিই যথেষ্ট। তোমার চেষ্টা তোমার হাতিয়ার, তোমার মেধা তোমার সাথে আছে, একটু কষ্ট করে কঠোর পরিশ্রম করতে হবে। যতটা কঠিন ভাবছ ঠিক ততোটাও কঠিন নয়। একবার মাঠে নেমে পর দেখবে সব কিছু আস্তে আস্তে সহজের দিকে যাচ্ছে। ভালোবাসা এবং যুদ্ধের জন্য সব কিছু করা যায়। নিজের জীবনকে ভালোবেসে, পৃথিবীকে যুদ্ধক্ষেত্র ভেবে কাজে লেগে পর, আল্লাহ্‌ সহায় থাকলে তোমাকে কেউ থামাতে পারবে না।
তোমার মাঝেই তোমার সাফল্য। সেটা ধরতে শেখ, অন্যথায় পৃথিবী তোমাকে ছুড়ে ফেলে দিবে।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার পোষ্ট

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪০

রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৪

ভাবুক কবি বলেছেন: পৃথিবীকে যুদ্ধক্ষেত্র ভেবে কাজে লেগে পর, আল্লাহ্‌ সহায় থাকলে তোমাকে কেউ থামাতে পারবে না।
তোমার মাঝেই তোমার সাফল্য। সেটা ধরতে শেখ, অন্যথায় পৃথিবী তোমাকে ছুড়ে ফেলে দিবে।

এই কথাগুলো মানলেই অনেক সফলতা পাওয়া সম্ভব।
ধন্যবাদ এমন কিছু লেখার জন্য

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৯

রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৫

শামীম সরদার নিশু বলেছেন: ভালো লাগল।

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০০

রায়হানুল এফ রাজ বলেছেন: লেখা ভাল লেগেছে জেনে খুশি হলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০১

শামীম সরদার নিশু বলেছেন: আপনিও ভালো থাকবেন। শুভকামনা আপনার জন্য।

২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৪

রায়হানুল এফ রাজ বলেছেন: ধন্যবাদ।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২২

প্রশ্নবোধক (?) বলেছেন: ঠিক তাই, ভুল যা কিছু তা তো মানুষের মনে। পৃথিবীর যা কিছু সবই সত্য। পিতল কে স্বর্ণ বলে চেনানোও মিথ্যা চেনাও মিথ্যা। তাতে পিতলের বা স্বর্ণেরই কিইবা যায় আসে?

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৮

রায়হানুল এফ রাজ বলেছেন: ঠিক বলেছেন।
ভাল থাকবেন।

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫১

নতুন নকিব বলেছেন:



নিজের জীবনকে ভালোবেসে, পৃথিবীকে যুদ্ধক্ষেত্র ভেবে কাজে লেগে পর, আল্লাহ্‌ সহায় থাকলে তোমাকে কেউ থামাতে পারবে না।
তোমার মাঝেই তোমার সাফল্য। সেটা ধরতে শেখ, অন্যথায় পৃথিবী তোমাকে ছুড়ে ফেলে দিবে।
-আশা জাগানিয়া কথামালা!

শুভ কামনা নিরন্তর।

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৯

রায়হানুল এফ রাজ বলেছেন: একটুকু আশা জাগাতে পারলেও আমি সার্থক।
ভাল থাকবেন।

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২০

খায়রুল আহসান বলেছেন: ভাল প্রণোদনামূলক পোস্ট।

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩১

রায়হানুল এফ রাজ বলেছেন: অনেক ধন্যবাদ কবি।
শুভকামনা রইল আপনার প্রতি।

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৩

মোজাহিদুর রহমান ব বলেছেন: ভাল লাগল ভাইজান কিন্তু আমিতো অলস বান্দা আমার কি হবে

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৪

রায়হানুল এফ রাজ বলেছেন: নিজের কথা একটু ভাবলেই সব অলসতা দূর হয়ে যাবে।
শুভকামনা রইল।

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সত্যিকার অনুপ্রেরণা।

৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৮

রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.