![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।
একটা সত্য কথা বলা হবে।
তার জন্য কত আয়োজন!
দোয়া-দরূদ, বুকে ফুঁ।
গ্লাস ভর্তি ঠাণ্ডা পানি।
মাথায় কিছু শুভকামনার হাত।
চারদিক উৎসুক জনতার ভীর।
এত কিছুর মাঝেও,
ভয়টা ঠিক ভয়ই থাকে।
সত্য বলতে গিয়ে,
কথামালা অন্য দিকে বাঁকে।
সর্বসত্ত্ব সংরক্ষিত।
রায়হানুল ফেরদৌস রাজ
ঝিনাই-কুঁড়ির পাড়
পঞ্চগড়।
©somewhere in net ltd.